গুরু মস্তিষ্ক কি | What is the guru brain?

গুরু মস্তিষ্ক কি?
গুরু মস্তিষ্ক:-গুরু মস্তিষ্ক হল মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। গুরু মস্তিষ্ক করোটির প্রায় বেশিরভাগ অঞ্চল জুড়ে অবস্থিত থাকে। গুরু মস্তিষ্কের বাইরের দিকে অসংখ্য খাঁজ বা সালকাস এবং ভাঁজ বা জাইরাস দেখা যায়। দুটি বড়, কুন্ডলী পাকানো ও খাজঁ বিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম গঠিত।