এইচ এস সি পরীক্ষা কবে হবে | এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে | এইচএসসি পরীক্ষা পেছাল | এইচএসসি পরীক্ষার খবর 2024

Admin
0
এইচ এস সি পরীক্ষা কবে হবে, এইচএসসি পরীক্ষা ২০২০ কবে হবে, এইচএসসি পরীক্ষা পেছাল, এইচএসসি পরীক্ষার খবর 2020


এইচ এস সি পরীক্ষা কবে হবে | এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে | এইচএসসি পরীক্ষা পেছাল | এইচএসসি পরীক্ষার খবর 2024

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের  এইচ.এস.সি পরীক্ষা নিয়ে জানাবো। আপনারা সবাই জানেন যে, আমাদের সবাই মাঝে এখন কিরকম পরিস্থিতি চলছে। আমরা সবাই ই এখন বিপদ এ আছি। আমাদের সাথে পিছিয়ে আছে আমাদের পড়ালেখা ও দীর্ঘদিন না পড়ে থাকার কারনে আমরা আগে যা যা পড়ছিলাম তাও প্রায় ভুলে গেছি। এতে আমরা পিছিয়ে আছি।

এইচ এস সি পরীক্ষা কবে হবে | এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে | এইচএসসি পরীক্ষা পেছাল | এইচএসসি পরীক্ষার খবর 2024

পুরো পৃথিবীতে প্রায় সব দেশে এ যে মহামারি টা চলছে তার জন্য আমাদের  পড়ালেখা ও বন্ধ। এছাড়া ও অনেকের আরো অনেক সমস্যা। এর জন্য পিছিয়ে গেছে আমাদের এইচ.এস.সি পরীক্ষা। এই মহামারি যতদিন শেষ না হয়, আমাদের পরিক্ষা হবে না। এর জন্য আমরা অনেক পিছনে। আল্লাহ তাড়াতাড়ি যেন এই মহামারি টাকে দূর করে দেন। তাহলে আবার সবকিছু চালু হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত এই মহামারি থেকে আমরা মুক্ত হয়ে যাব। আমাদের পড়ালেখা, পরিক্ষা সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। যদি এই মহামারী দূর না হয়, তাহলে দিনদিন সমস্যা বাড়তে এ থাকবে।তাই আমরা সবাই চাই যত তাড়াতাড়ি হোক এই মহামারির কবল থেকে মুক্ত হতে। আল্লাহ আমাদের সহায় হোন। আগের মতো সবকিছু ঠিক করে দিন। যাতে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার সাথে একমত আশা করি। কারন সবাই এর থেকে মুক্তি চায়। সবাই এ চায় এই মহামারি দূর হোক। এই মহামারি দূর হলে আমাদের এইচ.এস.সি পরিক্ষা ও চালু হবে, যেটায় আমরা পিছিয়ে পড়েছি।

এইচ এস সি পরীক্ষা কবে হবে | এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে | এইচএসসি পরীক্ষা পেছাল | এইচএসসি পরীক্ষার খবর 2024

তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আর সবাই চাই যেন এই মহামারি দূর হয়। আর এইচ.এস.সি পরিক্ষা চালু হয়। সাথে বাকি সবকিছু ও।
   খোদা হাফেজ।
টাগঃ এইচ এস সি পরীক্ষা কবে হবে, এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে, এইচএসসি পরীক্ষা পেছাল, এইচএসসি পরীক্ষার খবর 2024

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)