shab e barat 2023 date in bangladesh | shab e barat 2023 | lailatul barat 2023 - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

shab e barat 2023 date in bangladesh | shab e barat 2023 | lailatul barat 2023

     shab e barat 2023 | sobe borat 2023

    shab e barat 2023, sobe borat 2023

    shab e barat 2023, sobe borat 2023 ইত্যাদি লিখে সার্চ করে যারা আমদের ওয়েবসাইটে এসেছেন এই পোস্ট টি আপনাদের জন্য। শবে বরাত হলো ইসলামী ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ রাত এবং এটি শাবানের মাঝামাঝি (শাবানের ১৪  এবং 15 তারিখের মধ্যবর্তী রাতে) উদযাপিত হয়। এ কারণেই একে নিসফ শাবান বলা হয়। এই বরকতময় রাত ১৪ শাবানের সূর্যাস্তের সময় শুরু হয় এবং ১৫ শাবানের ভোরে শেষ হয়।

    2023 shab e barat date | lailatul barat 2023

    2023 shab e barat date জানতে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। lailatul barat 2023 কবে হবে এই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 

    shab e barat 2023 bangladesh | shab e barat 2023 date

    হযরত আলা ইবনুল হারিস (রহ.) থেকে বর্ণিত, হযরত আয়েশা (রা.) বলেন, একবার রাসূলুল্লাহ (সা.) রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে, আমার ধারণা হল তিনি হয়ত মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা! অথবা বলেছেন, ও হুমাইরা, তোমার কি এই আশংকা হয়েছে যে, আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না, ইয়া রাসূলুল্লাহ। আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশংকা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবিজি জিজ্ঞেস করলেন, তুমি কি জান এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। রাসূলুল্লাহ (ক্ষ) তখন ইরশাদ করলেন,‘এটা হল অর্ধ শাবানের রাত (শাবানের চৌদ্দ তারিখের দিবাগত রাত)। আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।‘ [শুআবুল ঈমান, বাইহাকি ৩/৩৮২-৩৬৮]

    ইমাম শাফিঈ (রহঃ) এর মতেঃ

    "পাঁচটি রাত আছে যখন আল্লাহর কাছে দোয়া কবুল হয়। এগুলো হল (১) জুমার রাত, (২) ঈদুল ফিতরের আগের রাত, (৩) ঈদুল আজহার আগের রাত, (৪) প্রথম। রজবের রাত এবং (৫) নিসফ শাবানের রাত।shab e barat 2023 bangladesh বা shab e barat 2023 date ইংরেজী কত তারিখে তা এই পোস্টে জানিয়ে দিব। 

    shab e barat 2023 date in bangladesh

    shab e barat 2023 date in bangladesh হলো ২০২৩ মার্চ মাসের ৮ তারিখ রাতে আশা করা হচ্ছে। তবে এটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল। আশা করি এই তারিখটিত আপনারা সবাই বেশী বেশী ইবাদত করবেন।এমন সব নতুন নতুন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন। 

    Tags: shab e barat 2023, sobe borat 2023, shab e barat 2023 bangladesh, shab e barat 2023 date, 2023 shab e barat date, lailatul barat 2023, shab e barat 2023 date in bangladesh

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url