জাতীয় পতাকার ছবি, bharat jatiyo potaka photo, ভারতের জাতীয় পতাকার সকল তথ্য ২০২৩
জাতীয় পতাকা কিসের প্রতীক | jatiyo potaka | bharat jatiyo potaka | bharat jatiyo pataka
জাতীয় পতাকা কিসের প্রতীক, jatiyo potaka, bharat jatiyo potaka, bharat jatiyo pataka৷ ইত্যাদি লিখে যারা আমাদের ওয়েবসাইটে এসেছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা?একটি দেশের জাতীয় পতাকা সেই দেশের প্রতিনিধিত্ব করে। একটি স্বাধীন সার্বভৌম দেশের রয়েছে একটি সুন্দর জাতীয় পতাকা। একটি দেশের জাতীয় পতাকা সে দেশে সর্বোচ্চ মর্যাদা পায়। স্কুল, কলেজ ও বিভিন্ন ধরনের অসামরিক, সামরিক ভবনে পতাকা উত্তোলন করা হয়। একটি দেশের জাতীয় পতাকা অবশ্যই সম্মানজনকভাবে উত্তোলন করতে হবে এবং পতাকা উত্তোলনের কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে। জাতীয় পতাকার সাথে যখন অন্য পতাকার সাথে উত্তোলন করা হবে তখন জাতীয় পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় উত্তোলন করতে হবে এবং সব শেষে নামাতে হবে। এছাড়া জাতীয় পতাকা কখনোই ছেঁড়া যাবে না। অসম্মানজনকভাবে ওড়ানো যাবে না।
কোনো জাতীয় পতাকাকে উল্টোভাবে ওড়ানো যাবে না। কোনো দেশের পতাকা উল্টো করে টাঙানো মানে ভয়ংকর সমস্যা। কোনো দেশের প্রতি ধিক্কার অথবা প্রতিবাদ করতে উল্টো পতাকা টাঙানো হয়।
ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম দেশ। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশ শাসনতন্ত্রের পতন ঘটিয়ে পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে জায়গা করে নেয়। দেশটির সরকারি নাম 'ভারত প্রজাতন্ত্র'। এই দেশের রয়েছে নিজস্ব ভূখণ্ড, নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং একটি নিজস্ব পতাকা। ভারতে এই পতাকাটিকে বলা হয় "তেরঙা"।
ভারতের পতাকার ছবি | ভারতের পতাকা ছবি | jatia pataka photo
ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় | ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময়
ভারতের জাতীয় পতাকা ভারতের স্বাধীনতা দিবসের পরেরদিন অর্থাৎ ১৯৪৭ সালের ১৬ ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লায় উত্তোলন করেন।
jatia pataka | jatia pataka colour
ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে ২৪টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত ভারতীয় গেরুয়া, সাদা ও ভারতীয় সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। গেরুয়া ত্যাগ এর প্রতীক, সাদা সত্য ও শান্তির প্রতীক, সবুজ বিশ্বাস ও প্রগতির প্রতীক। মাঝখানে নীল অশোক চক্র ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসেবে গৃহীত হয়।
ভারতের জাতীয় পতাকার মাপ কি অনুপাতে হওয়া উচিত
ভারতের জাতীয় পতাকা আয়তাকার। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২। ভারতীয় নিয়ম অনুযায়ী খাদি কাপড় দিয়ে পতাকা তৈরি করতে হয়। ভারতীয় মানক ব্যুরো জাতীয় পতাকা উৎপাদন পদ্ধতি ও শর্তাবলি নির্ধারণ করে।
জাতীয় পতাকার রূপকার কে
Tags: জাতীয় পতাকার ছবি, জাতীয় পতাকা ছবি, jatiyo potaka, bharat jatiyo potaka, bharat jatiyo pataka, জাতীয় পতাকা কিসের প্রতীক, জাতীয় পতাকার রূপকার কে, jatia pataka, jatia pataka colour, ভারতের জাতীয় পতাকার মাপ কি অনুপাতে হওয়া উচিত, ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়, ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময়, ভারতের পতাকার ছবি, ভারতের পতাকা ছবি, jatia pataka photo