PSC Math Suggestions & Questions 2021 All board
বন্ধুরা আমি আপনাদের সাথে পিএসসি এর গণিত সাজেশন শেয়ার করছি যা কমপ্লিট করে নিলে ১০০% কমন পাবেন ইনশাহ আল্লাহ।
১নং
১. গুণ্য কী?
২. ৫% লাভ কথাটির অর্থ কী?
৩. ১ বছর= কত দিন?
৪. সামান্তরিকের কত জোড়া বাহু সমান্তরাল?
৫. ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র লিখ?
৬. কম্পিউটারের একটি অংশের নাম লিখ?
৭. প্রক্রিয়া প্রতীক গুলো লিখ?
৮. সংখ্যা প্রতীক গুলো লিখ?
৯. ল.সা.গু এর পূর্ণরূপ কী?
১০. গ.সা.গু এর পূর্ণরূপ কী?
১১. গুণনীয়ক এর অপর নাম কী?
১২. ১ বছর = কত সপ্তাহ?
১৩. আসল নির্ণয়ের সুত্রটি লিখ?
১৪. ক্যালকুলেটর কী?
১৫. ১ মিটার = কত ইঞ্চি?
১৬. ১ যুগ= কত বছর?
১৭. চার অংকের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লিখ?
১৮. ৮ এবং ১২ এর ল.সা.গু কত?
১৯. গড় নির্ণয়ের সুত্র লিখ?
২০. কত বছর পর পর আদমশুমারি হয়?
PSC Math Suggestion 2021 PDF Download | PSC Suggestion 2021 PDF
১নং
১. গুণ্য কী?
২. ৫% লাভ কথাটির অর্থ কী?
৩. ১ বছর= কত দিন?
৪. সামান্তরিকের কত জোড়া বাহু সমান্তরাল?
৫. ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র লিখ?
৬. কম্পিউটারের একটি অংশের নাম লিখ?
৭. প্রক্রিয়া প্রতীক গুলো লিখ?
৮. সংখ্যা প্রতীক গুলো লিখ?
৯. ল.সা.গু এর পূর্ণরূপ কী?
১০. গ.সা.গু এর পূর্ণরূপ কী?
১১. গুণনীয়ক এর অপর নাম কী?
১২. ১ বছর = কত সপ্তাহ?
১৩. আসল নির্ণয়ের সুত্রটি লিখ?
১৪. ক্যালকুলেটর কী?
১৫. ১ মিটার = কত ইঞ্চি?
১৬. ১ যুগ= কত বছর?
১৭. চার অংকের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লিখ?
১৮. ৮ এবং ১২ এর ল.সা.গু কত?
১৯. গড় নির্ণয়ের সুত্র লিখ?
২০. কত বছর পর পর আদমশুমারি হয়?
Class 5 Model test Question 2021 | PEC Suggestion 2021
২নং
১. ১০০ টি চকলেটের দাম ২০০ টাকা হলে,
ক) ১ টি চকলেটের দাম কত?
খ) ২৫ টি চকলেটের দাম কত?
গ) ৭৫ টি চকলেটের দাম কত?
ঘ) ৫০ টাকায় কতটি চকলেট কিনা যাবে?
২. মানিকের মাসিক আয় ৮৫০০ টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ৩১০০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৫০০ টাকা ব্যয় করেন, বাকি টাকা ব্যাংকে জমা রাখেন।
ক) বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ কত ব্যয় হয়?
খ) তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন?
গ) মানিক ১ বছরে কত টাকা জমা রাখেন?
Class 5 Math Question | Class Five Math Model Question
৩. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮৮ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ।
ক) পিতা ও পুত্রের বরসের সমষ্টি কত গুণ?
খ) পুত্রের বয়স কত?
গ) পিতার বয়স কত?
৪. ২ টি গরু ও ৩ টি খাসির মূল্য একত্রে ৭৫০০০ টাকা। ১ টি খাসির মূল্য ৭৫০০ টাকা।
ক) ৩ টি খাসি কিনতে কত টাকা লাগবে?
খ) ১ টি গরু কিনতে কত টাকা লাগবে?
গ) ১ টি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত?
ঘ) ১ টি গরুর দাম দিয়ে কয়টি খাসি কিনা যাবে?
