হরমোন কি | what is Hormone


হরমোন কি | what is Hormone

হরমোন কি?

হরমোনঃ- যে জৈব-রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়ে রক্তরস বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে।

what is Hormone?

Hormome:- Hormones are biochemical fluids that are secreted from a cell or gland in a specific part of the body and are carried away from the place of origin in the process of plasma or diffusion to control various metabolic processes in the body and are destroyed after the action.