শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সমগ্র | Shakti chattopadhyay poem
শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা | শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা
টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ট কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
অস্ত্রের গৌরবহীন একা কবিতা | অস্ত্রের গৌরবহীন একা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা
যখন একাকী আমি একা
এখন সন্ন্যাসী দুইজন--
একজন আমি আর অন্যজন আমার পিতার
মমতাবিহীন চক্ষু
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
যখন একাকী আমি একা
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
কেন তার নামত সন্ন্যাস
কেন তিনি মাত্র মায়াহীন
মনে ভাবি
এমন দেখিনি তাকে আগে
কোনদিন
এখন সন্ন্যাসী দুইজন--
একজন আমি আর অন্যজন আমার পিতার
মমতাবিহীন চক্ষু
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
যখন একাকী আমি একা।
আঙ্গুরী তাের হিরণ্য জল কবিতা | আঙ্গুরী তোর হিরণ্য জল শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা
চেনা পাথরের জন্যে
একটি চেনা পাথর পড়ে আছে।
পরনে তার অসংখ্য মৌমাছি ভিতরে মৌ-কী জানি কার কাছে
ভালােবাসার অমল মালাগাছি?
একটি চেনা পাথর পড়ে আছে পাথর, ওকে নাম দিয়েছি ওরা ভয় ক'রে তার শক্তি আগাগােড়াই। ঝর্না বলে ডাক দিলে প্রাণ বাঁচে।
আমি একা বড়াে একা কবিতা | আমি একা বড় একা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা
আমি একা, বড়াে একা চন্দনের ধূপ আমি কবে পুড়িয়েছি মনে নেই। মন আর স্মৃতিগুলি ধরে না আদরে। সংশ্লিষ্ট চন্দন এই অবহেলা সহ্য করে গেছে। কখনাে বলেনি কিছু, বলেনি বলেই পরিত্রাণ পেয়েছে সহজে, নয়তাে অসহ্য কুঠারে ধ্বংস হতাে।
আমার সংহারমূর্তি দেখেছে চন্দন একদিন কিশাের বয়সে, সেই অভিপ্রেত সুকালে, সময়ে। দেখেছে এবং একা-একা ভয়ে-রহস্যে কেঁপেছে বলেছে, আমার দুটি সুগন্ধি কৌটায় হাত রাখাে, পায়ের নখর থেকে জ্বালিও না শিখর অবধি আমি একা, বড়াে একা, চন্দনের গন্ধে উতরোল।
কোথাকার তরবারি কোথায় রেখেছ কবিতা | কোথাকার তরবারি কোথায় রেখেছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা
সেই হাত
অভিনব দুটি হাতে দেয়াল দরােজা খুলে দাও।
ততক্ষণে রােদুর পৌচেছে।
গােটারাত ঘুরে ঘুরে রােদুর পৌঁচেছে
ঘরে।
কিছুটা নড়বড়ে
ছিলাে ঘর।
এককোণে পাথর
তেমন সন্তুষ্ট নয়, 'দখল দখল শব্দ করে।
দাবি তার ঘরটি ভরাবে
মানুষের মাথায় চড়াবে।
তার ভার।
আর
যদি পারে
গিলে খাবে মানুষের স্বপ্ন নিয়ে বাঁচা
অন্ধকারে!
তা কি হয়?
রােদুরের ফুল ফোটে ঘরে
যে-হাতে দরােজা খােলাে
সেই হাত শানাও পাথরে!
Tag: শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সমগ্র, অস্ত্রের গৌরবহীন একা কবিতা, অস্ত্রের গৌরবহীন একা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, আঙ্গুরী তাের হিরণ্য জল কবিতা, আঙ্গুরী তোর হিরণ্য জল শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, আমি একা বড়াে একা কবিতা, আমি একা বড় একা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, কোথাকার তরবারি কোথায় রেখেছ কবিতা, কোথাকার তরবারি কোথায় রেখেছে শক্তি,