বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি - Time Of BD - Education Blog

For any Business Enquiry Contact Us


[ সবার আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ বই নোট সাজেশন ও অন্যান্য সেবা পেতে ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেইজ ও গ্রুপে ]

বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি

বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি


টাইম অফ বিডির প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশাকরি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। 

বন্ধুদের নিয়ে উক্তি | বন্ধু নিয়ে উক্তি

আমরা আজ আপনাদের মাঝে বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি খুঁজছেন তারাই পোস্টটি ভালো করে পড়ুন।

স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি 

আপনারাই পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি জানতে পারবেন। আমার লক্ষ্য করেছি আপনারা অনেকেই বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি লিখে সার্চ করছেন।

বন্ধু নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি

তাই আমরা আজ আপনাদের সুবিধার্থে এখানে বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি তুলে ধরেছি। আশা করি আমাদের আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে।বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি

বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি

বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়তে হবে।

জীবনে একজন সৎ বন্ধু পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো,
নিজে একজন সৎ বন্ধু হয়ে ওঠা।

বন্ধুত্ব মানে বোঝাপড়া, কোনো চুক্তি নয়।
বন্ধুত্ব মানে ক্ষমা করা, ভুলে যাওয়া

বন্ধুত্ব গিটারের তারের মতো…
একবার টিউনিং ঠিকঠাক হয়ে গেলে,
প্রতিটি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে…

একটা অপরিচিত মানুষ যখন আপন হয়,
তখন মনে হয় সে রক্তের সাথে মিশে আছে।
বন্ধুত্বের সম্পর্ক ঠিক এরকমই

সৎ হলে হয়তো তুমি অনেক বন্ধু পাবে না,
কিন্তু শ্রেষ্ঠ বন্ধুদেরকে চিনে নিতে পারবে…

সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়,
কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু

পার্থ্যক্য তো যে যার চিন্তা-ভাবনায়,
নইলে বন্ধুত্বও ভালোবাসার থেকে কম কিছু হয় না

“কিছু হয়নি”
শোনার পরেও,
“আরে বল না কি হয়েছে”
বলার মতো একজন বন্ধু প্রত্যেকের প্রয়োজন।

প্রেম মানে,
আমি তোমাকে ছাড়া বাঁচবো না….
আর,
বন্ধুত্ব মানে,
আমি থাকতে তোর কিছু হতে দেবো না…

ভালোবাসার জন্য কখনো নিজের বন্ধুত্বকে মরতে দিও না…
কারণ জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে,
ভালোবাসা নয়…

একটা কথা মানতেই হবে,
বন্ধুগুলো ছিলো বলেই
অনেক কঠিন মুহূর্ত
হাসিমুখে কাটিয়ে দিতে পেরেছি।

সেই প্রকৃত বন্ধু,
যে বন্ধুর চোখের প্রথম ফোটা জল দেখে…
দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে…
আর ৩য় ফোটা পরার আগে তা হাসিতে পরিনত করে…

সত্যিই মহান বন্ধু খোঁজা খুব মুশকিল,
তাকে ছেড়ে দেওয়াও খুব কঠিন,
আর তাকে ভুলে যাওয়া অসম্ভব।

প্রকৃত বন্ধুরা আমাদের কখনো পরে যেতে দেয় না,
না কারো নজরে, না কারো পায়ে…
এরকম বন্ধুদের যে কোনো মূল্যে ধরে রাখতে হয়..

বন্ধুরা তাদের ভালোবাসা দেখায়,
যখন আমরা সমস্যায় পড়ি…
যখন আমরা আনন্দে থাকি তখন নয়…
প্রকৃত বন্ধুত্ব এটাই….

