ওগো মা গজল ২০২১ | আব্বু তোমার ছুটি কবে গজল lyrics | বাবার গজল লিরিক্স ২০২১ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ওগো মা গজল ২০২১ | আব্বু তোমার ছুটি কবে গজল lyrics | বাবার গজল লিরিক্স ২০২১

ওগো মা গজল ২০২১ | আব্বু তোমার ছুটি কবে গজল lyrics | বাবার গজল লিরিক্স ২০২১


প্রিয় বন্ধুরা,

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভাল আছেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে আমাদের মানব দরদী মা-বাবার গজল নিয়ে হাজির হয়েছে। আপনারা যারা বিভিন্ন সাইটে ওগো মা গজল ২০২১ | আব্বু তোমার ছুটি কবে গজল lyrics | বাবার গজল লিরিক্স ২০২১ খুঁজছেন কিন্তু কোথাও সম্পূর্ণ তথ্য খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই ওগো মা গজল ২০২১ | আব্বু তোমার ছুটি কবে গজল lyrics | বাবার গজল লিরিক্স ২০২১ এই পোস্টটি।


ওগো মা গজল ২০২১ 

আমাদের মানব দরদী মায়ের কোনও তুলনা হয়না। আমরা এখন সেই মানব দরদী মায়ের একটি গজল ওগো মা গজল ২০২১ শেয়ার করেছি। আপনারা যারা ওগো মা গজল ২০২১  খুঁজছেন তারা এখানে পেয়েেে যাবেন। 


*******ওগো মা গজল 

 আধার রাতের চাঁদ যে তুমি,

তুমি ভুরের আলো!

তুমায় যখন দেখি আমার,

মন হয়ে যায় ভালো।

 আধার রাতে চাঁদ যে তুমি,

তুমি ভুরের আলো....

তোমায় যখন দেখি আমার মন হয় ভাল।


ওগো মা এগো মা......

যাদু মাখা মুখটি তুমার দেখলে ভরে মন।

আদর করে ডাকো যখন অরে খুকা শোন,

বলো যদি ছাড়বো সবই তুমায় ছাড়বো না!

আর কারু কুলেতে মাগো এ প্রান জুরায় না,

ওগো মা, ওগো মা.......


আধার রাতের চাঁদ যে তুমি,

তুমি ভুরের আলো!

তুমায় যখন দেখি আমার,

মন হয়ে যায় ভালো। 



আব্বু তোমার ছুটি কবে গজল lyrics

যারা আব্বু তোমার ছুটি কবে গজল lyrics করছেন তাদের জন্য আমি এখানে আব্বু তোমার ছুটি কবে গজল lyrics শেয়ার করব। আপনারা এখান থেকে আব্বু তোমার ছুটি কবে গজল lyrics নিয়ে নিতে পারবেন।


********আব্বু তোমার ছুটি কবে গজল lyrics


আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি,

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি,

বাসায় পড়ি কুচিং করি, স্কুলেতেও পড়া।

এতো পড়ি তবু শাসন আম্মু ভিশন করা।

কষ্ট ভুকে কান্না মুখে অশ্রু সারি সারি,

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি,

আব্বু তুমার ছুটি কবে আসবে কখন বাড়ি।

খুব চেচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা,

ঘুমে আমার চোখ খুলেনা সপ্ন করে খেলা।

ভাল্লাগে না মায়ের শাসন মন টিকে না ঘরে,

আমার দেখা সপন গুলো যাচ্ছে বাবা ঝরে,

মন বুঝেনা আম্মু আমার কষ্টতে বুক ভারি।

আব্বু তুমার ছুটি কবে আসবে কখন বাড়ি,

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি।


Abbub Tumar Chuti Kobe gojol english lyrics


Abbu Tomar chuti kobe,

Asbe kokhon bari...

Ammu amay khub bokeche,

Tai diyechi ari...

Basay pori conching kori,

School e te o pora...

Eto pori tobu sashon...

Ammu bishon kora..

Kosto buke kanna mukhe...

Osru sari sari...

Ammu amay khub bokeche...

Tai diyechi aari...

Abbu tumar cuti kobe asbe kokon bari...

Ammu amay khub bokeche tai diyeci ari..

Valla gena mayer sason mon tikena ghore..

Amar dekha sopon baba jacche jhore...

Mon bujena ammu amar kosto te buk bari...

Abbu tomarchuti kobe asbe bari... 



বাবার গজল লিরিক্স ২০২১

যারা বাবার গজল লিরিক্স ২০২১ লিখে সার্চ করছেন কিন্ত পছন্দ মত কোন গজল খুঁজে পাচ্ছেন না।তাদের জন্য আমি এখানে বাবাকে নিয়ে খুব সুন্দর একটি গজল বাবার গজল লিরিক্স ২০২১ শেয়ার করেছি। 


ওবাবা ও বাবা

মায়ের কুলে আমায় ফেলে

বাবা কোথায় গেলো চলে

ফিরে এলো না। 


দু চোখ ভরে বাবাকে আর 

দেখা হলো না

দু-চখ ভরে বাবা কে আর

দেখা হলো না।


বাবার হাতে হাত রেখে হাত

সব ছেলেরা ঘুরে বেড়ায় (২)

এইসব দেখে দুঃখ ব্যথা 

কান্না আমার চোখ ভরে যায়

কবে পাবো বাবার দেখা

অওঅঅ কনে পাবো বাবার দেখা

আম্মু তুমি বলনা।


দু চোখ ভরে বাবা কে আর দেখা হলনা..

বাবার আদর পেলাম না হায়

তবুও মন তার আদর চায় (২)

বাবার আদর পেলে এখন

আমার যে হায় লাগতো কেমন।


বাবার আদর কেন আমার 

বাবার আদর কেন আমার 

পাওয়া যে আর আমার হলো না

পাওয়া যে আর হলো না

দুচোখ ভরে বাবাকে আর 

দেখা হলো না.....   


বাবা কলরব অডিও গজল লিরিক্স Kolorob Lyrics in English:     


Mayer kule amay fele baba kothay

Gelo chole fire elo na,

Du cokh bore baba ke ar dekha holo na

Do-cokh bore babake ar dekha holo na.

Babar hate hat rekhe hat 

Sob chelera ghure beray..

Eisob dekhe dukkho betha

Kannay amar chokh bore jay,

Kobe pabo babar dekha 

Ammu tomay bolona

Du-cokh bore baba ke r dekha holo na... 


ট্যাগ: ওগো মা গজল ২০২১ ,  আব্বু তোমার ছুটি কবে গজল lyrics , বাবার গজল লিরিক্স ২০২১

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com