এক নজরে দেখে নিন মুসলিম মুমিন কাফির মুনাফিক এর পরিচয় বৈশিষ্ট্য এবং পুরুষ্কার & শাস্তি সম্পর্কে
আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ মায়ায় ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মায়ায় ভালো আছি।
আজকে অনেক গুলো প্রশ্নো এবং এর সংজ্ঞা এবং পার্থক্য এবং এর বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করি।
মুমিন ও মুসলমানের পার্থক্য | মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি ও কি কি | মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি
মুমিন ও মুসলিম এ দুটির মধ্যে মৌলিক দৃষ্টিগত কিছু পার্থক্য রয়েছে । মুমিন শব্দটি এসেছে ইমান শব্দ হতে । ইমানের যে দাবি গুলো আছে, যেমন কালেমা নামাজ রুজা হজ্ব জাকাত ইসলামের আদেশ নিষেধ যা আছে সেগুলো যিনি পরিপূর্ণরূপে পালন করেন, তিনি হলেন মুমিন।অন্যদিকে মুসলিম শব্দ এসেছে ইসলাম শব্দ হতে । ইসলামের দাবিগুলো যিনি পূরণ করেন, তিনি হলেন মুসলিম।
মুনাফিকের বৈশিষ্ট্য গুলোঃ
যারা নিফাকি করে তাদেরকেই মুনাফিক বলা হয়। নিফাকি ২ রকম ভাবে হতে পারে, ১- বিশ্বাসের নিফাকি অর্থাৎ বাহিরে দেখাবে সে মুসলিম কিন্তু অন্তরে সে আল্লাহ ও তার বিধানকে ঘৃণা করে।এ বেক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে।শুধু তাই নয় ইসলামের অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র কোন বিধানকে যে অপছন্দ করবে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে।সুতরাং সাবধান হওয়া উচিত ঐ মানুষদেরও যারা দাঁড়ি, মাথা ঢেকে রাখার রুমাল বা ইসলামের যে কোন জিনিষকে অপছন্দ করে।
২- আমল বা কর্মের নিফাকি। মুসলিমদের মধ্যে বেশিরভাগ মানুষ এই নিফাকিতে জড়িত।
রাসুল (সাঃ) বলেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকবে সে খাটি মুনাফিক। আর যার মধ্যে এ ৪টি স্বভাবের কোন একটি থাকবে তার মধ্যে নিফাকের একটি স্বভাব থাকবে যে পর্যন্ত না সে তা পরিহার করে।স্বভাব ৪টি হল, ১- তার কাছে কোন আমানত রাখা হলে, সে আমানতের খিয়ানত করে। ২- যখন সে কথা বলে, মিথ্যা বলে। ৩- যখন ওয়াদা বা চুক্তি করে, তখন তা ভঙ্গ করে। ৪- আর যখন ঝগড়া-বিবাদ করে, তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে।(বুখারি, মুসলিম)
আপনি বিচার করুন, আপনার মধ্যে মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য রয়েছে।
মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত
মুসলিম এবং অমুসলিম এর মধ্যে পার্থক্যকারী এবাদত হলো নামাজ।
মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য | মুমিন ও মুনাফিকের পার্থক্য | কাফেরদের বৈশিষ্ট্য | কাফের কাকে বলে
মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্যঃ
একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে যেসকল পার্থক্য থাকবে তা হলো,
মুসলমান কালেমা পড়ে তার উপর বিশ্বাস স্থাপন করবে, অন্যদিকে কাফের তাতে বিশ্বাস করবেনা এক আল্লাহর উপর।
