২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস 2024 | ২১ শে ফেব্রুয়ারি নিয়ে শুভেচ্ছা বার্তা উক্তি বাণী এসএমএস কিছু কথা

Govt Education Blog
0

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা, বাংলা ভাষা নিয়ে উক্তি, ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, ২১ শে ফেব্রুয়ারি বাণী, ২১ শে ফেব্রুয়ারি উক্তি, ভাষা দিবস নিয়ে কিছু কথা, ২১ শে ফেব্রুয়ারি কি দিবস, ২১ শে ফেব্রুয়ারি

প্রিয় ভিজিটর জন্য আজকে থাকছে ২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস।এই পোস্ট হতে পেয়ে যাবেন ফেব্রুয়ারি উপলক্ষে স্ট্যাটাস। আপনি যদি একুশে ফেব্রুয়ারিতে কি স্ট্যাটাস দিবেন ভেবে থাকেন। এবং একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত স্ট্যাটাস সমূহ খুঁজতে আমাদের ওয়েবসাইটে আসেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আমাদের ওয়েবসাইটে রয়েছে একুশের ফেব্রুয়ারি সম্পর্কিত নানা ধরনের পোস্ট। 

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা বিনিময় কিভাবে করবেন তা যদি ভেবে থাকেন তাহলে এই পোস্টটি আশা করি আপনাদের উপকারে আসবে। 

বাংলা ভাষা নিয়ে উক্তি

বাংলা ভাষা নিয়ে উক্তি পেয়ে যাবেন এই পোস্ট হতে। 

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় করতে চান তাহলে এই পোষ্টটি আপনার জন্য। 

২১ শে ফেব্রুয়ারি বাণী

২১ শে ফেব্রুয়ারি বাণী নিয়ে এই পোস্ট টি সাজানো হয়েছে এই পোস্ট হতে আপনার পছন্দের একুশে ফেব্রুয়ারির বাণী খুঁজে নিতে পারেন। 

২১ শে ফেব্রুয়ারি উক্তি

২১ শে ফেব্রুয়ারি উক্তি নিচে দেওয়া হলঃ-

কবি অতুল প্রসাদ সেন এর ভাষায়-

‘ মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা’।

কবি আবদুল হাকিম মাতৃভাষা আগ্রাসনের ওপর একটি সার্থক কবিতা লিখেন,

‘যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’

সময়ে আলাউদ্দিন আল আজাদ শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে এক বিখ্যাত কবিতা রচনা করেন।

‘ইটের মিনার ভেঙ্গেছে, ভাঙুক
একটি মিনার গড়েছি আমরা চারকোটি পরিবার
বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণলেখায়।’

(আবদুল লতিফ)

‘ওরা আমার মুখের কথা
কাইরা নিতে চায়।
ওরা কথায় কথায় শিকল পরায়
আমার হাতে পায়।’

- মাশরাফি বিন মর্তুজা

শহীদদের প্রতি শ্রদ্ধাটা ফুল দিয়ে যেন শেষ না হয়ে যায়, শ্রদ্ধাটা মনের ভেতরে রাখা জরুরি। ইংরেজি যা বলতে হয় সেটা প্রয়োজনের খাতিরেই বলতে হয়। এরমানে এই না যে বেশি ইংরেজি বলাটা আমার জন্য ক্রেডিট।

- মাইকেল মধুসূদন দত্ত

ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!

২১ শে ফেব্রুয়ারি এসএমএস

২১ শে ফেব্রুয়ারি এসএমএস গুলো দেখে নিনঃ- 

ও মা কেমন করে ভুলি বল ২১শে ফেব্রুয়ারী?
আমার পরানে আজও তাদের সুর বাজে।
বুকের তাজা রক্তে যারা লিখে ছিল বাংলা ভাষা।
২১শে ফেব্রুয়ারী প্রভাতে ফুল দিয়ে ও মা পুরন হবে কি তাদের আশা?

যদি এই ভাষাটা না থাকত তবে এত কাব্য এত কবিতা কে লিখত। 
যদি এই ভাষাটা না থকত তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
 যদি এই ভাষাটা না থাকত তবে মাকে এত মধুর সুরে কে ডাকত। 
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে, 
বিন্নি ধানের খৈ ভাজে, 
খোকা তার কখন আসে কখন আসে।

ফেব্রুয়ারী ফেব্রুয়ারী বাংলা ভাষার মাস। বাংলা আমার মাতৃভাষা মিটাই মনের আশ।

রক্তে লিখা একটি দিন, নাম তার ২১শে ফেব্রুয়ারী। শ্রদ্ধায় আজ সিক্ত জাতী, জানাই মোরা ফুল দিয়ে প্রিতি। বাকি ৩৬৪দিন শহীদ মিনার কাটে যে অবহেলায়। আজ তুই জবাব দে মা, যাদের জন্য জবাফুল হল লাল। রক্ত তে ভেসেগেল বাংলার মাটি, ১দিন স্মরণ করে কি শোধ হবে, ৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।

আমরা ভুলিনি তোমাদের ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা। তোমাদের জানাই লক্ষ সালাম, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে গভীর শ্রদ্ধা। আর শুধুই বলি- আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।

বাংলাদেশের সোনার ছেলে, ভাষা শহীদের দল ।
জীবন দিয়ে এনে দেবো বাংলা ভাষার ফল ।
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি ।
সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।

যে ভাষার জন্য আমরা এতো হুন্নে , যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি … ?