জীবনে অনেক বন্ধু আসে আবার চলেও যায়,
কিন্তু যারা থেকে যায় তারা ভীষণ দামী

প্রিয় বন্ধুরা ঝগড়ার পর ক্ষমা চায় না,
তারা শুধুমাত্র একে অপরকে ততক্ষণ অবধি
খোঁচায় যতক্ষণ না একজন হেসে দেয়,
এবং সেখানেই সব ঝগড়া শেষ হয়ে রায়

সমুদ্র না থাকলে,
কিনারা কোন কাজের?
মজা না থাকলে,
জীবন কোন কাজের?
বন্ধুদের জন্য উৎসর্গ করেছি এই জীবন,
যদি বন্ধুই না থাকে তাহলে এই জীবন কোন কাজের?

“তুই চিন্তা করিস না,কিছু হবে তো আমরা সামলে নেবো…”
বন্ধুদের বলা এই একটা কথাই,
বড় থেকে বড় সমস্যার সম্মুখীন হতে সাহস জোগায়..

তোমার প্রকৃত বন্ধু সেই ব্যক্তি,
যে তোমার ভুলগুলোকে স্পষ্ট ভাষায় তোমাকে জানায়…
সে ব্যক্তি নয় যে তোমাকে খুশি করতে
তোমার ভুলগুলোকে সঠিক বলে সামনে তুলে ধরে…

যে তোমার অতীতকে বুঝেছে,
যে তোমার ভবিষ্যতে ভরসা করে,
এবং যে তোমার বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়েছে।
সেই প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য।

বিশাল সাগরে অসংখ্য ঢেউ‌‌ কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারেনা ।
তেমনি জীবনে অনেক বন্ধু আসে সবাই তোর মতো হতে পারেনা ।

বন্ধুরা জীবনে সেইসব স্মৃতি তৈরী করতে সাহায্য করে,
যেগুলো মনে করলে পরে নিজেই মনে মনে হেসে ওঠা যায়,

যত খারাপ মন নিয়েই তুমি বন্ধুদের সাথে দেখা করো না কেনো,
দিনের শেষে তারা এতটাই হাসাবে যাতে তোমার পেট ব্যাথা হয়ে যাবে…
জীবনে তোদেরকে পেয়ে সত্যিই আমি খুব খুশি…

বন্ধুদের সাথে আড্ডা গুলো,
জীবনের বড়ো আনন্দের মুহূর্ত,
যা কখনো ভুলে থাকা যায় না।

পুরোনো বন্ধুদের দৃঢ় বন্ধন,
একসাথে তৈরী করা সব ভালো-খারাপ স্মৃতি,
চেনা অচেনা মুখের মাঝে…
দূরত্বের ব্যবধানে,
আজ কথাবার্তা সব চ্যাটবক্সে বন্দী….

তুমি যত বড় হবে,
তত বুঝতে পারবে,
বন্ধুত্ব একটি আলাদা সম্পর্ক,
বন্ধু হারানো সত্যিই খুব কষ্টের…
কারণ প্রেমিক প্রেমিকা হারালে
তার দুঃখ কাটিয়ে ওঠা যায়,
কিন্তু বন্ধু হারালে তার দুঃখ
কাটিয়ে উঠতে সারাজীবন লেগে যায়…

কিছু মানুষ তোমাকে সবসময় অপমান করবে,
তোমার খারাপ সময়ে দুঃখ না পেয়ে
তোমাকে হাসানোর চেষ্টা করবে,
তোমার যত ভাবনাকে নিজের ভাবনা বানিয়ে নেবে,
এই মানুষগুলোকেই বন্ধু বলে।

একমাত্র বন্ধুই আছে যে সবসময় পাশে থাকবে,
জীবনের সব কথা একমাত্র সেই রাখবে,
প্রেম তো দুদিনের সম্পর্ক খারাপ সময়ে মুখ ঘুরিয়ে নিতে পারে,
প্রকৃত বন্ধু অপর বন্ধুকে দুঃখের সময় সামলে নেবে।

নিজের ওপর যদি ভরসা থাকে,
তাহলে ঈশ্বরও সাথে থাকবে।
যদি আপনজনদের প্রতি ভরসা থাকে,
তাহলে আশীর্বাদ সাথে থাকবে।
জীবনে কখনো হেরে যেও না,
যদি সমাজ সাথে নাও থাকে,
বন্ধুরা তোমার সাথে আছে…

দরকার কি অন্য কারো,
যার কাছে প্রকৃত বন্ধু আছে…
যারা সাথে থাকে যেকোনো পরিস্থিতিতে,
সে সমস্যা একটা হোক,বা হাজারটা….