একজন মুসলমান আল্লাহর সকল আদেশ মেনে চলবে অন্যদিকে কাফের তা মেনে চলবেনা।
একজন মুসলমান এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে অন্য দিকে একজন কাফের তা হবেনা।
একজন মুসলমান নামাজ পড়বেন অন্যদিকে কাফের নামাজ পড়বে না।
একজন মুসলমান কোরআন এবং হাদিসে যা করতে নিষেধ করা হয়েছে তা করবেনা অন্য দিকে একজন কাফের তা মানবেনা।
মুমিন ও মুনাফিকের পার্থক্যঃ
মুমিন এবং মুনাফেক এর মধ্যে অনেক গুলো পার্থক্য রয়েছে। তারমধ্যে অন্যতম কিছু পার্থক্য নিচে দেয়া হলো,
মুমিন নিফাকি করবেনা, অন্যদিকে মুনাফিক নিফাকি করবে।
মুমিন কথার খেলাপ করবেনা অন্যদিকে মুনাফিক কথার খেলাপ করবে।
মুমিন আমানতের খেয়ানত করবেনা, অন্যদিকে মুনাফিক আমানত রক্ষা করবেনা।
মুমিন মিত্যে বলবেনা, অন্যদিকে মুনাফিক কথায় কথায় মিথ্যে বলবে।
মুমিন ঝগড়ায় খারাপ গালিগালাজ করবেনা, অন্যদিকে মুনাফিক জগড়ায় খারাপ গালাগালি করবে।
কাফেরদের বৈশিষ্ট্য | কাফের কাকে বলে
যে আল্লাহক, কোরআন এবং হাদিসকে মানবেনা সে হলো কাফের। আরো ভালো ভাবে বলতে গেলে যে ইসলাম ধর্মকে অবিশ্বাস করে সেই হলো কাফির।
কাফিরের বৈশিষ্ট্যঃ কাফির এক আল্লাহকে বিশ্বাস করেনা।
কাফির কোরআন এবং হাদিসকে মানেনা।
কাফির আল্লাহর আদেশ মান্য করেনা।
কাফির আল্লাহর নিষেধ মেনে চলেনা।
কাউকে মুনাফিক বলা | মুনাফিক থেকে বাচার উপায় | মুনাফিকের নামাজ | মুশরিকের পরিচয়
যাকে তাকে মুনাফিক বলা যাবেনা। যার মাঝে মুনাফিকের লক্ষন থাকবে কেবল থাকেই মুনাফিক বলা যাবে। যার মাঝে মুনাফিকের লক্ষন নেই থাকে মুনাফিক বললে গুনাহ এর কাজ হবে।মুনাফিক থেকে বাচার উপায়ঃ
মুনাফিক থেকে বাচার উপায় হলো,
সথ্য কথা বলা সব সময়।
ওয়াদা করলে তা রক্ষা করা।
আমানত এর রক্ষা করা।
মানুষকে গালাগালি না করা ইত্যাদি।
মুশরিকের পরিচয়ঃ
মুসরিক অর্থ হলো এক আল্লাহর সাথে অংশীদার করা। যিনি এক আল্লাহর সাথে কিছুর অংশীদার করেন তিনি হলে মুশরিক।
মুনাফিকের শাস্তি |মুনাফিক চেনার উপায়
আল্লাহ তা’লা বলেন
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ ﴿145﴾ سورة النساء
নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।(সূরা নিসা-আয়াত ১৪৫)
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ ﴿145﴾ سورة النساء
নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।(সূরা নিসা-আয়াত ১৪৫)
মুনাফিক চেনার উপায়ঃ
মুনাফিকদের চিনার উপায় গুলো উপরে আলোচনা বিস্তারিত করা হয়েছে।
টাগঃ মুমিন ও মুসলমানের পার্থক্য, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি ও কি কি, মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি, মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন ও মুনাফিকের পার্থক্য, কাফেরদের বৈশিষ্ট্য, কাফের কাকে বলে, কাউকে মুনাফিক বলা, মুনাফিক থেকে বাচার উপায়, মুনাফিকের নামাজ, মুশরিকের পরিচয়, মুনাফিকের শাস্তি, মুনাফিক চেনার উপায়