আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও গজল ২০২১ | নামাজকে বলোনা কাজ আছে lyrics
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও গজল ২০২১
আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা আপনারা যারা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও গজল ২০২১ খুঁজছেন তাদের জন্য আমি আজ এখানে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও গজল ২০২১ শেয়ার করব।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।।ঐ
.
হীরা নাকি শুনি সবচে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাই না আমি
হিরা মানিক কত শত।।ঐ
.
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
.
মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
ব্যাথাও বেদনা যত।।ঐ
.
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।
নামাজকে বলোনা কাজ আছে lyrics
আপনারা যারা নামাজকে বলোনা কাজ আছে lyrics খুঁজছেন কিন্তু কোথাও সম্পূর্ণ এটা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আজ এখানে নামাজকে বলোনা কাজ আছে lyrics তুলে ধরব।
নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
ফজর কাটে ঘুমের ঘরে
জোহর কাজে কাজে,
আসর কাটে খেলায় ধুলায়
মাগরীব মাঝে মাঝে।- ২বার
ঈশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে।
নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে- ২বার
নামাজ বহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
প্রভুর হুকুম মানোরে ভাই
থাকো তুমি যেথায়
সময় গেলে পাবেনা ফিরে
মরন তোমায় লইবে ঘিরে- ২বার
জেনে রেখো মরন তোমার
অতি কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে।
ট্যাগ: নামাজকে বলোনা কাজ আছে lyrics, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও ২০২১