PSC Math Question 2021 | ৫ম শ্রেণীর সিলেবাস ২০২১
১. আজমল সাহেব ২৪ টি কলা, ৪২ টি বিস্কুট এবং ৫৪ টি চকলেট শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান।
ক) সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবেন?
খ) একজন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি চকলেট বেশী পাবে?
২. ঘড়ি তিনটি একত্রে বেজে ওঠার পর যথাক্রমে ১০, ১২, ১৫ মিনিট পর পর বাজতে লাগলো।
ক) ঘড়িগুলো সর্বনিম্ন কত মিনিট পর আবার একত্রে বাজবে?
খ) সকাল ৯ টায় একত্রে বাজার পর ঘড়িগুলো আবার কয়টায় বাজবে?
সমাপনী পরীক্ষার প্রশ্ন ২০২১ | ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সাজেশন ২০২১
৩. পানির ড্রাম দুটির ধারণ ক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার ও ৩৪৮ লিটার।
ক) সর্বাধিক কত ক্ষমতার কলসির পানি ঢেলে ড্রাম দুইটি পূর্ণ করা যাবে?
খ) কোন ড্রামে কত কলসি পানি ধরে?
৪ নং
১. সবুজ একটি বৃত্তের ১/৩ অংশ লাল, ১/২ অংশ সবুজ, ১/৮ অংশ হলুদ রঙ করল।
ক) সে মোট কত অংশ সবুজ ও হলুদ রঙ করল?
খ) সে বৃত্তের মোট কত অংশ লাল ও হলুদ রঙ করল?
গ) সে বৃত্তের কত অংশ রঙ করা বাকী রাখল?
১. জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি ৪৪ বছর। শাপলা ও মনিরের বয়সের সমষ্টি ৩৮ বছর। জাহিদের বয়স ২১ বছর।
ক) জাহিদ ও মনিরের বয়সের গড় কত?
খ) শাপলা ও মনিরের বয়সের গড় কত?
সমাপনী পরীক্ষার গনিত সাজেশন ২০২১ | প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত ২০২১
৩. একটি বাশের ১/৬ অংশ কাদায়, ১/২ অংশ পানিতে, এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে।
ক) কাদায় ও পানিতে বাশের কত অংশ আছে?
খ) পানির উপরে কত অংশ আছে?
গ) পানির উপরের অংশ ২ মিটার হলে, সম্পুর্ন বাশটির দৈর্ঘ্য কত?
৩. শফিক সাহেবের নিকট ৭২০০০ টাকা ছিল। তিনি তার টাকার ১/৮ অংশ মেয়েকে দিলেন। এবং ২/৩ অংশ ছেলেকে দিলেন। অবশিষ্ট টাকা তার নিকট রয়ে গেল।
ক) মেয়ে কত টাকা পেল?
খ) ছেলে ও মেয়ে মোট কত টাকার কত অংশ পেল?
গ) তার নিকট কত টাকা অবশিষ্ট থাকল?
৩. সাতটি সংখ্যার যোগফল ৪০৬। এদের মধ্যে ১ম তিনটি সংখ্যার গড় ৫৬। শেষের তিনটি সংখ্যার গড় ৫৮।
ক) সাতটি সংখ্যার গড় কত?
খ) শেষের ৩টি সংখ্যার সমষ্টি কত?
গ) চতুর্থ সংখ্যাটি কত?
৫ম শ্রেণীর গণিত সাজেশন ২০২১ | পি এস সি সাজেশন 2021
৫নং
১. ৬টি কমলার ওজন যথাক্রমে ৫৮ গ্রাম, ৫০ গ্রাম, ৬০ গ্রাম, ৫২ গ্রাম, ৫৪ গ্রাম ও ৫৬ গ্রাম।
ক) কমলাগুলোর গড় ওজন কত গ্রাম?
খ) ১ম তিনটি কমলার গড় ওজন কত?
গ) ১ম তিনটি ও শেষের তিনটি কমলার গড় ওজনের পার্থক্য কত গ্রাম?
২. পিতা ও পুত্রে বরসের গড় ২১ বছর। মাতা ও ৩ পুত্রের বয়সের গড় ১৮ বছর। মাতার বয়স ৩৬ বছর।
ক) তিন পুত্রের বয়সের গড় কত?
