Valentine's day Bangla quotes
Valentine's day Bangla quotes
পৃথিবীর সবচেয়ে দূর্লভ এবং আকাঙ্ক্ষিত আবেদনের নাম হচ্ছে ভালোবাসা। ঠিক কোন সময় থেকে ভালোবাসার উৎপত্তি তা জানা সম্ভব না হলেও এতোটুকু ভেবে নেওয়া যায় যে ভালোবাসার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই আদিম ও পুরনো। তাইতো ভালোবাসা নামের এই অনুভূতিটাকে মহিমান্বিত করতে প্রতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে ঘোষণা করা হয়েছে
Valentine's Day
হিসেবে। যার অর্থ হলো ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজকে বিশেষ কিছু ভালোবাসার গল্প তোমাদের মাঝে শেয়ার করবো।
একতরফা ভালোবাসা
একতরফা ভালোবাসার ক্ষমতাটাই অন্য রকম।
এরকম তো কোনো কথা নেই। যে আমি ভালোবাসলে বিপরীত মানুষটাকে ভালোবাসতেই হবে। আমি তো ভালোবাসি! এটুকুই যথেষ্ট। সে ভালোবাসলো বা না বাসলো তাতে আমার কোনো যায় আসেনা। তার প্রতি আমার ভালোবাসা এতটুকুই কম হয় তাহলে আমি কষ্ট পাবো। হ্যা! ওকে আমি সারা জীবন ভালোবেসে যাবো। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমি ওকেই ভালোবেসে যাবো। আমার ভালোবাসাটা নিঃস্বার্থ। আমার
ভালোবাসা দিবস এসএমএস
ভালোবাসাটা পবিত্র। আমার ভালোবাসাতে চাওয়া অনেক আছে কিন্তু পাওয়ার কিছু নেই। আর আমি কোনো কিছু পাওয়ার আশাও করিনা। আমি শুধু তার কাজল কালো চোখের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে চাই। আমি শুধু তার মিষ্টি কথা গুলো মন দিয়ে শুনতে চাই। সারাদিনের মধ্যে একটু থাকে দেখতে চাই। ভ্যস! এতোটুকুই। তাতেই আমি খুশি। আমি জানি সে কোনদিনই আমার হবে না। তাতে কী হয়েছে! আমিতো থাকে ভালোবাসি। ভালোবাসলেই কী নিজের হয়? না!
Valentine's Day Quotes 2021
সব সময় ভালোবাসলে নিজের হয়না। থাকনা এই ভালোবাসাটা না পাওয়ার, থাকনা এই ভালোবাসাটা না চাওয়ার। শুধু এটুকুই জেনে রাখো! যে আমি থাকে ভালোবাসি।
হুম এটাও আমি জানি!
সে অন্য কাউকে ভালোবাসে। তাতে কি!
আমি তো তাকে ভালোবাসি। ভালোবাসাটা কোনো অন্যায় নয় সে হোকনা অন্য কারো। থাকনা অন্য কারোর কাছে। শুধু এটাই চাই সে যেন সারাজীবন হাসিখুশি থাকে এবং সুখে থাকে ভালোথাকে। ভালোবাসি তোমায়। তোমার মুখে সব সময় হাসিটাই দেখতে চাই।
Valentine's day quotes bangla
যদি কোনদিন হঠাৎ করে কান্না পায় তাহলে আমাকে ডেকো। সুখের দিনের সাথী না বা করলে অত্যন্ত দুঃখের ভাগীদার তো বানাতেই পারো। তোমার দুঃখের ভাগ নিতে চাই আমি। সুখটা তুমি তোমার কাছেই রাখো। তোমার সুখে ভাগ বসালে চলেনা। আমি তো তোমাকে ভালোবাসি। তাই তোমার কষ্টের ভাগীদার হয়েই থাকতে চাই। ভিশন মন খারাপের দিনে আমি তোমার জন্য এক মুটো হাসি কিনতে চাই। তুমি আমার স্বপ্নের মূল। তাই স্বপ্নতেই থেকে গেলে। বাস্তব হওয়ার আশা আমি করি না। আর আমার বাস্তবের ভালেবাসার মানুষতো আমাকে বুঝেই না। আর কোনদিন বুঝতেও পারবে না। সে যতটুকু ভালোবাসে
Valentine's day bangla sms
সে মানুষকে অনেক কষ্ট দেয়। যা কষ্ট দেয় তার থেকে অনেক বেশি কষ্ট আমি পাই। কিন্তু সব কষ্টই বুকের মধ্যেই রাখি। আসলে বাস্তবের ভালোবাসা পুরনো হলে কমে যায়। তাই তোমাকে আমি স্বপ্নতেই রাখতে চাই। তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেলে আমি যে কষ্ট পাবো। শিল্পী মানুষদের এটাই হয়। আমাদেরকে কেউ বুঝেনা। সাধারণের ভীড়ে হারিয়ে ফেলে। তুমি আমার শিল্পের সৃষ্টি তোমার জায়গাটা অনেক উপরে। যানো বাস্তবের ভালোবাসাটা স্বার্থপর, অনেক হিংসটে হয়, অনেক অবিশ্বাসে ভরা থাকে। তাই তোমাকে আমি স্বপ্নতেই ভালোবাসতে চাই। না না আামকে তোমার ভালোবাসতে হবে না। তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে সুখে থাকো। আমাকে নিয়ে ভেবো না। শিল্পী তো তাই একটু বেশিই কষ্ট পাই। কি আর করা যাবে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে কিছু সৃষ্টি করায়। আর তুমি আমার শিল্পের সৃষ্টি। তাই স্বপ্নের ভালোবাসাটাকে বাস্তবের ভালোবাসার সাথে গুনিও না।
