করোনা আপডেট নিউজ- বায়ুবাহী ভাইরাসে রুপ নিয়েছে করোনা। দু:সংবাদ দিলেন গবেষকরা - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

করোনা আপডেট নিউজ- বায়ুবাহী ভাইরাসে রুপ নিয়েছে করোনা। দু:সংবাদ দিলেন গবেষকরা



বায়ুবাহী ভাইরাসে রুপ নিয়েছে করোনা। দু:সংবাদ দিলেন গবেষকরা


যুক্তরাষ্ট্রএ করোনায় আক্রান্তের সরকারি হিসাবের ২৪ গুন। তথ্য  উপাত্তের ভিত্তিতেই এমন মত মার্কিন রোগতাত্ত্বিক  দের।

সংক্রম বাড়ায় এলাকা ভিত্তিক লকডাউন র সীমান্ত বন্ধ করার পথে হাটছে স্পেন,অস্ট্রেলিয়া।
বিধি নিষেধ না মানলে এপ্রিল এর আগে যুক্তরাজ্যএ  মৃত্যু ৮০হাজার ছাড়াতে পারে বলে শংকা ব্রিটিশ সাস্থ্যবিদ দের।

এত সব হিসেব নিকেস এর মধ্যেই
নতুন উৎবেগের  খবর বায়ু বাহিত ভাইরাসের রুপ নিয়েছে কভিড ১৯
মহামারীর অন্যতম কেন্দ্রস্থল স্পেনে
করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখি হতে শুরু করে মে মাসে।
জুনে পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও হটাৎ সংক্রমণ বাড়ায়
নতুন করে সাপ্তাহ ব্যপিক লকডাউন
দেয়া হয়েছে উত্তর পশ্চিমএর গেলেসিয়া আর উত্তর পূর্বের  কাতালুনিয়ায়।

দিনে প্রাণহানি হাজারের ঘর থেকে একশত তে নেমেছে যুক্তরাজ্যএও।
সার্বিকভাবে উপরিস্থিত সাভাবিক থাকলেও চলছে এলাকা ভিত্তিক লকডাউন।

ঢালাওভাবে বিধি নিষেধ প্রত্তাহারে আগামী ৯ মাসে মৃতের সংখা ৮০ হাজার ছাড়াতে পারে এমন শংকা বিশেষজ্ঞদের।

অঅস্ট্রেলিয়ার মেলবর্নেও উর্ধমুখী করোনার প্রকোপ।
ছোয়াচে ভাইরাসের বিস্তার রুখতে সীমান্ত বন্ধ করতে যাচ্ছে সব চেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য শত বছরে প্রথমবার ভিক্টোরীয়া আর নিউসাউথ উয়েলস এর মধ্যকার সিমান্ত বন্ধ হবে আজ।

যুক্তরাজ্যএ  প্রানহানি সোয়ালাখ ছাড়ানোর পর ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফর্নিয়া সহ ৩৯ রাজ্যে  ভিশন দ্রুততায় ছড়াচ্ছে কভিড ১৯।

মহামারীর এ পর্যায়ে দুদিনে নতুন সংক্রমণ সনাক্ত হচ্ছে লাখ খানেক করে শংকা এ হার অব্বাহত থাকলে
সিজ্ঞিরি হাসপাতাল গুলোর ধারন ক্ষমতার বাইরে চলে যাবে রোগীর সংখা।

এদিকে ক্রমাগত রুপ পরিবর্তন কারি ভাইরাসটি হাছি, কাশির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছারাও এখন ছড়াচ্ছে বাতাসের মাধ্যমেও।

শুরুতে এটি কেবল ধারনাতে থাকলেও এখন এটি ৩২ দেশের আরাইশো গবেষনায় নিশ্চিত হয়েছে, এ তথ্য।

আরিয়াত জাহান মরিয়ম /টাইম অফ বিডি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com