ইসলামিক গান ২০২১ | সেরা ইসলামিক গজল ২০২১ | ইসলাম গজল ২০২১
ইসলামিক গান ২০২১ | সেরা ইসলামিক গজল ২০২১ | ইসলাম গজল ২০২১
আমরা ইসলামিক গান ২০২১ | সেরা ইসলামিক গজল ২০২১ | ইসলাম গজল ২০২১ এর মধ্যে আপনাদের পছন্দের কিছু গজল অন্তর্ভুক্ত করেছি।
***********রাব্বুল আলামীন আল্লাহ মহান গজল
রাব্বুল আলামীন আল্লাহ মহান
কোতী কোটি শুক্রিয়া
গাবো তারি গান।।
এই পৃথিবী
সাজানো এ সবই
কার ভালোবাসা আর মমতার দান
কে সে কে বলো এতো মেহেরবান।
চাঁদোয়া রাত জোনাকীর আলো
ঝিকমিক তারা
লাগে কি যে ভালো
কে দিলো বলোতো তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায়
না না না না
ভোলা যায় না
ভোলা যায় না
ভুলে থাকা যায় না
ভুলে থাকা যায় না
তাকে তো ভোলা যায় না।
ভুলে থাকা যায়না
তাকে তো ভোলা যায় না।
আমরা সবাই আজ
তাঁরই গান গাইবো
তাঁরই দেয়া ইসলামে
আজীবন চল্বো।
আমরা সবাই আজ
তাঁরই গান গাইবো
তাঁরই রঙ্গে আমাদের
জীবঙ্কে রাঙ্গাবো
এ শপথ
এ দোয়া
কবুল করো হে আল্লাহ।
এসো তবে
আজ সবে
গেয়ে যাই
কোরানের আলোকে
জীবনের গান
সত্য সুন্দর
জীবনের গান
এসো ভাই সকলে
গেয়ে যাই জীবনে
কোরানের আলোকে
জীবনের গান
ঝলমনে রবি
সোনাঝরা পৃথিবীটা
অপরুপ ছবি
ফুলকলি হেসে উঠে
পাপড়ি মেলে
সে অনন্য শিল্পীর
তুলনা কি চলে
না না না না
তুলনা হয়না
তুলনা হয় না।
ফুলগুলো কি কথায়
হেসে ওঠে
কোন গানে পাখিদের
মুখ ফোটে
জানো কি না জানো না
বোঝো কি না বোঝো না
বলোতো
কে সে কে
তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায়
ভোলা যায় না
ভোলা যায় না
ভুলে থাকা যায় না
সত্য সুন্দর জীবনের গান
রাব্বুল আলামীন
আল্লাহর গান
মহানবী মহানেতা
রাসুলের গান
ইসলামী জীবনের
বিজয়ের গান
-মাঞ্জুর মোয়াজ্জম-
***** নিখিলের চির সুন্দর সৃষ্টি গজল
নিখিলের চির সুন্দর সৃষ্টি
আমার মোহাম্মদ রসুল
কুল মাখলুকাতের গুল্বাগে
যেন একটি ফোটা ফুল।।
নুরের রবি যে আমার নবী
পুণ্য করুনা ও প্রেমের ছবি
মহিমা গায় তারি নিখিল কবি
কেউ নয় তার সমতুল।।
পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়
হাসিল নিখিল আলোক- আভায়
পুলক লাগিল তরু ও লতায়
খুশিতে সবাই মশগুল।।
আঁধার রাতের সে যে চাঁদের কিরণ
করু সাহারার বুকে সুধা বরিষন
নীরব ধরার গুল বাগিচাতে যেন
গান গেতে এল বুলবুল।।
-গোলাম মোস্তফা-
******ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় গজল
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।
-কাজী নজরুল ইসলাম-