কবুতর - কবুতরের ইংরেজি নাম, জাত এবং ছবি free download 2023
কবুতর | কবুতর ইংরেজি কি | কবুতরের নাম | হুমা কবুতর, বাংলা কবুতর | রেসার কবুতরের দাম
কবুতর, কবুতর ইংরেজি কি, কবুতরের নাম, হুমা কবুতর, বাংলা কবুতর, রেসার কবুতরের দাম ইত্যাদি লিখে যারা আমাদের ওয়েবসাইটে এসেছেন তাদেরকে স্বাগতম। কবুতর পৃথিবীর একটি অন্যতম জনপ্রিয় পাখি। কবুতরের বৈজ্ঞানিক নাম Columba livia domestica এবং কবুতরের ইংরেজি নাম Pigeon। এটি Chordata পর্বের Vertibrata উপপর্বের প্রাণী। পৃথিবীতে প্রায় ২০০ জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় ৩০ প্রকৃতির কবুতর রয়েছে। প্রাচীনকালে কবুতর বার্তাবাহক হিসেবে ব্যবহার করা হতো। তবে বর্তমানে কবুতরের মাংস ও ডিম খাওয়া অথবা শখের বসে অনেকে কবুতর পালন করে থাকে। বিভিন্ন জাতের কবুতরের মধ্যে গোল্লা, গিরিবাজ, জালালি, বাঘা, চুইনা, কাগজি, হোমার, সিরাজী, লাহোরী, কিং, প্রিন্স, লালগলা, সবুজ গলা, লাক্ষা ইত্যাদি।
যে যে কারণে কবুতর পালা হয়ঃ
1. কবুতরের মাংস, ডিম খাওয়ার জন্য
2.শখ ও সৌন্দর্যের জন্য
3.হাইফ্লাইং ও রেসিং এর জন্য
রেসিং এর কবুতর কী?
কবুতরের ব্রিডিং এর মাধ্যমে উন্নত জাত তৈরি করে সেটিকে মাসের পর মাস প্রশিক্ষণ দিতে হয়। রেসিং বলতে মূলত বাজি ধরে কবুতরকে এা স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। ২০-২০০ কিলোমিটার পাড়ি দিয়ে যার কবুতর আগে ফিরে আসতে পারে তাকেই বিজয়ী হিসেবে ধরা হয়। আর একেকজন এই কবুতরের উপর বাজি রাখে হাজার হাজার টাকা। অতি প্রাচীনকাল থেকেই রেসিং এর প্রচলন ছিল তবে বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এটি হয়েছে অন্যতম জনপ্রিয় খেলা। আমাদের দেশে প্রতিবছর শীতকালে বিভিন্ন সংগঠন রেসের আয়োজন করে থাকেন। হোমার জাতের কবুতর বা রেসার কবুতর একটি সংকর জাতের কবুতর। রেসের কবুতর অনেক উচ্চমূল্যে বিক্রি করা হয়। তবে এখনো পর্যন্ত ১৬ কোটি টাকা মূল্যেও রেসের কবুতর বিক্রি করা হয়েছে বলে সর্বোচ্চ রেকর্ড। আপনাদের সুবিধার্থে আমরা কবুতরের ছবি দিয়ে দিচ্ছি।
কবুতর ছবি
এটি জালালি কবুতর। বা়ংলাদেশের সিলেটের ঐতিহ্যের প্রতিক ধরা হয় জালালি কবুতরকে। ধারণা করা হয় হযরত শাহজালাল (রাঃ) এর সাথে সাথে জালালি কবুতর আসে। এটি দেখতে অনেক সুন্দর। অনেকে হযরত শাহজালাল (রাঃ) এর সম্মানে জালালি কবুতর খান না।
কবুতরের ছবি
গিরিবাজ কবুতর সাধারণত রেসিং এর জন্য ব্যবহার করা হয়। গিরিবাজ কবুতর কামুলেট এবং হোমিং জাতের কবুতরের মধ্যে ক্রসিংয়ের ফলাফল। উচ্চ বাজারমূল্য রয়েছে গিরিবাজের।
কবুতরের ছবি ডাউনলোড
ময়ুরপক্ষী কবুতর। বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে এই কবুতরের। সাধারণত সৌন্দর্যপ্রেমীরা তাদের শৌখিন রুচির প্রকাশ ঘটায় এ জাতীয় কবুতর পালনের মাধ্যমে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি চড়া বাজার দর রয়েছে এটির। সৌন্দর্যের শুদ্ধতম প্রতীক এটি।
কবুতর পিকচার
বর্তমান একাবিংশ শতাব্দীতে আমাদের একজনের কাছে তথ্য আদান প্রদান করা এতোটা সহজ ছিল না। কবুতরের পায়ে চিঠি লিখে বেঁধে দেওয়া হতো। আর এটাই ছিল চিঠি আদান-প্রদানের প্রাথমিক মাধ্যম। এছাড়া আপনাদের সুবিধার্থে আরো কিছু কবুতরের ছবি দেওয়া হলো। আমাদের ওয়েবসাইট থেকে ছবিগুলো ফ্রিতে ডাউনলোড করে নিন।
kabutar photo
kabutar pics
kabutar picture
kobotor pic
kobutor picture
Tags: কবুতর ছবি, কবুতরের ছবি, কবুতরের ছবি ডাউনলোড, কবুতর পিকচার, kobutor pic, kobotor pic, kobutor picture, kabutar picture, kabutar pics, কবুতরের জাত, kabutar photo, কবুতর, কবুতর ইংরেজি কি, রেসার কবুতরের দাম, কবুতরের নাম ছবি ও দাম, বাংলা কবুতর, হুমা কবুতর, কবুতরের নাম