খ) পিতার বয়স কত?
গ) পিতা,মাতা, ও তিন পুত্রের বয়সের গড় কত?
২. দুইটি সংখ্যার যোগফল ৭০.২। বড় সংখ্যাটি ছোট সংখ্যার অপেক্ষা ৪.৪ বেশী।
ক) ছোট সংখ্যাটি কত?
খ) বড় সংখ্যাটি কত?
৩. একটি বাশের ০.২৫ অংশ কাদায়, ০.৫৬ অংশ পানিতে আছে। বাশটির পানির অংশের দৈর্ঘ্য ৭ মিটার।
ক) বাশটির কত মিটার পানির উপরে আছে?
খ) বাশটির কত মিটার কাদায় আছে?
৭ নং
১. রফিক একটি কলম ২০ টাকায় কিনে ২৫ টাকায় বিক্রি করে।
ক) সে শতকরা কত টাকা লাভ করল?
খ) ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত হবে?
২. একটি প্রতিষ্টানের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০০ জন স্কুল ব্যাংকিং একাউন্ট করেছে।
ক) মোট শিক্ষার্থীর শতকরা কতজন ব্যাংকিং একাউন্ট করেছে?
খ) স্কুল ব্যাংকিং একাউন্টধারী ৪৫% ছাত্রী হলে,
একাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত?
PSC Math Question 2021 | ৫ম শ্রেণীর সিলেবাস ২০২১
৮ নং১. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৯০ মিটার। ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার।
ক) মাঠটির প্রস্থ কত মিটার?
খ) দৈর্ঘ্য ২ মিটার বাড়ানোর পর মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
২. একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য ৯৬ মিটার এবং প্রস্থ ৬০ মিটার।
ক) পুকুরের ক্ষেত্রফল কত?
খ) যদি পুকুরটিকে বর্গাকার করা হয়, তবে প্রস্থ কত মিটার বাড়াতে হবে?
গ) পুকুরটির দৈর্ঘ্য ১৬ মিটার কমালে ক্ষেত্রফল কত হবে?
৫ম শ্রেণীর গণিত সাজেশন ২০২১ | পি এস সি সাজেশন 2021
৯ নং১. সুমনের জন্ম তারিখ ২৫ শে ফেব্রুয়ারি ২০১০। তার ৭ দিন পর তার চাচাতো ভাই মাসুমের জন্ম।
ক) ২০১০ সালের ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় প্রকাশ কর?
খ) মাসুমের জন্ম তারিখটি কত?
সমাপনী পরীক্ষার প্রশ্ন ২০২১ | ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সাজেশন ২০২১
২. আজমল ৭ বছর ৩ মাস বিদেশে অবস্থান করেন।ক) আজমল কত মাস বিদেশে অবস্থান করেন?
খ) প্রাপ্ত মাসকে ঘন্টায় প্রকাশ কর?
৩. রফিক দৈনিক ৮ ঘন্টা কারখানায় কাজ করেন।
ক) তিনি প্রতিদিন কত মিনিট কাজ করেন?
খ) তিনি একমাসে কত ঘন্টা কাজ করেন?
সমাপনী পরীক্ষার গনিত সাজেশন ২০২১ | প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত ২০২১
তো বন্ধুরা, এই হলো আমার শেয়ার করা পিএসসি বাংলা, ইংরেজি এবং গণিত সাজেশন। আপনারা যদি এই সাজেশন ফলো করেন ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।
খোদা হাফেজ
Tag: সমাপনী পরীক্ষার প্রশ্ন ২০২১, ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সাজেশন ২০২১, সমাপনী পরীক্ষার গনিত সাজেশন ২০২১, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত ২০২১, ৫ম শ্রেণীর গণিত সাজেশন ২০২১, পি এস সি সাজেশন 2020, ৫ম শ্রেণীর সিলেবাস ২০২০, PSC Math Suggestion 2021 PDF Download, PSC Suggestion 2021 PDF, Class 5 Model test Question 2021, PEC Suggestion 2021, Class 5 Math Question, Class Five Math Model Question, PSC Math Question 2021, ৫ম শ্রেণীর সিলেবাস ২০২১