ইবাদত শব্দের অর্থ কি | ইবাদত কাকে বলে | ইবাদতের গুরুত্ব |


    এবাদত শব্দের অর্থ কি


    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আমরা time of BD গ্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য একটি পোস্ট করেছি। নাম হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি। গুরুত্ব, ইবাদাত কয়টি ও কি কি। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন,, আপনাদের জন্য সঠিক ও নির্ভুল ভাবে আপনার পোসটি করছি। আপনার অবশ্যই ধৈর্য সহকারে। আমাদের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। মহান আল্লাহ, আমাদের সহায় হোক।


    ইবাদত শব্দের অর্থ কি |

    ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা। দাসত্ব করা গোলামী করা, এবাদত আরবি শব্দ। আমি ভাষায় শব্দ হলেও সকল ভাষাভাষী মুসলিমের কাছে এটি অতি পরিচিত। এটি একটি প্রসিদ্ধ ইসলামী পরিভাষা। আল-কোরআন এই শব্দটি বিভিন্নভাবে মোট 276 বাল উল্লেখিত হয়েছে। ইবাদত শব্দটি আবাদা শব্দের ক্রিয়ামূল।

    ইবাদতের গুরুত্ব

    আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মহান আল্লাহ তা'আলা বলেন আমি সৃষ্টি করেছি জ্বীন ও মানুষকে এজন্য যে তারা আমারি ইবাদত করবে (সূরা আল যিলযাল) আয়াত- ৫৬
    এ আয়াতে আমরা এটা বুঝতে পারি যে,মানুষ ও জিন জনতার একাত্মবাদ কে মান করে চলে। সবাই মুসলিম অর্থাৎ সবকিছুই আল্লাহর একাত্মবাদকে মান করে চলে।

    মন আল্লাহ তা'আলা আরও বলেন,হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের এবাদত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পারো।

    ইবাদত কাকে বলে |


    এবাদত মহান আল্লাহতালার একত্ববাদের ঘোষণা।ইবাদত হচ্ছে নবী-রাসূলগণের মাধ্যমে আল্লাহর বিধি-বিধান দিয়েছেন তা মেনে চলা।তিনি আরো বলেন আল্লাহ যা ভালোবাসেন ওজা পছন্দ করেন এমন সকল প্রকাশ্য গোপনীয় কাজ ও কথার নাম এবাদত।


    Tag :ইবাদত শব্দের অর্থ কি | ইবাদত কাকে বলে | ইবাদতের গুরুত্ব |