পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে | বর্গমূল কাকে বলে | বর্গ কাকে বলে | পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় | পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম

Admin
1

 

পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, বর্গমূল কাকে বলে, বর্গ কাকে বলে, পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়, পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম

       
       

    পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে

    গণিতে, বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ হলো একটি পূর্ণসংখ্যা যা একটি পূর্ণসংখ্যার বর্গ। অন্য কথায়, এটি নিজের সঙ্গেই কিছু পূর্ণসংখ্যার গুণফল।

    উদাহরণস্বরূপ, ৯ একটি বর্গসংখ্যা, যেহেতু এটি ৩ × ৩ হিসাবে লিখিত হতে পারে।

    একটি সংখ্যা n এর বর্গের সাধারণ সংকেত n × n নয়, বরং সমতুল্য সূচক n^2, সাধারণত যা "n এর বর্গ" হিসাবে উচ্চারণ করা হয়। বর্গ সংখ্যা নামটি আকৃতির নাম থেকে এসেছে।

    বর্গ সংখ্যাসমূহ হল অ-ঋণাত্মক। অন্য কথায় বলতে গেলে, একটি (অ-ঋণাত্মক) পূর্ণসংখ্যা হল একটি বর্গ সংখ্যা এবং এর বর্গমূলও আবার একটি পূর্ণসংখ্যা। উদাহরণস্বরূপ, √৯ = ৩, তাই ৯ হল একটি বর্গ সংখ্যা। কোন ধনাত্মক পূর্ণসংখ্যার ১ ব্যতীত অন্য কোন পূর্ণবর্গ ভাজক না থাকলে, তাকে বর্গ-মুক্ত সংখ্যা বলা হয়।

    একটি অ-ঋণাত্মক পূর্ণসংখ্যা n এর জন্য, n তম বর্গ সংখ্যা n^2 হয় ( শূন্যতম হলে)। 

    বর্গ কাকে বলে | বর্গমূল কাকে বলে

    বর্গ ও বর্গমূলঃ কোনো সংখ্যাকে ঐ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, তাকে ঐ সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে।

     যেমন: ৭*৭=৪৯


    এখনে ৪৯ হলো ৭ এর বর্গ  একং ৪৯ এর বর্গমূল হচ্ছে ৭।


    বর্গ ও বর্গমূলের মধ্যে পার্থক্যঃ

    ১.যে কোন সংখ্যারই বর্গ আছে।

    ২.সব সংখ্যারই বর্গমূল আছে, কিন্তু সব সংখ্যারই বর্গমূল পূর্ণ সংখ্যায় নেই। যেমন: ৫ এর বর্গমূল ২.২৩৬ কিন্তু ৯ এর বর্গমূল ৩

    পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় | পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম

    পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়ঃ

    ১.কোন সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন: ১০, ১০০০ সংখ্যা গুলো পূর্ণবর্গ সংখ্যা নয়।

    ২.কোন পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ১, ৪, ৫, ৬, এবং ৯ হবে।

    ৩.পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২, ৩, ৭, এবং ৮ হবে না।

    টাগঃ পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, বর্গমূল কাকে বলে, বর্গ কাকে বলে, পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়, পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম

    Post a Comment

    1Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    1. আমি আপনাদের ওয়েবসাইটে কাজ করতে চাই

      ReplyDelete
    Post a Comment