বাংলাদেশের কোন জেলার ভাষা শুদ্ধ | বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা কোন জেলা

    বাংলাদেশের কোন জেলার ভাষা শুদ্ধ

    বাংলাদেশের কোন জেলার ভাষা শুদ্ধ

    আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক আপনারা যারা জানতে চান বাংলাদেশের কোন জেলার ভাষা শুদ্ধ আপনাদের জন্য আজকের এই লেখাটি।

    বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা কোন জেলা

    আজকে আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা কোন জেলার

    নানান অঞ্চলের ভাষার মাধুর্য নানান রকম। প্রতিটি আঞ্চলিক ভাষার রয়েছে ভিন্ন রকমের সৌন্দর্য।একেক জেলার ভাষার রয়েছে একেক ধরনের টান ও উচ্চারন।কিছু কিছু জেলার ভাষা খুবই বোধগম্য আবার কিছু কিছু জেলার ভাষা খুব জটিল। প্রতিটি ভাষায় রয়েছে অন্য রকমের মুগ্ধতা। 

    আমরা সিলেট জেলার দিকে যখন তাকাই তখন দেখতে পাই সিলেট জেলার ভাষা খুবই কষ্টসাধ্য। চট্টগ্রাম অঞ্চলের ভাষা সিলেট জেলার থেকেও জটিল । কবির ভাষায় বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে। [প্রমথ চৌধুরী]।চরণটি হাস্যকর হলেও বাস্তবতা এটাই বলে ভাষা আহত হয়েছে সিলেট জেলায়, নিহত হয়েছে চট্টগ্রামে।  

    পুরান ঢাকার ভাষায় রয়েছে অন্যরকম  বচনভঙ্গি। যা অন্যান্য জেলা থেকে অনেকটা ভিন্ন। অন্যদিকে আমরা দেখতে পাই যশোর খুলনা অঞ্চলের ভাষা অন্যান্য জেলার থেকে অনেকটা শুদ্ধ এবং সাবলীল। 

    সব অঞ্চলের ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় কুষ্টিয়া অঞ্চলের ভাষায় রয়েছে অন্য অঞ্চলের থেকে শুদ্ধতা। সেদিক থেকে কুষ্টিয়া জেলার মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশে বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে

    Tags: বাংলাদেশের কোন জেলার ভাষা শুদ্ধ,বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা কোন জেলা