জয় গোস্বামী কবিতা সমগ্র | Joy Goswami poem

 

জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা, জয় গোস্বামীর কবিতা, জয় গোস্বামীর কবিতা সমগ্র, ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতা, ঈশ্বর আর প্রেমিকের সংলাপ জয় গোস্বামীর কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামীর কবিতা, যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে কবিতা যে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে জয় গোস্বামীর কবিতা,

    জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা | জয় গোস্বামীর কবিতা

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম জয় গোস্বামীর শ্রেষ্ট কবিতাজয় গোস্বামীর কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতা | ঈশ্বর আর প্রেমিকের সংলাপ জয় গোস্বামীর কবিতা

    সে যদি তােমাকে অগ্নিতে ফেলে মারে? বিনা চেষ্টায় মরে যাব একেবারে

    'সে যদি তােমাকে মেঘে দেয় উত্থান? বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান

    - 'সে যদি তােমাকে পিষে করে ধুলােবালি? পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি

    - 'উড়বে?- আচ্ছা, ছিড়ে দেয় যদি পাখা? পড়তে পড়তে ধরে নেব ওর শাখা

    - 'যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তােকে? কী আর করব? জড়িয়ে ধরব ওকেই

    বলাে কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও? -'যাও, আজীবন অশান্তি ভােগ করাে!

    মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতা | মালতীবালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামীর কবিতা

    বেণীমাধব, বেণীমাধব, তােমার বাড়ি যাবাে বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মােহনবাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছােট্ট ক্লাসঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলাপ হলাে, বেণীমাধব, সুলেখাদের বাড়ি

    বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালাে শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালাে তােমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জরী সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোল ব্রীজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলাে

    বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলাে, সে সব কথা এখনাে মনে পড়ে? সে সব কথা বলেছাে তুমি তােমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তােমার পাশে তাকে দেখেছিলাম আলাের নীচে; অপূর্ব সে আলাে! স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালাে

    যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে কবিতা | যে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে জয় গোস্বামীর কবিতা

    কী বুঝেছে সে-মেয়েটি? সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।

    কী শুনেছে সে-মেয়েটি ?

    সে শুনেছে মায়ের শীৎকার।

    কী পেয়েছে সে-মেয়েটি ?-সে পেয়েছে জন্মদিন? চুড়িদার, আলুকাবলি-কু-ইঙ্গিত মামাতাে দাদার।

    সে খুঁজেছে ক্লাসনােট, সাজেশন সে ঠেলেছে বইয়ের পাহাড়

    পরীক্ষা, পরীক্ষা সামনে-দিনে পড়া, রাতে পড়া

    ও পাশের ঘর অন্ধকার

    অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত নখ, ছিন্ন ভিন্ন মা আর বাবার।



    Tag: জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা, জয় গোস্বামীর কবিতা, জয় গোস্বামীর কবিতা সমগ্র, ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতা, ঈশ্বর আর প্রেমিকের সংলাপ জয় গোস্বামীর কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামীর কবিতা, যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে কবিতা যে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে জয় গোস্বামীর কবিতা,