২০২৩ সালের পহেলা রমজান কত তারিখ | পহেলা রমজান কত তারিখে ২০২৩ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

২০২৩ সালের পহেলা রমজান কত তারিখ | পহেলা রমজান কত তারিখে ২০২৩

পহেলা রমজান ২০২৩,পহেলা রমজান ২০২৩,পহেলা রমজান কত তারিখে,২০২৩ সালের পহেলা রমজান কত তারিখ,পহেলা রমজান 2023,পহেলা রমজান কবে,পহেলা রমজান,পহেলা রমজান কত তারিখে ২০২৩

    পহেলা রমজান ২০২৩

    রমজান মোবারক হচ্ছে একটি শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তা সাধারণ ইসলাম ধর্মের রমজান মাসের প্রথম দিনে একজন মুসলিম অন্য একজন মুসলিমকে রমজান মোবারক বা রামাদান মোবারক শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। যেদিন থেকে আমাদের প্রথম রমজান শুরু হবে সেদিনই শুভেচ্ছা বার্তা সকলে বিনিময় করে থাকবে.২০২৩ সালে ৩রা এপ্রিল বা হিজরী সনের রমজান মাসের প্রথম তারিখে সিয়াম পালনের রামাদান মোবারক হিসেবে অভিহিত করা হয়। আর এই রমজান মোবারক শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধর্মপ্রাণ মুসলিম গ্রহণ বিভিন্ন ধরনের পিকচার বা ছবি ডিজাইন করে একজন আরেকজনের কাছে আদান-প্রদান করে। এবং সুন্দর সুন্দর বার্তা লিখে একজন আরেকজনের কাছে আদান-প্রদান করার মধ্যে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন সুন্দর করে তুলে।

    পহেলা রমজান ২০২৩

    আমরা জানি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে সাধারণত পশ্চিমা দেশগুলো ও মধ্য প্রাচ্যের তুলনায় একদিন পরে ধর্মীয় আচার ও অনুষ্ঠানগুলো পালিত হয়ে থাকে। সেক্ষেত্রে, আমরা মুন পইজ বা মুন গেইন্ট ওয়েবসাইট এর তথ্য পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে, মার্চ ২০২৩ এ পবিত্র শাবান মাসের চাঁদ পূর্ণরূপ ধারন করবে। সে হিসেবে ৭ মার্চ ২০২৩ হবে শাবান মাসের ১৫ তারিখ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশে ও এশিয়ার কিছু দেশে শবে বরাত উদযাপন করা হয়ে থাকলে তা হবে ৭ ফেব্রুয়ারি ২০২৩। ২০২৩ সালের রোজা ২৩ মার্চ ২০২৩ ইংরেজির ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরু হবে।

    পহেলা রমজান কত তারিখে

    ২০২৩ সালে রমজান ২৩ মার্চ থেকে শুরু হয়ে ২৯ দিন পূর্ণ হতে পারে।

    ২০২৩ সালের পহেলা রমজান কত তারিখ

    গত ৭ নভেম্বর সাম্ভব্য এ তারিখ জানিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সিয়াম সাধনার পবিত্র এ মাসটি শুরু হতে (৭ নভেম্বর থেকে) বাকি আর মাত্র ১৩৫ দিন। আরবি মাসগুলো যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল তাই আগামী বছরের (২০২৩) ২২ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২৩ মার্চ থেকে প্রথম রোজা শুরু হবে।

    পহেলা রমজান 2023

    আমরা জানি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে সাধারণত পশ্চিমা দেশগুলো ও মধ্য প্রাচ্যের তুলনায় একদিন পরে ধর্মীয় আচার ও অনুষ্ঠানগুলো পালিত হয়ে থাকে। সেক্ষেত্রে, আমরা মুন পইজ বা মুন গেইন্ট ওয়েবসাইট এর তথ্য পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে, মার্চ ২০২৩ এ পবিত্র শাবান মাসের চাঁদ পূর্ণরূপ ধারন করবে। সে হিসেবে ৭ মার্চ ২০২৩ হবে শাবান মাসের ১৫ তারিখ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশে ও এশিয়ার কিছু দেশে শবে বরাত উদযাপন করা হয়ে থাকলে তা হবে ৭ ফেব্রুয়ারি ২০২৩।

    পহেলা রমজান কবে

    ঈদুল ফিতর বা রোজার ঈদ কবে হবে এটি মূলতঃ নির্ভর করে রোজা ত্রিশ টা হবে না ঊন্ত্রিশ টা হবে তার উপর ভিত্তি করে। কারণ হিজর সনের মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। আমরা জানি, ২০২২ সালে রমজান বা রোজা ২৯ টা পালন করে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে এবং ২০২৩ সালের শাবান মাসের চাঁদ ২৯ দিনে পূর্ণ হয়েছে বিধায় ২০২৩ সালের রমজান মাস ৩০ দিনের হবে বলে ধারণা করতে পারি। এক্ষেত্রে পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদয় সাপেক্ষে আগামী ২২ এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশে ঈদুল ফিতর বা রোজার ঈদ ২০২৩ পালিত হবে।

    পহেলা রমজান

    রমজান মাস বা আরবি মাস গুলোর চাঁদ দেখার উপর নির্ভরশীল ২০২৩ সালের মার্চ মাসের ২২ তারিখ রাত্রে আকাশে চাঁদ দেখা গেলে ২৩ তারিখ(২৩ তারিখ ভোরে সাহারি খেতে হবে) থেকে থেকে রোজা শুরু হয়ে যাবে

    পহেলা রমজান কত তারিখে ২০২৩

    ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার হতে দেখা যায় ২৩ মার্চ বৃহস্পতিবার পহেলা রমাদান সেহরির শেষ সময় ৪টা ৩৯ মিনিটে এবং একই দিন ইফতার পালিত হবে ৬টা ১৪ মিনিটে

    Tags: পহেলা রমজান ২০২৩,পহেলা রমজান ২০২৩,পহেলা রমজান কত তারিখে,২০২৩ সালের পহেলা রমজান কত তারিখ,পহেলা রমজান 2023,পহেলা রমজান কবে,পহেলা রমজান,পহেলা রমজান কত তারিখে ২০২৩

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url