Valentine's day 2021 - Valentine's day image 2021 - Valentine's day status 2021
Happy Valentine's day | happy valentine day my love
হে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও খুবই ভাল আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন ডে 2021 এর পিকচার ও স্ট্যাটাস এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।
Valentine's day date | valentine day kab aata hai | valentine day kobe | valentine day date in feb
সবাইকে ভ্যালেন্টাইন সপ্তাহের শুভেচ্ছা আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন সপ্তাহ বলা হয়। এই সপ্তাহের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের থাকে ভালোবাসার মানুষের জন্য হয়ে থাকে এরমধ্যে কোনটি কোন ডে সেটা আমরা আপনাদের জানাবো
Valentines Week
7 February - Rose Day
8 February - Propose Day
9 February - Chocolate Day
10 February - Teddy Day
11 February - Promise Day
12 February - Kiss Day
13 February - Hug Day
14 February - Valentine day
আজকে 14 ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ হল ভ্যালেন্টাইন ডে। নিজের প্রিয় মানুষদের কাছে ভ্যালেন্টাইন ডে এর বিশেষ এসএমএস পাঠাতে চান কিন্তু যদি বুঝতে না পারেন কেমন কি দেবেন তো আপনার জন্য এই পোস্টটি। এজন্য আজ আমরা আপনাদের মাঝে নিজের ভালবাসার বা নিজের প্রিয় মানুষটাকে দেওয়ার জন্য তাদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পিকচার বিভিন্ন ধরনের এসএমএস নিয়ে এসেছি আশা করি সেগুলো সবই আপনাদের অনেক ভালো লাগবে।
valentine day status | valentine's day sms
১. Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,, রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,, কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে,,
২. কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে... ___এলটন ডি
৩. আমি বলতে চাই- বলতে পারিনাই । আমি জানাতে চাই- জানাতে পারিনাই । আমি বুঝাতে চাই- বুঝাতে পারিনাই । আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসাই মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও…!
৪. প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না । হাফিজুল ইসলাম হাফিজ
৫. তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি। হাফিজ
৬. তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পারকিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥তুমি আমার নাগালের বাইরে যেতে পারকিন্তূ আমার মন থেকে নয়॥আমি তোমার কাছে কিছু না হতে পারি!But তুমি আমার জীবনের সবকিছু॥
৭. চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে পপি আমার ভালোবাসা বুঝে না
৮. এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলেমন ভোলাতে চায়।আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা,স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।স্বার্থ উদ্বার হয়ে গেলে,দুঃখ দিয়ে কেটে পড়ে।
৯. এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়। আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা, স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা। স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।
Valentine's day sms for gf | valentine's day sms for BF
১০. যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
১১. যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না !কারন সে ভালবাসা শিখবে আপনারকাছে, কিন্তু ভালবাসবে অন্য জনকে ! আরকষ্ট পাবেন আপনি ।
১২. কাউকে দুরথেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা |কারন, এ ভালবাসায়কোন রকম অপবিত্রতা থাকে না,কোন শারিরীক চাহিদা থাকে না ..... শুধু নীরব কিছু অভিমান থাকে,যা কখনো কেউ ভাঙায় না |কিছু অশ্রু বিন্দুথাকে যা কেউকখনো মুছতে আসে না|আর সবার অজান্তে আড়ালে এক যেখানে একজনই রানী ,রাজা ।
১৩. ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা !!
১৪. কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে শেষ করে দিয়ো না। যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস, আস্থা নিয়ে হাতে হাতে রেখ। দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা। - রবি ঠাকুর।
১৫. আজকে তুমি রাগ করছো,দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,একদিন তো যাবো মরে।বুঝবে সেদিন তুমি,ভালোবাসতাম শুধু তোমাকে ...... !
১৬. তুমি হাসতে পারলে, আমিও হাসতে পারবো......তুমি কাঁদতে পারলে, আমিও কাঁদতে পারবো......তুমি ভালোবাসতে পারলে......আমি ও ভালোবাসতে পারবো...।শুধু তোমার মতো করে একটা কাজ আমি করতে পারবোনা তা হল তোমাকে ভুলে যেতে...।
১৭. ভালোবাসা ঠিক তখনই আসেযখন মনের ভিতর কারো জন্য অনুভূতির বাতাস বয়ে যায়।আর তাকে হারানোর ভয়ে আবার ভালোবাসা মজবুত হয়।
১৮. যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ হয়ে যাবে ..তবুও আমার ভালবাসা শেষ হবে না ..হয়তো আজও আমার ভালবাসার গভীরতা বুঝতে পারো নি .......
১৯. প্রেম হলো সরল অংকের মত।সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা
২০. ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..বন্ধু করো তাকে যে চেনে তোমাকে..আপন করো তাকে যে ভাবে তোমাকে..মনে রাখো তাকে যে কখনো ভোলেনা তোমাকে..জীবন সাথী কর তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন ।
Happy Valentine's day picture | valentine's day pic 2021
happy valentines day wishes | valentine's day image 2021
Tag: valentine day, valentine day week, valentine day gift, valentine day quotes, valentine day list, valentine day status, valentine day chart, valentine day 2021, valentine day pic, valentine day image, happy Valentine's day, Happy Valentine's Day Musical artist, happy valentine day my love, happy valentine day 2021, happy valentine day pic, happy valentines day wishes, happy valentines day date,