বিজয় দিবস প্রবন্ধ রচনা pdf | বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২০২৩
বিজয় দিবস রচনা | বিজয় দিবস রচনা ২০ পয়েন্ট | অনুচ্ছেদ রচনা বিজয় দিবস
ভূমিকা : বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনের এক আশ্চর্য অনুভূতিময় আনন্দ-বেদনার শিহরিত এক উজ্জ্বল দিন। বাংলাদেশের ইতিহাসের এ এক লাল তারিখ। মহান স্মৃতি-চিহ্নিত এ দিনটিতে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে মুক্তি সংগ্রামের বিজয়কে, স্বদেশভূমিতে আত্মপ্রতিষ্ঠা ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এ বিজয়ের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় জীবনের এক নবতর অধ্যায়। বাংলাদেশ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করতে শুরু করে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদাপূর্ণ স্থান হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে।
বিজয় দিবস অনুচ্ছেদ রচনা | বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২০২৩ | রচনা বিজয় দিবস
বিজয় দিবসের ঐতিহাসিক পটভূমি: বাংলাদেশের বিজয় দিবসের পটভূমিতে রয়েছে বাঙালি জাতিসত্তার বিকাশের এক অগ্রগ্রামী অধ্যায়, রয়েছে পাকিস্তানের জঙ্গিশাহির দুই দশকের শাসন-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে অগ্নিশপথময় আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সে ইতিহাসের পাতায় এক অনন্য মাইল ফলক- মহান ভাষা আন্দোলন। পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে এই আন্দোলনের মাধ্যমে উম্মেষ ঘটেছিল বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনার।
বিজয় দিবস রচনা পয়েন্ট | বিজয় দিবস রচনা ২০০ শব্দ | বিজয় দিবসের তাৎপর্য রচনা
মহান বিজয় দিবস রচনা | বিজয় দিবস উপলক্ষে রচনা | বিজয় দিবস রচনা ১০ পয়েন্ট
বিজয় দিবসের তাৎপর্য : মুক্তিযুদ্ধের বিজয় কেবল একটি জাতীয় পাতাকা এবং স্বাধীন ভূখণ্ডের মধ্যে সীমিত নয়, এর তাৎপর্য বিরাট ও সুধূরপ্রসারী। মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে অবহেলিত পশ্চাদপদ শোষিত জাতি রচনা করেছিল অসামান্য সৌরভগাঁথা। বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভিয়েতনামের পর আরেক গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে জাতীয় জীবনে ঘটে গিয়েছিল নব জাগরণ, সৃষ্টি হয়েছিল অযুত সম্ভাবনার মুহূর্ত। স্বাধীনতার চেতনা রূপ পরিগ্রহ করেছিল জাতীয় চার মূলনীতিতে- গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শে।
বিজয় দিবস বাংলা রচনা | বাংলা রচনা বিজয় দিবস | বিজয় দিবসের চেতনা রচনা
বিজয় দিবসের চেতনা:প্রতিবছর বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেই বিজয়ের সেই দিনগুলোর কথা,জাতীর সূর্যসন্তানদের কথা,রক্তমাখা সেই বিজয়ের কথা, রক্তক্ষয়ী ইতিহাসের কথা।এ জাতীর সন্তানেরা বড় শক্তীশালী সন্তান।দেশ বাঁচাতে যে লড়াই করে জীবন দিয়েছে বিজয়দিবস সে স্মৃতিচারণ করে। এ জাতীর সন্তাানেরা দেশ বচাতে জীবন আবারও দিতে সক্ষম সে কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিবছর বিজয় দিবস পালনের মধ্যে দিয়ে আমরা গোটা বিশ্বকে স্মরণ করিয়ে দেই মুক্তিযুদ্ধের কথ, বীর শহীদদের কথা।
বিজয় দিবস রচনা pdf | প্রবন্ধ রচনা বিজয় দিবস
মুক্তিযুদ্ধের বিজয়, পরবর্তী বাস্তবতা ও আমাদের প্রত্যাশা : শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও আমাদের স্বপ্ন সম্ভাবনা বাস্তবের আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে। ১৯৭৫-এ ঘাতকের বুলেটে সপরিবারে জাতির জনকের মর্মান্তিক মুত্যুর মধ্য দিয়ে সংঘটিত হয় রাজনৈতিক পট পরিবর্তন। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ হয় পরিত্যক্ত। স্বাধীন দেশে গণতন্ত্র হয় নির্বাসিত। প্রায় দেড় দশক জুড়ে নতুন করে সংগ্রাম করতে হয়েছে গণতন্ত্রের জন্যে। আদর্শিকভাবে স্বাধীনতার মূল চেতনার অনেক কিছুই এখন অধরা।
উপসংহার : শ্রেয়োবোধ ও শুভবুদ্ধিকে আশ্রয় করে আমরা প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। প্রতিটি বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনাকে মশাল করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে হতাশা ও নিরাশ্বাস ঠেলে, প্রত্যয়ে ও সাহসে বুক বেঁধে। পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রগতি ও পরিবর্তনের ধারায় অগ্রসর হতে পারলে আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আমাদের জীবনে অর্থবহ হয়ে উঠবে।
Tags: বিজয় দিবস রচনা, বিজয় দিবস রচনা ২০ পয়েন্ট, অনুচ্ছেদ রচনা বিজয় দিবস, বিজয় দিবস অনুচ্ছেদ রচনা,বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২০২৩, রচনা বিজয় দিবস, বিজয় দিবস রচনা পয়েন্ট, বিজয় দিবস রচনা ২০০ শব্দ, বিজয় দিবসের তাৎপর্য রচনা, মহান বিজয় দিবস রচনা, বিজয় দিবস উপলক্ষে রচনা, বিজয় দিবস রচনা ১০ পয়েন্ট, বিজয় দিবস বাংলা রচনা, বাংলা রচনা বিজয় দিবস, বিজয় দিবসের চেতনা রচনা, বিজয় দিবস রচনা pdf, প্রবন্ধ রচনা বিজয় দিবস।