জাতীয়_বাজেট ২০২৪-২০২৪ | জাতীয় বাজেট | জাতীয় বাজেটের সকল তত্ত্ব

Admin
0

জাতীয়_বাজেট ২০২৪-২০২৪ | জাতীয় বাজেট  | জাতীয় বাজেটের সকল তত্ত্ব  

#শেয়ার_করতে_ভুলিও_না #একটি_প্রশ্ন_কমন_থাকবেই

#যততম_বাজেট- ৪৯ তম ( একটি অন্তবর্তীকালীন বাজেট সহ ৫০ তম বাজেট)

#ঘোষকঃ অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল

#স্লোগান- ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

#বাজেট_উপস্থাপন_করা_হয়ঃ ১১ জুন ২০২৪।

#সংসদে_পাস_হবে ৩০ জুন ২০২৪।

#কার্যকর_হবেঃ ১ জুলাই ২০২৪ থেকে।

#বাজেটের_আকার- ৫,৬৮,০০০ কোটি টাকা (পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা), এটি জিডিপির ১৯.৯ শতাংশ।

#জিডিপির_আকারঃ ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা।

#করমুক্ত_আয়সীমাঃ ৩,০০,০০০টাকা (পুরুষ) এবং  মহিলা ৩,৫০,০০০ টাকা। 

(এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ।)

#রাজস্ব_আয়ের_লক্ষ্যমাত্রাঃ  ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা। এটি জিডিপির ১৩ দশমিক ১ শতাংশের সমান।

#রাজস্ব_ঘাটতিঃ ১ লক্ষ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা। ( যা জিডিপির ৬ শতাংশ)

#জিডিপির_প্রবৃদ্ধির_হারঃ ৮.২%

#মুদ্রাস্ফিতির_হারঃ ৫.৪%

#বার্ষিক_উন্নয়ন_কর্মসূচীতে_ব্যায়ঃ  ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। 

#বাজেটে_আয়ের_লক্ষ্যমাত্রাঃ  ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা।

#সর্বোচ্চ_বরাদ্ধঃ জনপ্রশাসন খাতে; এক লাখ ৮০ হাজার ৭৫০ কোটি টাকা।

জাতীয়_বাজেট ২০২৪-২০২৪ | জাতীয় বাজেট  | জাতীয় বাজেটের সকল তত্ত্ব  


★করোনা মোকাবিলায় #জরুরী বরাদ্দঃ ১০ হাজার কোটি টাকা।

অর্থের উৎসঃ

১. এনবিআর থেকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

২. কর বহির্ভুত আয় ৩৩ হাজার কোটি টাকা।

৩. এনবিআর বহির্ভুত আয় ১৫ হাজার কোটি টাকা।

৪. ব্যাংক থেকে ৮৫ হাজার কোটি টাকা (আগের দ্বিগুন)।

৫. সঞ্চয়পত্র ও অন্যান্য মিলিয়ে ২৫ হাজার কোটি টাকা।

৬. বিদেশি ঋণ থেকে ৭৬ হাজার কোটি টাকা।

আরো কিছু গুরুত্বপুর্ণ তথ্য যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারেঃ

 ★স্বাস্থ্যখাতে বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

★রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

★পদ্মাসেতুতে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

★পরিবহন ও যোগাযোগ খাতের জন্য মোট ৬৪ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

★বাজেটে ক্রীড়া খাতে ২৩৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

★নিত্যপণ্যের উৎসে আয়কর কমিয়ে ২ শতাংশের প্রস্তাব করা হয়েছে।

★ভাতার আওতায় আসবেন আরও সাড়ে ৩ লাখ বিধবা

★আরও ৫ লাখ দরিদ্র প্রবীণ আসছেন বয়স্ক ভাতার আওতায়

★বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য বাজেটে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে


জাতীয়_বাজেট ২০২৪-২০২৪ | জাতীয় বাজেট  | জাতীয় বাজেটের সকল তত্ত্ব  

★ স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে সর্বপ্রথম  বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ, ৭৮৬ কোটি টাকার।

★ বাংলাদেশে ১৯৯৬-১৯৯৭ অর্থবছরে দুইবার বাজেট ঘোষণা করা হয়। এই অর্থবছরের  প্রথম বাজেটটি ছিলো অন্তর্বতীকালীন বাজেট।

★সর্বোচ্চ ১২টি বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।

সবাইকে ধন্যবাদ।

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)