এই বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর | Dadagiri question and answer
দাদাগিরি ২০২১ | dadagiri Dhadha
টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম দাদাগিরি ধাঁধা, দাদাগিরির প্রশ্ন ও উত্তর, এ বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি ২০২১ । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
dadagiri Dhadha 2021 | দাদাগিরির প্রশ্ন
দাদাগিরি হচ্ছে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। যেটি জি বাংলা চ্যানেলে প্রত্যেক রবিবারে অনুষ্ঠিত হয়। দাদাগিরি অনুষ্ঠানটি সকলেই খুবই পছন্দ করে। দাদাগিরি অনুষ্ঠানটি সকলে খুবই উৎসাহ এর সাথে দেখে। দাদাগিরিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় । বিভিন্ন ধরনের ধাঁধা ধরা হয় আর সেগুলো সবারই খুবই ভালো লাগে। দাদাগিরি ধাঁধা 2021 সম্পর্কে আজ আমরা কথা বলবো। আজ আমরা আমাদের এই পোস্টে এ বছরের সেরা দাদাগিরির প্রশ্ন ও উত্তর জানাবো। দাদাগিরির সকল ধাঁধা-প্রশ্ন-ও-উত্তর আপনাদের মাঝে দিয়ে দেব আপনারা যারা দাদাগিরি পছন্দ করেন তাদের জন্য এই পোস্টটি আজকে খুবই আনন্দের একটি পোস্ট কারণ এইখানে দাদাগিরির অনেক অনেক প্রশ্ন ধাঁধা এবং সেগুলোর আমরা দিয়ে দেবো আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। নিচেই দাদাগিরির প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
দাদাগিরি প্রশ্ন ও উত্তর
♦♦ দাদাগিরি পর্ব-১
(১) এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছায় খাই।
উত্তরঃ ঝাঁটা।
(২) সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?
উত্তরঃ গুই-সাপ।
(৩) জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।
উত্তরঃ হুঁকো।
(৪) কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।
উত্তরঃ মাটির হাড়ি।
(৫) আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা।
(৬) দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে।
উত্তরঃ সন্দেশ।
(৭) কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।
উত্তরঃ লবণ।
(৮) চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।
উত্তরঃ পালকি।
(৯) যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।
উত্তরঃ বাদুর।
(১০) ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।
উত্তরঃ সূর্য।
(১১) হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা।
(১২) সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
উত্তরঃ মেঘ।
(১৩) এই দেখি এই নাই তার আগে আগুন নাই।
উত্তরঃ বিদ্যুৎ।
(১৪) চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ।
(১৫) তি অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
উত্তরঃ তামাক।
(১৬) তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।
উত্তরঃ কাঁঠাল।
(১৭) তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
উত্তরঃ কমলা।
(১৮) কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।
উত্তরঃ কলা।
(১৯) উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।
উত্তরঃ পেস্তাগাছ।
(২০) জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।
উত্তরঃ লবণ।
(২১) বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।
উত্তরঃ আনারস।
(২২) ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।
উত্তরঃ মশারি।
Tag: dadagiri question and answer, dadagiri Dhadha, এ বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি ধাঁধা, দাদাগিরির প্রশ্ন, দাদাগিরি ২০২১,