আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি | Adamjee cantonment college admission 2021
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ | আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি ২০২১ | adamjee cantonment school admission 2021
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বারাকতুহু । কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সম্পর্কে বিশেষ তথ্যয। আশা করি এগুলো আপনাদের অনেক কাজে দেবে।
আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি | আদমজী ক্যান্টনমেন্ট কলেজ | Adamjee Cantonment College College in Dhaka
প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর খুবই আশা থাকে যে তারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে যখন কলেজে উঠবে তখন বিশেষ বা ভালো কোন একটা নামকরা কলেজে ভর্তি হতে । আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও একটি নামকরা কলেজ । যেখানে হাজার ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার আশা রাখে। কিন্তু একটা কলেজে একই ক্লাসে তো আর সবাই ভর্তি হতে পারেনা । ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ধরনের নিয়ম-কানুন ও মার্কস প্রয়োজন হয়়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির জন্য বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু জানাতে । এজন্য আজ আপনাদের জন্য এই পোষ্টটি আমরা নিয়ে এসেছি এখানে আমরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেব এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কিভাবে আপনারা ভর্তি হতে পারবেন বা কোন পয়েন্টে আপনারা ভর্তি হতে পারবেন সেটি আপনাদের জানাব। আশা করি আপনাদের উপকারে আসবে।
আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি 2021 | Adamjee Cantonment Public School Dhaka
প্রথমে আপনাদের জানাবো যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য সাইন্সে জিপিএ-৫ তাে অবশ্যই!এখানে ঢুকতে মার্ক গতবছর ১১৮০+ লাগছে,কোটা ছাড়া! এবার একটু বেশিও লাগতে পারে। তাই এর নিচে যাদের মার্ক তাদের আর না পড়াই ভালাে, শুধু শুধু আফসােস করে লাভ নাই!
আর্টসে মার্ক সম্পর্কে আইডিয়া নেই।তবে জিপিএ ৪ লিস্ট ডিম্যান্ড।
কমার্সে ৪.৫০ লিস্ট ডিম্যান্ড।
আপনাদের এত ক্ষণে জানা হয়ে গেছে যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে । এইখানেও কিন্তু সায়েন্স, আর্স এবং কমার্স এই গ্রুপ ভেদে পয়েন্ট হিসাব করা হয় অর্থাৎ সাইন্স এর জন্য একরকম পয়েন্ট কমার্স দের জন্য একরকম পয়েন্ট এবং আর্সদের জন্য ভর্তি হওয়ার আলাদা পয়েন্ট প্রয়োজন হয় এজন্য আশা করব আপনারা যে যে গ্রুপে আসেন সেই সেই গ্রুপে ভালোভাবে পড়ে এই পয়েন্ট নিতে পারেন এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে পারেন।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল নিয়ােগ বিজ্ঞপ্তি | adamjee cantonment school admission 2021
কলেজের অবস্থান, রেংকিং সংক্ষিদ্য ইতিহাস
সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজটি মূলত স্কুল হিসেবে ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।
স্বাধীনতার পূর্বে এ প্রতিষ্ঠানের শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি৷ সেই আলােকে কলেজটির প্রথম দু'জন
অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষার মাধ্যম হয় বাংলা। v ১৯৯৫ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শাখাকে স্কুল শাখা থেকে আলাদা করা হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ে শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান,
হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে
আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত এখানে একটি করে প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, লাইব্রেরি ভবন, বিবিএ ভবন
মাস্টার্স ভবন রয়েছে। সংশিক্ষা কার্যক্রমগুলাের মধ্যে রয়েছে ১৮ টি ক্লাব, প্রতিটি ক্লারে রয়েছে ১০ জন করে ক্লাব প্রিফেক্ট এবং প্রতিটি ক্লাসের জন্য রয়েছে ২ জন করে রলাস প্রিয্েরিক্ট। কলেজটি ৪ টি হাউজ বিভক্ত। প্রতিটি হাউজের কন্টকম জন্য রয়েছে ২জন করে মােট ৮ জন্য হাউজ প্রিফেক্ট। কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থ্েকে ৮ জমকে দেয়া হয় ফ্েকাল্টি থিফ্েক্ট এবং সর্বোচ্চ মেধাবী ২ জন শিক্ষার্থীকে দেয়া হয় কলেজ প্রিফলেক্ট ব্যাজ।।
কলেজের দেয়া তথ্য মহে, কলেজটি ২০১৯ এইচ এস সি পর্যায়ে ১ম স্থানে রয়েছে
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নিয়ােগ বিজ্ঞপ্তি | adamjee cantonment college admission 2021 class 11
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এতক্ষণ আপনাদের অনেক কিছু জানানো হয়েছে। এখন আমরা আপনাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বাড়তি কিছু বিষয় নিয়ে কিছু তথ্য জানাবোো। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বাহিনী কর্মরত, অবসর প্রাপ্ত কর্মকর্চা-কর্মচারী সম্ভান, মুক্তিযােদ্ধা, প্রবাসী, BKSP, ইত্যাদি কাটা রয়েছে। এছাড়া উপবৃছি এর ক্ষেত্রে সংখ্যা লঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতীদের অগ্রাধিকার পেলে চান্স পাবে
এমন কোন নির্দিস্ট লেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট , নম্বর, আসন সংথ্যা, আবেদন ইত্যাদির উপর ভিচ্চি করে পরিবর্তন হয়। গব বিগত বছরের ফলাফল এনালাইসিস কর দেখা যায়ঃ
বিজ্ঞানের ক্ষেত্রেঃ (বাংলা ভার্শন) ১১৮০+
বিজ্ঞানের ক্ষেত্রেঃ (ইংরজী ভার্শন) ১৯৭0+
বাণিজ্য ক্ষেত্রেঃ (বাংলা ভার্শন) ১১00+
মানবিক ক্ষেত্রেঃ (বাংলা ভার্শন) ১0৯0+
এই কলজ নিজস্ব কোন হােস্টেল নেই। তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসা এবং ছামার ফ্যামিলি ছামার সাথে আসতে পারছে না সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারে। সেক্ষহে হুমি নির্বার ক্যান্টনমেন্ট হােস্টেন (যেটাকে প্রযন্ম হােস্টেন নামে বলা হয়। সেখানে আবেদন করতে পারাে। চাই ফাইনাল সিলেক্ট হবার সাথে সাথেই এই হাস্টেলর জন্য আবেদন করত ছবে। মূল এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রধান্য দেয়া হয়। সিভিলিয়ান দের এটা পাওয়া খুব কঠিন।
কােজর কোন নিজস্ব পরিবহন নেই। তবে কাজের একটা বাস রয়েছে। যা বিভিন্ন অনুষ্ঠান ব্যবহার করা হয়।
adamjee cantonment college admission 2021-22
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বেতন | adamjee cantonment college monthly fees
Tag: আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি ২০২১, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বেতন, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি 2021, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল নিয়ােগ বিজ্ঞপ্তি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নিয়ােগ বিজ্ঞপ্তি, Adamjee Cantonment College College in Dhaka, Bangladesh, Adamjee Cantonment Public School Dhaka, adamjee cantonment school admission 2021, adamjee cantonment school admission 2021, adamjee cantonment college monthly fees, adamjee cantonment college admission 2021 class 11, adamjee cantonment college job circular 2021, adamjee cantonment college admission 2021-22,