বৃষ্টির sms | বৃষ্টির দিনের স্ট্যাটাস | বৃষ্টির দিনের রোমান্টিক ছবি
বৃষ্টি ভেজা শুভ রাত্রি | বৃষ্টি ভেজা শুভ সকাল
বন্ধুরা সবাই কেমন আছো?আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও বেশ ভালো আছি।বৃষ্টির দিন অত্যন্ত রোমাঞ্চকর একটা দিন।প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষ্টি ভেজা শুভ রাত্রি, বৃষ্টি ভেজা শুভ সকাল, বৃষ্টির sms, বৃষ্টির দিনের স্ট্যাটাস, বৃষ্টির এস এম এস, বৃষ্টির কবিতা, সকালের বৃষ্টির কবিতা ও বৃষ্টির দিনের রোমান্টিক ছবি ইত্যাদি।
How are you all friends? I hope you are all well. I am also very well. Rainy day is a very exciting day. Dear friends, the topics we will discuss today are rain wet good night, rain wet good morning, rainy sms, rainy day Status, Rain SMS, Rain Poems, Rain poems in the morning and romantic pictures of rainy days etc.
যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তার একটি চার্ট নিচে দেওয়া হল;
- বৃষ্টি ভেজা শুভ সকাল
- বৃষ্টির sms
- বৃষ্টির দিনের স্ট্যাটাস
- বৃষ্টির এস এম এস
- বৃষ্টির কবিতা | সকালের বৃষ্টির কবিতা
- বৃষ্টির দিনের রোমান্টিক ছবি
বৃষ্টির sms
আজ বর্ষা এলো,ফরসা আকাশ মেঘলা হোলো,নামছে এখন বৃষ্টি,আমার কথা মনে পড়লেজানালায় রাখো দৃষ্টি।
বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুলবৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর..
বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ
বৃস্টি ভেজা বরষা দিনে..
খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি..
বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
মেঘলা মেঘলা আকাশ..
ঠান্ডা ঠান্ডা বাতাস..
বৃষ্টি ভেজা গা..
পানিতে ভেজা পা..
বৃষ্টি থামেনা..
চারদিকে জল..
পা সামলে চল।
বৃষ্টির সাথে ধুয়ে মুছে যাক,
সব আটা, ময়দা, সুজি;
আস্তর বিহীন আসল চেহারা খুঁজি।
আমার আকাশে আজ সারাদিন বৃষ্টি
তোমার আকাশেও কি তাই ?
বৃষ্টি পাগলী তুমি কিচ্ছু বুঝো না
তোমাকে যে আমি কতটা চাই
আকাশে আজ মেঘ জমেছে,
রাগ করেছে ভারী।
আজ নাকি সারাদিন,
রোদের সাথে আরি।
রোদটাও খুব অভিমানী,
উঠতে নাহি চায়,
এই সুযোগে বৃষ্টি নাকি,
দারুন মজা পায়।
বৃষ্টির দিনের স্ট্যাটাস
কদমে কদমে ভরে গেছে চারপাশ,
এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ,বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।
বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে,চলনা হারিয়ে যাই আজ আপন মনে।পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই,আষাঢ় মাস কে স্বাগত জানাই।
আজ আমি বৃস্টিতে ভিজেছিআর মন খুলে কেদেছি__কেউ বুজতেই পারেনি যে আমারচোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জলনাকি চোখের জল__তাই তো বৃস্টি এলেই আমিনিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে
কোনো এক বর্ষার দুপুর বেলায়,
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে,
তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।
উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরেকেন রে বৃষ্টি পাগল করিছ মোরে.দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,
বৃষ্টির এস এম এস
- এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না ।
- কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন হেসে।উঠেছিল পাশের ফুলবাগানের ফুল।আন্দন্দে আত্মহারা হয়ে।দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..
- কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে।যে নিমিষে সরিয়ে এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় ।
- গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসিয়ে দেই।জলে স্মৃতিগুলো কেন আজ বারবার নাড়া দেয় পলে পলে.
- গ্রামের বাদলা দিনের দিনগুলোয় চাল ভাজা আর নারকেল শহরের মানুষগুলো পায় না যে এর স্বাদ কেমন যেন সব বেআক্কেল.
- ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?
- যান্ত্রিক শহরে বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না কাজে কামে ব্যস্ত সবে বৃষ্টির রোমান্টিকতা মনে যে আসে না