১৪ ফেব্রয়ারি ভালোবাসা দিবস
হয়তো আমি ভেবে ছিলাম তুমি আমার হবে তাই তো তোমাকে ভালোবেসেছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তোমাকে ভালো না বাসলে আমি ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারতাম না। তবুও তোমার জীবনকে অভিশপ্ত করবো না। কারণ আমি! আজ-ও তোমায় ভালোবাসি। আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছো। কিন্তু আমার মনে লুকানো ভালোবাসা তুমি আজ-ও কেড়ে নিতে পারো নি। এটাই যে আমার বেচে থাকার সম্বল। আমি হয়তো দেখতে কালো। তবুও তোমায় ভেসেছি ভালো। তুমি হয়তো অনেক ধনী যা আমি হতে পারবো না কোনোদিনই।
Valentine's day quotes for friends
তবুও যদি আমায় বাসো ভালো। আধার থেকে তোমায় দেবো সুখের আলো। তুমি নেই জানি তুমি ফিরে আসবে না কখনো। হয়তো অনেক কষ্টের মাঝে পাবোনা তোমার সান্ত্বনা। তোমার হাসিতে লুকানো থাকবে না। গোপনে লালন করা আমার কষ্ট গুলো। তবুও আমি জানি আমি তোমাকে ভালোবেসে যাবো। কারণ তুমি না থাকলেও ভালোবাসা আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়। ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয়না। হয়তো একসময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়। কিন্তু তার ভালোবাসা কখনো হারায় না। মনের ঘরে রয়ে যায় আজীবন। মাঝে মাঝে মনে হয় হতাম যদি ভালোবাসার কারিগর, রাখতাম না আর এই পৃথিবীতে কোনো স্বার্থপর। ভালোবাসতাম শুধু ভালোবাসাকে। ধ্বংস করতাম ভালোবাসা নামে ছলনাময়ী সেই সব অপরাধীকে। তুমি জানো? হঠাৎ করে পাওয়া সুখ, হঠাৎ করে আসা ভালোবাসা! এই দুটো জিনিসের মধ্যে। অনেক মিল আছে।
Valentine's day quotes for girlfriend
কারণ দুটে জিনিসই বেশির ভাগ সময় ক্ষনস্থায়ী হয়। যেমন হঠাৎ করে আসে তেমনি হঠাৎ করে চলে যায়। শুধু রেখে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি। শেষে তোমাকে একটা কথাই বলতে চাই। আর কোনো চাওয়া নেই। আছে না পাওয়ার যন্ত্রণা। চোখে কোনও স্বপ্ন নেই আছে বুক ভাঙা কান্না। আর কোনো আশা নেই আছে শুধু হতাশা। তবুও তোমার জন্য কোনও ঘৃণা নেই। আছে সীমাহীন ভালোবাসা।
কাউকে মন থেকে ভালোবাসলে ঘৃণা করা যায় না। কারণ সত্যি কারের ভালোবাসা পবিত্র হয়। যাকে সত্যি ভালোবাসো থাকে কখনো ঘৃণা করো না। হয়তো সে তোমার নাও হতে পারে। কিন্তু তুমি দূর্ভাগ্য মেনে নিও।
ভালোবাসা দিবসের এসএমএস
ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না। সে তোমাকে অবহেলা করে, ঘৃণা করে, এমনকি তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে সে হয়তো জানেনা ভালোবাসার মূল্য। কিন্তু তার প্রতি তোমার ভালোবাসাতো পবিত্র। তাই বলি যাকে মন থেকে ভালোবাসো থাকে ঘৃণা করো না। আজীবন ভালোবেসে যাও। তোমার ভালোবাসা দেখেই যেন তার নিজের ভুল বুঝতে পারে। তখন তার মন থাকে কুঁড়ে কুঁড়ে খাবে। কেনও তোমার ভালোবাসাকে সে অবহেলা করেছিল। কিন্তু তখন তার আর কিছু করার থাকবে না।
Tags: Valentine's day Bangla quotes, Valentine's Day, ভালোবাসা দিবস এসএমএস, Valentine's Day Quotes 2021, Valentine's day bangla sms, valentine day bangla quotes, Valentine's day quotes for girlfriend