ভারতীয় উপমহাদেশের ইতিহাস pdf download | ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা

 

ভারতীয় উপমহাদেশের ইতিহাস pdf download, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ভারতীয় উপমহাদেশের মানচিত্র,

    ভারতীয় উপমহাদেশের ইতিহাস

    প্রিয় পাঠকবৃন্দ টাইপ অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আশা করছি আপনাদের সবাই অনেক ভাল আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেগুলো হচ্ছে ভারতীয় উপমহাদেশের ইতিহাস pdf download, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ভারতীয় উপমহাদেশের মানচিত্র। আপনারা বিভিন্ন যায়গায় এগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নন করছেন আর সেজন্য আমরাাা আজকে আমাদের এই পোস্টটি হাজির হলাম। কচি সম্পূর্ণ পড়লে আপনারা এইসব বিষয়ে সকল তথ্য জানতে পারবেন। 

    ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা

    হাজার হাজার ভারতীয়রা তাদের উপমহাদেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে কোনো কিছুই জানিনা আর সে জন্য অনেকেই এই প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে চাচ্ছে আমাদের কাছে এমন অনেক বিষয় আছে যা ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে চাচ্ছে আজকের এই পোস্টটি সেই বিষয়ের উপর এই আজ অর্থাত আজকের পোস্টে আমরা আপনাদের মাঝে ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে বিশেষ ভাবে বিশ্লেষণ করলে আপনিও ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে সব কিছু জানতে পারবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। 

    ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা

    1. নিওলিথিক যুগের সভ্যতা।

    2. মেহেরগড় সভ্যতা হলাে ভারতের প্রাচীনতম সভ্যতা।

    3. ফরাসি বিশেষজ্ঞ জা-ফ্রাসােয়া জারিজ ও রিচার্ড মিদো আবিষ্কার করেন।

    4. পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের বােলার নদীর তীরবর্তী মেহেরগড়ে ছিল এই সভ্যতার প্রত্ন ক্ষেত্র।

    5. মানুষ প্রথম কুকুর কে পােষ মানিয়ে ছিল।

    6. মানুষের প্রথম গৃহপালিত পশুর নাম ভেড়া।

    1. সিন্ধু নদীর অববাহিকা কে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে।

    2. সিন্ধু সভ্যতা ছিল কৃষিভিত্তিক সভ্যতা।

    3. সিন্ধু লিপি Boustrophedon নামে পরিচিত।

    4. আবিষ্কার করে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে।

    5. সােনা, রূপা, তামা, ব্রোঞ্জ ইত্যাদির ব্যবহার ছিল।

    6. পৃথিবীর প্রথম তুলা উৎপাদন ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়।

    7. নারী পূজা করা হত।

    ৪. সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাসে উল্লেখযােগ্য, প্রাণী পূজা।

    9. সিন্ধু সভ্যতার লােকেরা ঘােড়ার ব্যবহার জানত না।

    10. হরপ্পা সভ্যতার লােকেরা লােহার ব্যবহার জানত না।

    11. মৃতদেহ সমাধি করা হতাে।

    12. প্রাচীন নাম ছিল লােথাল।

    13. নগরকেন্দ্রিক সভ্যতা ছিল হরােপ্পা।

    14. মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল।

    15. ষাঁড় পূজা করত।

    16. ভাষা ছিল দ্রাবিড় ভাষা।

    17. বৃহৎ স্নানাগার টি পাওয়া গেছে মহেঞ্জোদারােতে।

    18. সিন্ধু সভ্যতার সময়ে সময়কাল ছিল তাম্র প্রস্তর যুগ।

    1. আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্ব পর্যন্ত।

    2. বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব হয়।

    3. সামাজিক জীবনে চতুরাশ্রম প্রথা বিদ্যমান ছিল।

    4. বৈদিক যুগের দুজন শিক্ষিত নারীর নাম হলাে গার্গী ও মৈত্রয়ী।

    5. সগােত্র বিবাহ নিষিদ্ধ হয়ে অনুলােম বিবাহ (অর্থাৎ উচ্চবর্ণের স্বামী ও নিম্নমানের স্ত্রী), প্রতিলােম বিবাহ (অর্থাৎ নিম্নবর্ণের স্বামী ও উচ্চবর্ণের স্ত্রী) চালু হয়।

    6. 'সত্যমেব জয়তে' উক্তিটি মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে।

    7. বৈদিক সভ্যতার মুদ্রার নাম ছিল মনা ও নিস্ক।

    ৪. বৈদিক যুগের উল্লেখযােগ্য নারী ছিলেন অপলা, ঘােষা, বিশ্ববারা, লােপামুদ্রা।

    9. গ্রামকেন্দ্রিক সভ্যতা ছিল বৈদিক সভ্যতা।

    ভারতীয় উপমহাদেশের মানচিত্র

    ভারতীয় উপমহাদেশের ইতিহাস pdf download, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ভারতীয় উপমহাদেশের মানচিত্র,

    ভারতীয় উপমহাদেশের ইতিহাস pdf download

    খুব শীঘ্রই ভারতীয় উপমহাদেশের ইতিহাস পিডিএফ লিঙ্ক দেয়া হবে। আমাদের সাথে থাকবেন ‌।

    Tag: ভারতীয় উপমহাদেশের ইতিহাস pdf download, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ভারতীয় উপমহাদেশের মানচিত্র,