ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021 | মা ফাতেমার নয়ন মনি গজল lyrics | সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021 | মা ফাতেমার নয়ন মনি গজল lyrics | সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics

 

ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021 | মা ফাতেমার নয়ন মনি গজল lyrics | সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics

প্রিয় বন্ধুরা,

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু।আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। 


ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021 

আপনারা যারা ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021  লিখে সার্চ করছেন কিন্তু ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021  পাচ্ছেন না কিংবা ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021  এর সম্পূর্ণ লিরিক্স পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021  তুলে ধরবো।


ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

যতন করে হৃদয় মাঝে,

যতন করে হৃদয় মাঝে

একা,একা নিরিবিলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

সেই ফুলেরি পাপড়ি গুলো ঝরে পড়ে না,

মুগ্ধ করা শোভাস তাহার কভু শেষ হয়না,

সেই ফুলেরি পাপড়ি গুলো,ঝরে পড়ে না,

মুগ্ধ করা শোভাস তাহার কভু শেষ হয়না,

সেই শোভাসে বেকুল হয়ে...

সেই শোভাসে বেকুল হয়ে...

গাই তোমারি গিতালী...

ও মদিনার বুলবুলি তেমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

যতন করে হৃদয় মাঝে...

যতন করে হৃদয় মাঝে...

একা একা নিরিবিলি...

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

মনের ক্বাবায় তোমার ছবি...

নিত্য দিনিই আঁকি...

তোমার নামের চন্দ মালা,আর কবিতা লিখি,

মনের ক্বাবায় তোমার ছবি...

নিত্য দিনিই আঁকি...

তোমার নামের চন্দ মালা,আর কবিতা লিখি,

কবি ও আ কবির সাথে...

কবি ও আ কবির সাথে..

বড়ই স্বাদের মিতালী...

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

যতন করে হৃদয় মাঝে...

যতন করে হৃদয় মাঝে...

একা একা নিরিবিলি...

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি,

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি

যতন করে হৃদয় মাঝে...

যতন করে হৃদয় মাঝে...

একা একা নিরিবিলি...

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি।


মা ফাতেমার নয়ন মনি গজল lyrics 

মা ফাতেমার নয়ন মনি গজল lyrics   টি মা ফাতেমা কে নিয়ে। মা ফাতেমা কে নিয়ে সুন্দর একটি গজল  মা ফাতেমার নয়ন মনি গজল lyrics  আমি এখানে তুলে ধরেছি।আপনারা যারা মা ফাতেমাকে নিয়ে সুন্দর গজল খুঁজছেন তারা পোস্টটি ভালভাবে পড়ুন। কারণ আমি এখানে মা ফাতেমার নয়ন মনি গজল lyrics  সম্পূর্ণ তুলে ধরেছি।


মা ফাতেমার নয়নমনি, হযরত আলীর জান (2)

ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান।

দায়াল নবীর জবানে, কারবালার বয়ানে (2)

আওলাদে রাসূল শহীদ হবেন, হাদীসে প্রমাণ।

ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। (2)


ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে,

হাসান-হুসাইন কাঁন্দে নানা পোশাক দাও বলে;

দয়াল নবী করেন দোয়া, ওগো রব্বানা!

জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা! 


লাল সবুজের সেই পোশাকে কারবালারই শান। (2)_


লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে

এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে,

সীমার যখন করবে জবাই নিজেরও হাতে

মাটি রক্ত হয়ে মিলবে কারাবালার সাথে;


হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ।

নবীর আওলাদ নূহের কিস্তি নবীজীর বয়ান

আবু জর গীফারীর হাদীসে প্রমাণ (2)


জীবন দিবে ঈমান পাবে সুন্নীদের পথে

জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে (2)


সুন্নী জনতা গ্রহণ করো, অধমের আহবান। (2)


ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান (2)


মা ফাতেমার নয়নমনি, হযরত আলীর জান (2)

ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান।

দায়াল নবীর জবানে, কারবালার বয়ানে (2)

আওলাদে রাসূল শহীদ হবেন, হাদীসে প্রমাণ।

ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। (2)


সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics 

আমি লক্ষ করেছি আপনারা অনেকেই সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics  লিখে সার্চ করছেন কিন্তু পাচ্ছেন না। তাদের সুবিধার্থে আমি এখানে সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics   তুলে ধরব এবং সম্পূর্ণ লিরিক্স টি শেয়ার করব।


সারা রাত দুচোখে ঘুম ছিলনা,

মনে খুব পরছিল তোমাকে মা।


কোথায় আছো কেমন আছো,

এত ডাকি তবু কেন সাড়া দাওনা।


মা ও মা ও মা

যখনি মনে পড়ে তোমার কথা,

কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যাথা।


তোমার কথা ভেবে কত কেঁদেছি,

তবু কেন একবার সাড়া দাওনা।

মা ও মা ও মা

লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে,

সাদা শাড়ি পড়ে মাগো পড়ির বেশে। 


রাত হলে দেখি মাগো ঐ চাঁদকে,

কিন্তু তোমায় মাগো কেন দেখিনা।

মা ও মা ও মা 


ট্যাগ: ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি | ও মদিনার বুলবুলি গজল lyrics 2021, মা ফাতেমার নয়ন মনি গজল lyrics , সারারাত দুচোখে ঘুম ছিল না গজল lyrics 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com