ভালো বন্ধু হলো সেই…
যে আপনাকে আপনার
মায়ের মতোই যত্নে আগলে রাখবে,
পিতার মতো শাসন করবে,
বোনের মতো খুনসুটি,
ভাইয়ের মতো জ্বালাবে,
আর ভালবাসবে আপনার
প্রেমের মানুষের থেকেও বেশী।

পাগলামি, রাত জেগে আড্ডা এসবের জন্যই শুধু বন্ধুত্ব নয়…
বন্ধুত্ব মানে হলো যার সামনে কান্না করা যায়,
স্বপ্ন গুলো পূরণ করার জন্য যে সাহস জোগায়,
যার মনের কথা না বলতেই বোঝা যায় এবং সেও বুঝে নেয় মনের কথা…

বন্ধুদের স্থান জীবনে মা-বাবা র ঠিক পরেই,
যে কথা গুলো মা-বাবা র সামনে বলার সাহস হয় না,
সেগুলো শুনে আমাদের পাশে দাঁড়ায় একমাত্র বন্ধুরাই।

জীবনে সবাই তোমাকে ছেড়ে যাবে এক দিন,
বাবা-মা,পরিবার,স্ত্রী,সন্তান…
কিন্তু একমাত্র বন্ধু হলো সে,
যে কখনো তোমাকে ছেড়ে যাবে না,
যার সাথে গোপন থেকে গোপনতর কথা ভাগ করে নেওয়া যায়…

সব বন্ধু কাল সাপ নয়,
কিছু বন্ধু খুশিরও কারণ হয়…

একদিন রাধা-শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন,
প্রেম আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য কি ???
শ্রীকৃষ্ণ তখন হেসে বললেন…
প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হীরে,
সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায় কিন্তু হীরে নয়।

আমরা কেউই চুপচাপ স্বভাবের নয়,
আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে,
প্রচুর আড্ডা মারতে পারি,
কিন্তু সেটা সবার সাথে নয়,
কিছু বিশেষ বন্ধুর সাথে…
সেরকম বন্ধু জীবনে খুব কম
পাই বলেই চুপচাপ থাকি।
তাই সেরকম বন্ধু যদি তোমার জীবনে থাকে,
তাকে যত্ন করে আগলে রাখো…

বন্ধুত্বে অর্ধেক অর্ধেক ব্যাপারটা অনেক কিউট।
ফুচকা খেতে এই ধর তোর তিনটে আমার তিনটে,
চা খাবি?হাফটা খেয়ে আমাকে দিস,
ভাড়া দিবি?তুই যাওয়ারটা দে আমি আসার টা দেবো,
এক প্যাকেট কুরকুরে নিয়ে নে, দুজনে মিলে খেয়ে নেবো।
আমাদের প্রত্যেকের জীবনের এরকম বন্ধুত্বের অস্তিত্ব খুব দরকারী।

প্রকৃত বন্ধুরা তোমার সাথে ঝগড়া করে,
কিন্তু শুধু তোমাকে কষ্ট থেকে বাঁচাতে…
প্রকৃত বন্ধুরা তোমার কথা শোনে,
যখন তুমি মনের ভাব প্রকাশ করতে চাও…
প্রকৃত বন্ধুরা তখন খুশি হয় যখন তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও,
অন্যদের জন্য না…

কাছের বন্ধুরা হলো জীবনের সম্পদ…
কখনো কখনো তারা আমাদের থেকেও আমাদেরকে বেশি চেনে…
সততার সাথে এটা বলতে পারি,
তারা আমাদেরকে পথ দেখানোর জন্য এবং
আমাদেরকে সাহায্য করার জন্য সবসময় আছে…
আমাদের হাসি এবং কান্না ভাগ করে নেওয়ার জন্য আছে…
তাদের উপস্থিতি মনে করিয়ে দেয় সবসময় যে আমরা একা নই…

