রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা সমগ্র | Rudra Muhammad Shahidullah Poem

 

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ কবিতা, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা সমগ্র, চলে যাওয়া মানে প্রস্থান নয় কবিতা, চলে যাওয়া মানে প্রস্থান নয় রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা, ভালবাসার সময় তাে নেই কবিতা, ভালবাসার সময় তো নেই রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কবিতা, মনে পড়ে সুদূরের মাস্তুল কবিতা, মনে পড়ে সুদূরে মাস্তুল রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা ,

    রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ কবিতা | রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর শ্রেষ্ট কবিতারুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    চলে যাওয়া মানে প্রস্থান নয় কবিতা | চলে যাওয়া মানে প্রস্থান নয় রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা

    চলে যাওয়া মানে প্রস্থান নয়-বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে

    আমার না-থাকা জুড়ে।

    জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে

    জীবন সুন্দর

    আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র

    সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর

    আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা

    তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!

    বিদায়ের সেহনাই বাজে

    নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে

    সুন্দর পৃথিবী ছেড়ে

    এই যে বেঁচে ছিলাম

    দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়

    সবাইকে

    অজানা গন্তব্যে

    হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি

    অজান্তেই চমকে ওঠি

    জীবন, ফুরালাে নাকি!

    এমনি করে সবাই যাবে, যেতে হবে..

    ভালবাসার সময় তাে নেই কবিতা | ভালবাসার সময় তো নেই রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কবিতা 

    ভালবাসার সময় তাে নেই ব্যস্ত ভীষন কাজে, হাত রেখাে না বুকের গাড় ভাজে।

    ঘামের জলে ভিজে সাবাড় করাল রৌদ্দুরে, কাছএ পাই না, হৃদয়- রােদ দূরে।

    কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল তৃষ্নাকে ছােয় ঘড়ায় তােলা জল।

    নদী আমার বয় না পাশে স্রোতের দেখা নেই, আটকে রাখে গেরস্থালির লেই।

    তােমার দিকে ফিরবাে কখন বন্দী আমার চোখ পাহারা দেয় খল সামাজিক নখ।

    মনে পড়ে সুদূরের মাস্তুল কবিতা | মনে পড়ে সুদূরে মাস্তুল রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা

    পেছনে তাকালে কেন মূক হয়ে আসে ভাষা! মনে পড়ে সেই সব দুপুরের জলাভূমি, সেই সব বেতফল, বকুল কুড়ানাে ভাের, আহা সেই রাঙাদির আঁচলতলের উত্তাপ, মনে পড়ে...

    মনে পড়ে, বন্দরে সেই সব কালােরাত, ঈগলের মতাে ডানা সেই বিশাল গভীর রাতে, একটি কিশাের এসে চুপি চুপি সাগরের কূলে দাঁড়াতাে একাকী

    তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে।

    কবে তারে ডাক দিয়ে নিয়ে গেলাে যৌবন সুচতুর, কবে তারে ডেকে নিলাে মলিন ইটের কালাে সভ্যতা!

    সবুজ ছায়ার নিচে ঘুমে চোখ ঢুলে এলে মা যাকে শােনাতাে সেই তুষারদেশের কথা, তার চোখে আজ এতাে রাতজাগা ক্লান্তির শোক!

    পেছনে তাকালে কেন নিরবতা আসে চোখে! মনে পড়ে- জ্যোৎস্নায় ঝলােমলাে বালুচর, একটি কিশাের- তার তন্ময় দুটি চোখে রাশি রাশি কালােজল- সুদূরের মাস্তুল মনে পড়ে...



    Tag: রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ কবিতা, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা সমগ্র, চলে যাওয়া মানে প্রস্থান নয় কবিতা, চলে যাওয়া মানে প্রস্থান নয় রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা, ভালবাসার সময় তাে নেই কবিতা, ভালবাসার সময় তো নেই রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কবিতা, মনে পড়ে সুদূরের মাস্তুল কবিতা, মনে পড়ে সুদূরে মাস্তুল রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা ,