abc লাইসেন্স আবেদন, abc লাইসেন্স অনলাইন আবেদন - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

abc লাইসেন্স আবেদন, abc লাইসেন্স অনলাইন আবেদন

     abc লাইসেন্স অনলাইন আবেদন

    abc লাইসেন্স অনলাইন আবেদন

    আপনারা যারা abc লাইসেন্স অনলাইন আবেদন করতে চান বা করবেন কিভাবে তা জানতে চান তাহলে এই পোস্ট টি আপনাদের জন্য। আজকে আপনাদের  জন্য আলোচনা করবো abc লাইসেন্স অনলাইন আবেদন সম্পর্কে।

    a b c লাইসেন্স আবেদন

    সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সেকারনে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য ১৯১০ সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট-এর ৩৬ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো a b c লাইসেন্স আবেদন হিসেবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো দেয়া হয় A, B এবং C এই তিনটি ক্যাটাগরিতে যার কারনে এদেরকে ABC লাইসেন্স বলা হয়।

    A ক্যাটাগরি- হাই রেঞ্জ(440 voltage থেকে high range-এর কাজ)

    B ক্যাটাগরি- মধ্যম রেঞ্জ (220-440 voltage-এর কাজ)

    C ক্যাটাগরি- নিম্ন রেঞ্জ (up to 220 voltage-এর কাজ)

    আরেকটু পরিষ্কার করে বললে-

    C ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।

    B ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।

    A ক্যাটাগরিতে B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ ( সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ) ও অন্তর্ভুক্ত।

    এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়। তবে C বাদ দিয়ে B বা B বাদ দিয়ে A নেয়া সম্ভব না।

    a b c লাইসেন্স আবেদন এর জন্য যোগ্যতা:-

    একজন ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ার এই লাইসেন্সটি পেতে পারেন।

    abc লাইসেন্স আবেদন

    abc লাইসেন্স আবেদন করতে হলে  বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (website: http://www.eacei.gov.bd/ ) থেকে দেয়া হয়। বছরে ৪ বার এর সার্কুলার হয়।

    ইলেকট্রিশিয়ান ২ বার – মার্চ এবং অক্টোবর।

    সুপারভাইজার ও ঠিকাদার ২ বার – জুন এবং ডিসেম্বর।

    তবে এই লাইসেন্স অর্জনের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের website-এ।

    Tags: abc লাইসেন্স অনলাইন আবেদন, a b c লাইসেন্স আবেদন, abc লাইসেন্স আবেদন

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url