ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত
ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক আজকে আপনাদের জানাবো ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত সম্পর্কে।
যেহেতু জানাযার নামাজ মৃত ব্যক্তির নাজাত ও মাগফিরাতের জন্য পড়া হয়, তাই আমাদের জানাযার নামাজের সঠিক নিয়ত সম্পর্কে জানা উচিত। ইমামের পিছনে জানাজার নামাজের নিয়তঃ-
নাইয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবায়া তাকবীরাতি ছালাতিল জানাযাতি ফারদ্বিল কিফায়াতি আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবিয়্যি ওয়াদ্দুয়াউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলাজিহাতি কা’আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
এখানে নিয়তে ‘লেহাযাল মাইয়্যেতে’ পুরুষ/ছেলে লাশ হলে পড়তে হবে, আর লাশ নারী/মেয়ে হলে ‘লেহাযিহিল মাইয়্যেতে’ বলতে হবে।
অর্থ: আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে ফরজে কিফায়া জানাযার নামায চার তাকবীরের সাথে এই ইমামের পিছনে আরম্ভ করলাম, আল্লাহু আকবার।
Tags: ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত নিয়ত