সুমাইয়া তানজিমের গজল ২০২১ | সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 | আবু রায়হান গজল ২০২১
প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি।
প্রতিদিনের মতই আমি আজ আপনাদের সাথে সুমাইয়া তানজিমের গজল ২০২১ | সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 | আবু রায়হান গজল ২০২১ নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা সুমাইয়া তানজিমের গজল ২০২১ | সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 | আবু রায়হান গজল ২০২১ খুঁজছেন তাদের জন্যই মূলত সুমাইয়া তানজিমের গজল ২০২১ | সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 | আবু রায়হান গজল ২০২১ আজকের এই পোস্টটি।
সুমাইয়া তানজিমের গজল ২০২১
আপনারা যারা সুমাইয়া তানজিমের গজল ২০২১ লিখে সার্চ করছেন কিন্তু সুমাইয়া তানজিমের গজল ২০২১ এর কোনো লিরিকস পাচ্ছেন না কিংবা সুমাইয়া তানজিমের গজল ২০২১ লিখে সার্চ করে কোন গজল পেলেও সেটার সম্পূর্ণ লিরিকস পাচ্ছেন না তাদের জন্য আমি আজ সুমাইয়া তানজিমের গজল ২০২১ শেয়ার করব।
আমার নবীর সেই
আমার নবীর সেই প্রিয় মুখ
কোনদিন দেখিনি আমি
জান্নাতে দিও তুমি দেখতে তাকে
ওগো অর্ন্তযামী
কাবার গিলাফ ছুয়ে এসেছি আমি
ফেলে নয়ন জল কত
হাজরে আসওয়াদে চুমু খেয়েছি আমি
তোমার ধ্যানে হয়ে রত
পাপরাশি মুছে দাও
তোমার দয়া দিয়ে
করুনার আধার যে তুমি
হেরার গুহা ঘুরে ফিরছি যখন
বকরের স্মৃতি ভাসে মনে
তাই সেই নবী প্রেম
পরলে আমার মনে
হৃদয় কাঁদে প্রতিক্ষনে
পাপরাশি মুছে দাও
তোমার দয়া দিয়ে
করুনার আঁধার যে তুমি
সুমাইয়া তানজিমের গজল lyrics 2021
আমি লক্ষ করেছি আপনারা অনেকে সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 সার্চ করছেন। সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 লিখে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করছেন কিন্তু পাচ্ছেন না। আমি আমার সেসকল বন্ধুদের কথা বিবেচনায় রেখে আজ সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 তুলে ধরবো।
তুমি আবার এসো একবার
ওগো দু-জাহানের সরদার
জাহেলিয়াত এসেছে আবার
দুনিয়ায় আধার চারিধার (২)
(Tumi Abar Esho Ekbar
Ogo Du jahaner sordar
Jaheliyat escheche abar
Duniyay adhar charidhar)
শতো কুটি মুসলিম আছে ঠিকি ধারাতে
কৃতদাস হয়ে গেছে তারাও কাফিরের হাতে
সিংহ দেখে আজ পালায় না শিয়ালের দল
ঘিরেছে তাহারে আজ কোন সে নিঝুর মহজাল
কেন আজ শুনি হায় জয়ধনি দুনিয়ায়
আবু জাহেলের ও এতো আর
তুমি আবার এসো একবার
অগো দু জাহানের সরদার
মসজিদে আস্কায় ইহুদিরা গড়েছে সানাম
আরব জমিনে কেন ইহুদি নাসারের কদম
তজ্রা ফুরাত আর কারবালা করে হাহাকার
নিরাপদ নয় আজ কাবাও কসম খুদার
এসো হে মহান বীর শোন শুন কান্না জাতির
কর জয়ি ধরা টা আবার
তুমি আবার এসো একবার
ও গো দু জাহানের সরদার
জাহালিয়াত এসেছে আবার
দুনিয়ায় আধার চারিধার।
আবু রায়হান গজল ২০২১
আপনারা যারা বিশিষ্ট সংগীত শিল্পী আবু রায়হান গজল ২০২১ এর গজল খুঁজছেন কিন্তু নতুন আবু রায়হান গজল ২০২১ গজল লিরিক্স পাচ্ছেন না তাদের জন্য আমি এখানে আবু রায়হান গজল ২০২১ এর নির্ভুল লিরিকস সহ আবু রায়হান গজল ২০২১ গজল তুলে ধরেছি। আশা করি আজকের সম্পূর্ণ আবু রায়হান গজল ২০২১ পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন।
হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে
পূণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
চিন্তার বাগিচায় সুরভিত পুষ্প ফুটুক
নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটুক
এ কথার লতা যেন ঈমানের গাছ রাখে জড়িয়ে
পূণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
জীবনের গানে গানে ঈমানের মধুমাখা সুর দাও
আমার আধাঁর পথে তোমার করুনার নূর দাও
ওপারে যাওয়ার কালে ঈমানের মালা দাও পড়িয়ে
পূন্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
ট্যাগ: সুমাইয়া তানজিমের গজল ২০২১ | সুমাইয়া তানজিমের গজল lyrics 2021 | আবু রায়হান গজল ২০২১