তারেক মনোয়ার গজল ২০২৪ | মুহিব খানের গজল ২০২৪

Jemi
0
তারেক মনোয়ার গজল ২০২১ | মুহিব খানের গজল ২০২১


বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ প্রিয় পাঠক বন্ধুরা, কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের রহমতে আমিও ভাল আছি। 

প্রতিদিনের মতই আমি আজ আপনাদের সাথে আমাদের পছন্দের  তারেক মনোয়ার গজল ২০২৪ | মুহিব খানের গজল ২০২৪  নিয়ে আলোচনা করব। পছন্দের দুটি মানুষ তারেক মনোয়ার গজল ২০২৪ | মুহিব খানের গজল ২০২৪ মানব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। তাদের প্রতিটা কথায় বাস্তববাদী চেতনা ফুটে ওঠে।


 তারেক মনোয়ার গজল ২০২৪

মাওলানা তারেক মনোয়ার মনোয়ার একজন আন্তর্জাতিক মানের বক্তা তিনি, ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। তিনি খুব জনপ্রিয় একজন বক্তা যিনি কোন মিডিয়ার সাাথে সম্পৃক্ত নয়। তারেক মনোয়ার গজল ২০২৪ এর মধ্যে সংগ্রামী চিন্তা ধারা ফুটে উঠে ।  তারেক মনোয়ার গজল ২০২৪ মনের ভিতর আলোড়ন সৃষ্টি করে। তিনি ভেতরের ঈমানী শক্তি কে মজবুত করে।  তাঁরই সুর করা একটি গজল এখানে তুলে ধরেছি।


দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর

আসমান সুন্দর, জমিন সুন্দর

সুন্দরে সুন্দরে পাল্লা

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ


ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে

পৃথিবীর পটে কত ছবি এঁকে

নদীর কলতানে

সাগরের গর্জনে

ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ


বাগানে ফুটে ফুল রাশি রাশি

রাতেরই তারা ভরা চাঁদের হাসি

গুণগুণ গানে ডেকে

মৌমাছি মধু চাকে

ফুলে ফুলে করে হল্লা

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ


দখিনা বাতাস গায়ে পরশ বুলে

টানটানে পাল তুলে নৌকা চলে

তোমারি নামে মনে

ভাটিয়ালি সুরের তানে

দাঁড় টেনে যায় মাঝি মাল্লা

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ 


মুহিব খানের গজল ২০২৪ 

মুহিব খান একজন ইসলামী চিন্তাবিদ এবং স্পষ্টভাষী নেতৃত্ব ধারী ব্যক্তি। আমার যে সকল বন্ধুরা মুহিব খানের গজল ২০২৪ লিখে সার্চ করছেন কিন্তু মুহিব খানের গজল সঠিকভাবে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি মুহিব খানের গজল ২০২৪  এরমধ্যে মুহিব খানের খুবই জনপ্রিয় একটি গজল তুলে ধরেছি।


বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান,

      ‌ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন। বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান, 

      ‌ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন।  

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে; গির্জা, প্যাগোডা, মন্দির আছে

  মিলেমিশে সবে থাকতেই হবে এযে জন্মস্থান।

   মিলেমিশে সবে থাকতেই হবে এযে জন্মস্থান।

   _________________

যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, 

 এর কেউ নয় এরা হাতে গুনা কিছু নাস্তিক মুরতাদ, 

        নাস্তিক মুরতাদ।  

নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ      

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।     

ধর্মদ্রোহী, সমাজ ধবংসী নাস্তিক মুরতাদ,   

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 

   -------------------------------

নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, 

 তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দ্বীন।

নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, 

 তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দ্বীন।

  মুহাম্মাদের দ্বীন,মুহাম্মাদের দ্বীন,মুহাম্মাদের দ্বীন।

.

এরা মন্দির ভেঙে হিন্দু ক্ষেপায়, মূর্তি পুষিয়ে মোমিন ক্ষেপায় ।   

 রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বীণ।  

 রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বীণ।  

        ----------------

এদের বিদেশী টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্নস্বাদ,

 এরা কেউ নয় এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, 

              নাস্তিক মুরতাদ।

       

নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ      

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।     

ধর্মদ্রোহী, সমাজ ধবংসী নাস্তিক মুরতাদ,   

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 

        ----------------------

এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং,

 এরা হলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং।   

এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং,

 এরা হলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং।

      শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং।


এরা গণমাধ্যমে মিঠাকথা বলে জাতির শিকর কাটে তলেতলে, 

 চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং,  

 চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং।

নীতি প্রগতীর আড়ালে এরাই নেশাখোর উন্মাদ, 

 এরা কেউ নয় এরা চিরচেনা কিছু নাস্তিক মুরতাদ, 

        নাস্তিক মুরতাদ।


নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ      

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।     

ধর্মদ্রোহী, সমাজ ধবংসী নাস্তিক মুরতাদ,   

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 

    __________________

এরা রাষ্ট্রের কাধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস,

 এরা সরকারকেও ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাশ।   

এরা রাষ্ট্রের কাধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস,

    এরা সরকারকেও ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাশ।  

     গণমানুষের বাশ, গণমানুষের বাশ,গণমানুষের বাশ।


এরা পরগাছা হয়ে বড় গাছ মারে, সময়ে মুখোশ পাল্টাতে পারে ,

  নিরপেক্ষতা নামে করে এরা ধর্মহীনতা চাষ,

   নিরপেক্ষতা নামে করে এরা ধর্মহীনতা চাষ।


আজ জাতি জেনে গেছে এদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদ,

 এরা কেউ নয় এরা হতভাগা কিছু নাস্তিক মুরতাদ, 

        নাস্তিক মুরতাদ।


নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ      

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।     

ধর্মদ্রোহী, সমাজ ধবংসী নাস্তিক মুরতাদ,   

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 

    ------------------------

বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান, 

      ‌ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন। বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান, 

      ‌ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন।  

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে; গির্জা, প্যাগোডা, মন্দির আছে

   মিলেমিশে সবে থাকতেই হবে এযে জন্মস্থান।

    মিলেমিশে সবে থাকতেই হবে এযে জন্মস্থান। 

    __________________

যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, 

 এর কেউ নয় এরা হাতে গুনা কিছু নাস্তিক মুরতাদ, 

        নাস্তিক মুরতাদ।  

নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ      

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ।     

ধর্মদ্রোহী, সমাজ ধবংসী নাস্তিক মুরতাদ,   

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 

 প্রতিরোধ গড়ো প্রতিহত করো নাস্তিক মুরতাদ। 


Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)