২০২১ সালের এসএসসি,এইচএসসি পরীক্ষার সময়সূচি || Ssc Hsc Exam Routine 2021 PDF - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

২০২১ সালের এসএসসি,এইচএসসি পরীক্ষার সময়সূচি || Ssc Hsc Exam Routine 2021 PDF

২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ,২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:,এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি) All Board SSC Routine 2021,এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১,এসএসসি পরীক্ষা ২০২১,এসএসসি রুটিন 2021




       
       

    এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ

    চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি আজকে চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।
    শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচিপত্র প্রকাশ করা হয়।

    এর কিছু দিন আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে তা যাচাই মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।আপনারা এখান থেকে Ssc exam rutine 2021 Dhaka board ,Ssc exam rutine 2021 Rajshahi boar,Ssc exam rutine 2021khulna board,Ssc exam rutine 2021Barisal  board ,Ssc exam rutine 2021 chittagong  board,Ssc exam rutine 2021 comilla   board ,Ssc exam rutine 2021 Sylhet board ,এর সকল পরীক্ষার রুটিন সহ এইচএসসি Ssc exam rutine 2021 Dhaka board,,Hsc exam rutine 2021 Rajshahi board, Hsc exam rutine 2021khulna board,Hsc exam rutine 2021Barisal  board,Hsc exam rutine 2021 chittagong  board,Hsc exam rutine 2021 comilla   board,Hsc exam rutine 2021 Sylhet board এর সকল রুটিন নিচে দেওয়া হল।

    আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল, এসএসসি সমমান পরীক্ষা  ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে যাচাই করে মন্ত্রণালয় ১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৩ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়।
    এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে অনুমোদন ্দেওয়া হয়।
    আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

    ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ,২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:,এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি) All Board SSC Routine 2021,এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১,এসএসসি পরীক্ষা ২০২১,এসএসসি রুটিন 2021

    ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ,২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:,এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি) All Board SSC Routine 2021,এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১,এসএসসি পরীক্ষা ২০২১,এসএসসি রুটিন 2021

    এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১

    ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ,২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:,এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি) All Board SSC Routine 2021,এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১,এসএসসি পরীক্ষা ২০২১,এসএসসি রুটিন 2021


    ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ,২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:,এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি) All Board SSC Routine 2021,এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১,এসএসসি পরীক্ষা ২০২১,এসএসসি রুটিন 2021

    এস এস সি ,এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা:

    • আগের রাতেই এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড, ২টি কলম,পেন্সিল,রাবার,স্কেল একত্রে একটি ফাইলে গুছিয়ে রাখবেন। কোনো ভাবেই ভুল হওয়া যাবে না(রেজিষ্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড ফটোকপি করে বাসায় রাখবেন অবশ্যই মুলকপি সংগে নিতে হবে)
    • জামা কাপড় পরিপাটি করে রাখবেন(স্কুল ড্রেস ছাড়া পরিক্ষার হলে ঢুকতে দিবে না তাই অজথা রংচং ড্রেস রেখে লাভ নেই)
    • রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে।যা পড়ার দুই বছরে পড়ে নিয়েছেন অজথা নতুন কিছু পড়ার দরকার নেই।
    • অবশ্যই খেয়ে ঘুমাবেন।অনেকে পরীক্ষার চিন্তায় খান না তাতে শরীর দুর্বল হয়। উপকার কিছুই হয়না তাই খেয়ে নিবেন।
    • ঘুম থেকে উঠে সকালের প্রার্থনা(ধর্ম অনুযায়ী) করে নিবেন। ফ্রেশ হয়ে গসুল করে খেয়ে সময় থাকলে বইতে চোখ বুলাবেন তারাহুরো থাকলে দরকার নেই। কোনাও কিছু খেতে না পারলে অন্তত চাল চিবিয়ে পানি খান এতে অন্তত দুর্বল হয়ে যাওয়ার ভয় আর থাকবে না
    • মুরুব্বিদের বলে অবশ্যই পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বের হবেন। কমপক্ষে ৩০মিনিট আগে হলে বসবেন। কোভিড ১৯পরিস্থিতিতে পরীক্ষা হলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিতে ও বার বার স্যানিটাইজ করতে ভুলবেন না।

    পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:  






    • আবার চেক করে নিবেন সব ঠিকমতো সাথে এনেছেন কিনা।
    • নিজের সিট খুজে নিয়ে বসবেন।হট্টগোল করার দরকার নেই।সিট যেখানেই থাকুক না কেন শান্ত থাকুন।
    • বিসমিল্লাহ (নিজ ধর্ম অনুযায়ী) বলে শুরু করুন।মার্জিন করতে থাকুন।
    • প্রশ্ন হাতে পেয়ে পড়ুন।মন দিয়ে পড়ুন। এর পর উত্তর লিখা শুরু করুন।
    • পরিদর্শক কে দেখে নার্ভাস হওয়ার কোন দরকার নেই.

    এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি): All Board SSC Routine 2021

    ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকালে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ১৬ নভেম্বরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা হবে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ে।

    একইভাবে ১৮ ডিসেম্বরও শুধু সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

    ২১ নভেম্বর সকাল ও বিকালে যথাক্রমে ভুগোল ও পরিবেশ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

    ২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান (ঐচ্ছিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ২৩ নভেম্বর শেষদিনে সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকালে ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।

    এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১

    এসএসসি পরীক্ষার মানবন্টন নুতুন ছাত্র ছাত্রীদের জন্য বিশেস গুরুত্বপূর্ণ বিষয়, সেটা প্রতিটি শিক্ষার্থীর অবশ্যই জানা উচিত। প্রতিটি বিষয় পরীক্ষায় দুটি অংশে বিভক্ত থাকে। পরীক্ষাটি ব্যাবহারিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা আবার দুটি অংশে বিভক্ত একটি লিখিত এবং অন্যটি এমসিকিউ। প্রতিটি গ্রুপের শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয় বাধ্যতামূলক করা থাকে। আইসিটি পরীক্ষায়ও লিখিত অংশ এবং ব্যবহারিক অংশ রয়েছে। প্রতিটি শিক্ষার্থী উভয় বিষয়ে উপস্থিত থাকতে হবে,নয়তো পরিক্ষা বাতিল বলে গন্য হবে।

    2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এ সব কিছু পাব্লিশ হলেই আমাদের ওয়েবসাইটে Timeofbd.com দেয়া আছে, সে জন্য সাথেই থাকুন।

    এসএসসি পরীক্ষা ২০২১

    এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষা 2021 এর সকল তথ্য এই রুটিন এর মাধ্যমে আপনারা পাবেন। এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সূচী অনুযায়ী এখন পরীক্ষা শুরু হবে নভেম্বরে। ঘোষণা অনুযায়ী, পরীক্ষাটি ১ নভেম্বর শুরু হওয়ার কথা । শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

    বাংলাদেশ শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী, SSC রুটিন প্রকাশিত হয়েছে। আপডেট ssc rutin 2021 এখানে পাওয়া যায়। নতুন রুটিন অনুযায়ী আগামী 01 নভেম্বর ২০২১ এসএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষার যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক।

    এসএসসি,এইচএসসি  রুটিন 2021

    এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) এবং সমমানের পরীক্ষায় সতেরটি বিষয় রয়েছে। বাংলা ও ইংরেজির ১ ম ও ২ য় অংশ আছে এবং অন্যগুলোর একটি করে আছে। সুতরাং মোট উনিশটি বিষয়ের উপর পরীক্ষা হয়। প্রতিটি বিষয়ের জন্য 100 নম্বর আছে। সেখানে 40 নম্বর MCQ এবং 60 নম্বর লেখা হচ্ছে।

    এবার শুধুমাত্র তিনটি বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং খুব দ্রুত পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষার তিনটি বিষয় কি কি তা আপনারা রুটিনে দেখতে পাবেন। আমরা এই পোষ্টের মাধ্যমে এসএসসি পরীক্ষার রুটিন কি ছবি আকারে এবং পিডিএফ আকারে আপলোড করেছে। সুতরাং আপনারা ছবি এবং পিডিএফ ফাইল উভয় প্রকারের এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবেন।

    Tags: ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ,২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,পরীক্ষার হলে পৌছানোর পর এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা:,এসএসসি পরীক্ষার রুটিন (সময়সূচি) All Board SSC Routine 2021,এসএসসি পরীক্ষার রুটিন মানবন্টন ২০২১,এসএসসি পরীক্ষা ২০২১,এসএসসি রুটিন 2021

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url