শবে মেরাজ কত তারিখে ২০২৩ | শবে মেরাজের রোজা কয়টি ও কবে ২০২৩ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

শবে মেরাজ কত তারিখে ২০২৩ | শবে মেরাজের রোজা কয়টি ও কবে ২০২৩

 শবে মেরাজ কত তারিখ ২০২৩ | শবে মেরাজ কত তারিখে ২০২৩

শবে মেরাজ কত তারিখ ২০২৩,  শবে মেরাজ কত তারিখে ২০২৩

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগণ আপনারা যারা শবে মিরাজ কত তারিখ ২০২৩ জানতে আমাদের ওয়েবসাইটে এসেছেন আপনাদেরকে জানাই স্বাগতম।শবে মেরাজ কত তারিখে ২০২৩ তা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

মেরাজ কত তারিখে হয়েছিল | শবে মেরাজ আরবি মাসের কত তারিখ

মেরাজ কত তারিখে হয়েছিল আপনারা যারা জানতে আগ্রহী তাদের জন্য এই পোস্ট টি। শবে মেরাজ আরবি মাসের কত তারিখ চলুন দেখে নেই।রজব মাসের ২৭ তারিখ শবে মেরাজ পালিত হয়। 

শবে মেরাজ কবে ২০২৩ বাংলাদেশ | ২০২৩ সালের শবে মেরাজ কত তারিখ?

শবে মেরাজ কবে ২০২৩ বাংলাদেশ বিস্তারিত বলা হয়েছে এই আর্টিকেলে। ২০২৩ সালের শবে মেরাজ কত তারিখ? যারা জানতে চান এই পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। 

আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৩ পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।

সোমবার সন্ধ্যায়, রাজধানীর বায়তুল মোকাররমে, ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শবে মেরাজের রোজা কয়টি | শবে মেরাজের রোজা কবে ২০২৩?

শবে মেরাজের রোজা কয়টি তা এই পোস্টে জানিয়ে দেওয়া হবে। তাহলে আসুন জেনে নেই শবে মেরাজের রোজা কবে ২০২৩?

শাইখুল ইসলাম তাকী উসসানী দা.বা. ব‌লেছেন : "বি‌শেষপদ্ধ‌তি‌তে এ‌ রাত উদযাপ‌নের কো‌নো ভি‌ত্তি নেই। এ রা‌ত ইবাদ‌তের ইহ‌তেমাম করা বিদআত। এ‌টি য‌দি ফযীল‌তের রাত হ‌তো, তা হ‌লে নবী‌জি আমা‌দের সেটা অব‌হিত কর‌তেন। অথচ পঞ্চম নববী স‌নে তি‌নি মেরাজ গমন ক‌রেছেন। এরপর তি‌নি আরও ১৮বছর বেঁ‌চে ছি‌লেন; কিন্তু তি‌নি এক‌টি বা‌রের  জন্য তা পালন ক‌রেন‌নি। 

"এরপর সাহাবা‌য়ে কেরাম আরও একশ' বছর বেঁ‌চে ছি‌লেন, তাঁদের ম‌ধ্যেও এমন কিছু পালন কর‌তে দেখা যায়‌নি। বরং কো‌নো কো‌নো অ‌তি উৎসাহী লোক এ তা‌রি‌খে রোযা রে‌খে‌ছে ব‌লে সংবাদ পে‌য়ে হযরত উমর রা‌যি. খ‌ুব ক্রোধা‌ন্বিত হ‌য়ে‌ছেন। এবং ‌লোক‌দের‌কে প্রকা‌শ্যে খে‌তে বাধ্য করে‌ছেন।" (ইসলাহী খুতুবাত, প্রথম খন্ড)

কা‌জেই এ রা‌তে স্বাভা‌বিক জীবনযাপন ক‌রি। অ‌তি উৎসা‌হে গোনাহ কামাই না-ক‌রি। আল্লাহ আমা‌দের‌কে সুন্নত আঁক‌ড়ে ধরার এবং বিদআত প‌রিহার করার তাওফীক দিন।

Tags: শবে মেরাজ কত তারিখ ২০২৩,শবে মেরাজ কত তারিখে ২০২৩, মেরাজ কত তারিখে হয়েছিল, শবে মেরাজ আরবি মাসের কত তারিখ, শবে মেরাজ কবে ২০২৩ বাংলাদেশ, ২০২৩ সালের শবে মেরাজ কত তারিখ? শবে মেরাজের রোজা কয়টি, শবে মেরাজের রোজা কবে ২০২৩?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url