দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics | করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics | আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই?
আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের রহমতে আমিও ভাল আছি।
প্রতিদিনের মতই আমি আজ আপনাদের সাথে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics | করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics | আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics নিয়ে হাজির হয়েছি। আমাদের সাইটে সামগ্রিক বিষয় নির্ভর বিস্তারিত তথ্য দিয়ে থাকি। সে অনুযায়ী আমি আজ আপনাদের সাথে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics | করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics | আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics সম্পূর্ণ তুলে ধরব।
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics
আমাকে সব বন্ধুরা বিভিন্ন সাইটে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics টি খুুঁজছেন আমার সেইসব বন্ধুদের সুবিধার্থে আমি এখানে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics সম্পূর্ণ শেয়ার করব।
কদিন রাত কাঁদি শুধু নবীকে পেতে..
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
আমি যাবো কবরেতে কেউতো যাবে না
দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না
আমি যাবো কবরেতে কেউতো যাবে না
দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না
উম্মত এর দিওয়ানায় নবী আছে কাঁন্দিতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে..
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে..
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
এমন দয়াল নবী কেউ কি ভুলিতে পারে
আমায় তুমি রাইখ নবী আপন নজরে
আমায় তুমি রাইখ নবী আপন নজরে
জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে..
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে..
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics
আমি লক্ষ করেছি অনেকে করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics বিভিন্ন ভাবে লিখে সার্চ করছেন কিন্তু সঠিক লিরিক্স পাচ্ছেন না। আমরা তাদের জন্য এখানে করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics তুুুলে ধরেছিি।
করুণার আধার তুমি দয়ার সাগর তুমি (২) তুমি ওগো চিরমহিয়ান
না চাহিতেই তুমি দিয়েছো ঢেলে(২) দিয়েছে কত অনুদান
ওগো রহিম রহমান (২)………. (২)
চাঁদ সেতারা গ্রহ রবি খুটি বিহীন ওই আসমান (২)
বিনা সুতাই যেন গাথা মালা(২)
শূন্য মেঘেরা ভাসমান
নিপুন তোমার কারুকাজ দেখে দেখে (২)
জুড়াই আমার প্রান
ওগো রহিম রহমান(২)
করুনার আধার তুমি দয়ার সাগর তুমি (২)
তুমি ওগো চিরমহিয়ান(২)
না চাহিতেই তুমি দিয়েছো ঢেলে (২)
দিয়েছে কত অনুদান
ওগো রহিম রহমান (২)
পাহাড় থেকে নামে ঝরনাধারা তোমার প্রমেতে যেন মাতমরা(২)
কলকল রবে নদী ছুটে চলে যায় ছুটে চলে যায় সাগর মোহনায়
আমি বেকুল হয়ে শুনি গো প্রভু(২)
কোকিলের কুহু কুহুতান
ওগো রহিম রহমান(২)
করুনার আধার তুমি দয়ার সাগর তুমি (২) তুমি ওগো চিরমহিয়ান
না চাহিতেই তুমি দিয়েছো ঢেলে(২)
দিয়েছো কত অনুদান
ওগো রহিম রহমান (৪)
আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics
আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics টির মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা আলোচিত হয়েছে। রাসুল সাল্লালাহ সালামের মহান আত্মত্যাগের কথা ফুটিয়ে তোলা হয়েছে আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics এর মধ্যে।
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Huasin Adnan, Mahfuzul Alam, Hasan Mahdi, Fakhrul Haque and Others
Lyric: Jafar Ahmad Rabi
Tune: Sayed Ahamd
আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালো বেসেছি …..৩
মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি….৩
ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য …..
পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিলো শূন্য…..
ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য …..
পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিলো শূন্য…..
শত জ্বালা তো শোয়েছো তুমি… সেই কাহিনি শুনে কেদেছি
উমমমম........
মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি….২
দারে দারে ঘুরে খোদার বানি পৌছে দিয়েছো দিনরাত….
চিনলা তোমায় তায়েফ বাসি, করলো যে সুধু আঘাত ….
দারে দারে ঘুরে খোদার বানি পৌছে দিয়েছো দিনরাত….
চিনলা তোমায় তায়েফ বাসি, করলো যে সুধু আঘাত ….
তোমার পায়ের পথের ধুলি… এই চোখের সুরমা দিয়েছি…..৩
উমমম.......
মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি…৩
আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালো বেসেছি ৪
ট্যাগ: দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে গজল lyrics, করুনার আধার তুমি দয়ার সাগর তুমি গজল lyrics, আমি দেখিনি তোমায় চোখের তারায় গজল lyrics