আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১

আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১


আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি।

প্রতিদিনের মত আমি আজ আপনাদের সাথে ইসলামী গজল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সকলের প্রিয় একটি মানুষের কিছু গজল তুলে ধরব।

  আইনুদ্দীন আল আজাদের গজল  খুব পছন্দের একটি মানুষের নামের গজল। আইনুুদ্দীন আল আজাদদ রহ. এর হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ আর বাংলাদেশের মুসলিম জনগণ। তার শ্লোগান ছিলো মানুষ ও মানবতার মুক্তি। জীবনের শপথ ছিলো এদেশের আপামর মানুষকে চিন্তা ও চেতনা, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও রাজনৈতিকভাবে মুক্ত করা। তাদেরকে অপসাংস্কৃতির অন্ধকার থেকে ইসলামী সাংস্কৃতির আলোর পথে নিয়ে আসা।

দেশের অশিক্ষিত প্রান্তিক জনগোষ্ঠীর ঘুম ভাঙ্গানোর জন্য তিনি ছুটে যেতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। তার সংগীতের বিশাল জগত জুড়ে আছে দেশ ও জাতি, সমাজ ও সভ্যতা। দেশ নিয়ে তিনি অনেক সংগীত রচনা করেছেন; কিন্তু তার মূলভাষ্য ছিলো আপামর জনতার মুক্তি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আপামর জনতার আর্তনাদ তাকে ছুয়ে যেতো গভীরভাবে। ব্যাকুল করতো। পীড়িত করতো তার দরদি মনকে। অধীর হয়ে অপেক্ষা করতেন তাদের মুক্তির। তিনি গেয়েছেন,

কতো দিন কতো রাত চলে যায়,

তবুও ফুরায় না রাত আমার; ফুরায় না রাত আমার।’

তবে বেদনাবিদূর মন নিয়ে তিনি বসে থাকেন নি। তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন বিপ্লবের প্রাণশক্তি দেশের যুব সমাজকে। আঘাত হেনেছেন তাদের বিবেকের দুয়ারে। জাগিয়ে তুলতে চেয়েছেন মুসলমানের আত্মমর্যাদাবোধ।


আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | আল্লাহ তুমি দয়ার সাগর গজল lyrics

আপনারা যারা আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | আল্লাহ তুমি দয়ার সাগর গজল lyrics বিভিন্ন সাইটে খুঁজছেন কিন্তু সঠিক এবং নির্ভুল লিরিকস কোন সাইটে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আজ আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | আল্লাহ তুমি দয়ার সাগর গজল lyrics সম্পূর্ণ শেয়ার করব। 

******** আল্লাহ তুমি দয়ার সাগর গজল


আল্লাহ তুমি দয়ার সাগর

রহমানুর রাহিম

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

আল্লাহ তুমি দয়ার সাগর

রহমানুর রাহিম

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন


তুমি মিটাও সকল চাওয়া

দুদিন আগে পরে

তোমার কাছে সকল পাওয়া

সবই তোমার তরে

তুমি মিটাও সকল চাওয়া

দুদিন আগে পরে

তোমার কাছে সকল পাওয়া

সবই তোমার তরে

তোমার পথে চল্লে সবাই

তোমার পথে চল্লে সবাই

আসবে যে সুদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

আল্লাহ তুমি দয়ার সাগর

রহমানুর রাহিম

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন


তুমি পার করতে মোচন

অভাব দুঃখী লোকের

তুমি পরম মুক্তি দাতা

মালিক এ জগতের

তুমি পার করতে মোচন

অভাব দুঃখী লোকের

তুমি পরম মুক্তি দাতা

মালিক এ জগতের

তোমার কাছে চায় যে পানাহ

তোমার কাছে চায় যে পানাহ

আমরা প্রতিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

আল্লাহ তুমি দয়ার সাগর

রহমানুর রাহিম

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন

তোমার দয়ায় পূর্ণ আমার

সারা নিশিদিন 


আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | তোমার রহমতের শিশির গজল lyrics

যারা আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | তোমার রহমতের শিশির গজল lyrics খুুঁজছেন।  তাদের জন্য আমি এখানে আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | তোমার রহমতের শিশির গজল lyrics শেয়ার করেছি।


******তোমার রহমতের শিশির গজল lyrics

  • হৃদয় বীণা তোমার নামে

  • তাসবী জপে শুধু

  • তাসবী মালার দানায় দানায়

  • চুয়ে পরে মধু।।

  • মন গোলাপের পাঁপড়ি গুলো

  • করে তোমার জিকির

  • ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

  • রহমতের শিশির।।

  • আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহু

  •  

  • তোমার প্রেমে মনটা ভেজা

  • ক্বাল্বটা আবার হলো তাজা

  • সুগন্ধে আজ প্রাণটা ভরা

  • প্রাণে দোলে আবীর।।

  • ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

  • রহমতের শিশির।।

  • তনু মনে নেই হাহাকার

  • তোমার নূরে রুহু গুলজার

  • প্রেম তহুরায় ডুবে থাকি

  • সিজদায় নোয়ে শির।।

  • ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

  • রহমতের শিশির।।

  •  

  • প্রিয় করে রেখো মোরে

  • রহম করমের চাদরে মুড়ে

  • দিওনা ছেড়ে একা আঁধারে

  • ভালোবেসো গভীর।।

  • ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

  • রহমতের শিশির।। 


আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান গজল lyrics


আমি এখানে আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান গজল lyrics  শেয়ার করেছি। আপনারা এখান থেকে আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান গজল lyrics  দেখে নিন।


জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
পাপি তাপি কে মুক্তি দেবে
পাপী তাপী কে মুক্তি দেবে আল্লাহ মেহেরবান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
পাপি তাপি কে মুক্তি দেবে
পাপী তাপী কে মুক্তি দেবে আল্লাহ মেহেরবান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
চাওরে ক্ষমা খোদার কাছে ফেলে চোখের পানি
ধুয়েমুছে সাফ কর আজ তোমার জিন্দেগানী
চাওরে ক্ষমা খোদার কাছে ফেলে চোখের পানি
ধুয়েমুছে সাফ কর আজ তোমার জিন্দেগানী
তারি পথে দাও করে দাও
তারি পথে দাও করে দাও নিজেকে কুরবান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
এই মাসেতে আরশ হতে খোদার রহম ঝরে
সাফল্যতা কড়া নাড়ে তোমারও দুয়ারে
এই মাসেতে আরশ হতে খোদার রহম ঝরে
সাফল্যতা কড়া নাড়ে তোমারও দুয়ারে
কামাই কিছু নাও করে নাও
কামাই কিছু না করে নাও, ওরে মুসলমান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
দীপ্ত শপথ না ওরে আজি...চলতে দিনের পথে
সুখ-দুঃখ ভাগ করে নাও গরিব-দুঃখীর সাথে
দীপ্ত শপথ না ওরে আজি...চলতে দিনের পথে
সুখ-দুঃখ ভাগ করে নাও গরিব-দুঃখীর সাথে
লোভ লালসা যাও ভুলে যাও
লোভ লালসা যাও ভুলে যাও গাও এলাহীর গান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
পাপি তাপি কে মুক্তি দেবে
পাপী তাপী কে মুক্তি দেবে আল্লাহ মেহেরবান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান
জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান


ট্যাগ: আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | আল্লাহ তুমি দয়ার সাগর গজল lyrics, আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | তোমার রহমতের শিশির গজল lyrics, আইনুদ্দীন আল আজাদের গজল ২০২১ | জাগো জাগো রে মুসলমান এলো মাহে রমজান গজল lyrics

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com