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল ইংলিশ হিন্দি গানে ।

মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, মুক্ত বাংলা সবার আছে, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা ।

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

প্রান টা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান । কি মধুর বাংলা গানের শুর । মন ভরে যায়, যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায় । গর্ভে বুকটা ভরে যায় , তাদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য ।

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে ।

ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ ।

ভাষা দিবস নিয়ে কিছু কথা

ভাষা দিবস নিয়ে কিছু কথা আপনাদের জন্য আলোচনা করব 

আজ একুশ শতকের দ্বিতীয় দশকে বাংলাদেশে অপ-রাজনীতির অনাকাক্সিক্ষত কুফল মাতৃভাষা বাংলাকে বহন করতে হচ্ছে- মনে করি, তার প্রমাণ দেয়ার অপেক্ষা লাগে না। সর্বস্তরে বাংলাভাষা ব্যবহার করার নির্দেশ সরকারিভাবে জারি থাকলেও আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারি, ভালোবাসা না থাকলে, কূপমণ্ডূকতা আমাকে ঘিরে থাকলে, পুরনো শকুন আমাদের চোখ মুখ খামচে ধরে থাকলে সরকারি নির্দেশে কোনো কাজ হয় না। রক্ত দিয়ে ভাষা আন্দোলন হয়েছে, এক সাগর রক্ত দিয়ে, ত্রিশ লাখ শহীদ আর মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ হয়েছে, নতুন একটি দেশ হয়েছে, ভৌগলিক পরিবর্তন হয়েছে, বাঙালি শাসক পেয়েছি আমরা, সংবিধানে রাষ্ট্রের ভাষাবাংলা, প্রতিটি মানুষের মুখের ভাষা বাংলা অথচ আজও আমার দুঃখিনী বর্ণমালা আজও নীরবে নিভৃতে কাঁদে।

জানেন সবাই, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম বাংলা নয়। যা হওয়ার কথা ছিল। আমরা বিদেশে লেখাপড়া করতে গেলে যে দেশেই যাওয়া হোক না কেন, সেই দেশের ভাষা আগে রপ্ত করতে হয়। তাহলে আমাদের নয় কেন? এ প্রশ্ন আমি করতে পারি, আবার এও জানি এর উত্তর দেয়ার জন্য কেউ বসে নেই। নিশ্চিত মনে করি, অনান্তরিক বলে, যার যা দায়িত্ব, যে প্রতিষ্ঠানের যা করার কথা সেটা সময়মতো পালন করেনি বলেই আজ আমাদের এই বিড়ম্বনা। স্বাধীন হওয়ার পর বাংলাভাষার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘বাংলা একাডেমি’র উচিত ছিল- সর্বাগ্রে বিদেশি ভাষার পরিভাষা তৈরি করা। সাহিত্য, দর্শন, সমাজ-বিজ্ঞানসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে তামাম প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের অনুবাদ প্রকাশ করা এবং বাংলাভাষায় প্রয়োজনীয় বিদেশি গ্রন্থের জোগান দেয়া। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ করছি, বাংলা একাডেমি সে দায়িত্বটি ঠিক মত পালন করছেনা। সারা দেশে শিক্ষা দান পদ্ধতি ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এফএম রেডিও, বেসরকারি চ্যানেল, টেলিভিশনসহ সব ক্ষেত্রে বিকৃত বাংলাভাষার ব্যবহার দৃষ্টি-শ্রুতিকটুভাবে বেড়েছে।

ফলে, আমাদের বাংলাভাষার দুর্দিন ‘করোনাভাইরাস’-এ পরিণত হওয়ার আগে প্রতিটি শিক্ষিত সচেতন বাংলা ভাষাভাষীর মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। যদি ইংরেজি লিখতে গিয়ে বানান, শব্দ, বাক্য গঠন ভুল না হয়, তাহলে আমার মাতৃভাষা বাংলার ক্ষেত্রেও যেন তা হয়। চাই সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার। না হলে, যাদের আত্মত্যাগে আজ আমরা বিশ্বের দরবারে আলাদা জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছি, তাদের অপমান হয়। ভাষার মূল্যকে যদি আমরা মূল্য না দিই তাহলে নিঃসন্দেহে আমরা অকৃতজ্ঞ জাতি বলে বিবেচিত হব।

২১ শে ফেব্রুয়ারি কি দিবস | ২১ শে ফেব্রুয়ারি

২১ শে ফেব্রুয়ারি কি দিবস সেটা কি আপনি জানতে চান। ২১ শে ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Tags: ২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা, বাংলা ভাষা নিয়ে উক্তি, ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, ২১ শে ফেব্রুয়ারি বাণী, ২১ শে ফেব্রুয়ারি উক্তি, ভাষা দিবস নিয়ে কিছু কথা, ২১ শে ফেব্রুয়ারি কি দিবস, ২১ শে ফেব্রুয়ারি

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)