ভালোবাসা শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়,
এটি বন্ধুদের জন্যও,
যারা একে অপরকে প্রেমিক-প্রেমিকাদের থেকে বেশি ভালোবাসে…
একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া কঠিন,
ছেড়ে যাওয়া কষ্টকর,
এবং ভুলে যাওয়া অসম্ভব…

জীবন হলো একটা রেল স্টেশন।
আর ভালোবাসা হলো ট্রেন।
আসবে আবার চলে যাবে।
কিন্তু বন্ধুত্বটা হলো রেল লাইন,
যা চিরকাল থেকে যাবে!
হারাবে না কোন দিন।
একটা প্রেমী অথবা প্রেমিকা
থাকার চেয়ে একটা
ভাল বন্ধু থাকা অনেক ভাল।

বন্ধুত্ব সেটাই,
যা কুড়ি বছর পর দেখা হলেও,
ক্লাসরুমের সেই আড্ডাটার কথা মনে করিয়ে দেয়।
মনে করিয়ে দেয় টিফিন ভাগ করে খাওয়া,
ক্লাস চলাকালীন সেই দুষ্টুমি গুলো।
যে ভালোবাসা ছিলো নিখাদ।

স্বার্থপর ও বেইমান বন্ধু নিয়ে উক্তি
আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছু চিনেনা এবং এদেরকেই আমরা স্বার্থপর বধূ নাম চিনি। এই বেইমান ও স্বার্থপর বন্ধুদের উদ্যেশে আমরা আপনাদের জন্য কিছু স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি ও বেইমান বন্ধু উক্তি নিয়ে এসেছি।

জীবনটাকে যারা বানিয়েছে শ্মশান
করতে চাই তাদের অবসান
হয়েছি তাই আমি বেইমান

একটা অপরিচিত মানুষ যখন আপন হয়,
তখন মনে হয় সে রক্তের সাথে মিশে আছে।
বন্ধুত্বের সম্পর্ক ঠিক এরকমই হয়।

আবার যখন ভুলে যায়,
তখন মনে হয় সে অন্তরের গহীন থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে চলে গেছে।

যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে,
সুখের সময় কাছে থাকে,
সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে, সেই তোমার প্রকৃত বন্ধু।

আমি ইয়ার্কি মানি,
কিন্তু বন্ধুত্বের নামে হাজারটা অপমান করার পরে যারা বলে
“আরে ইয়ার্কি মারছিলাম” তাদের মানি না…
তোদের উদ্দেশ্যে একটাই কথা বলবো,
আগে অপমান ও ইয়ার্কির মধ্যে তফাৎ টা করতে শেখ,
তারপর নাহয় বন্ধু হবি…

কিছু মানুষকে বোঝা খুব কঠিন।
মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে।
মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু।
কিন্তু তা না!
তারা আসলে কারো জীবনে আপন হয়ে
আসে সবচেয়ে বড় ক্ষতিটা করবার জন্য!
তারা হচ্ছে বন্ধুরূপি শত্রু!!!!

ফ্রেন্ডলিস্টে থাকা সবাই কিন্তু ফ্রেন্ড নয়।
-কিছু আছে সি সি ক্যামেরা
-আর কিছু আছে সি আই ডি

নিজের বেস্টফ্রেন্ডটা যখন ইগনোর করে,
তখন পুরো পৃথিবীটাই অন্ধকার অন্ধকার লাগে…

সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে বন্ধু বটে কেউ কারো নয়।
স্বার্থপর এই দুনিয়াতে মন খারাপের সঙ্গী কেউ হতে চায় না।

Tag: বন্ধুদের নিয়ে উক্তি, বন্ধু নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, সার্থপর বন্ধু নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধু নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url