Degree 2nd year 2021 History 3 Sort Suggestion | ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ বিষয়: ইতিহাস তৃতীয় পত্র
ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১
বিষয়: ইতিহাস তৃতীয় পত্র
#degree_exam_sugetion_2021
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)\
★ মীর কাসিম কে ছিলেন?
উঃ মীর জাফরের জামাতা।
★ রাজা গণেশ কে ছিলেন?
উঃ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার।
★ সোনারগাঁও বিখ্যাত কেন?
উঃ ফখরুদ্দীন মোবারক শাহের সময়ে বাংলার রাজধানী ছিল।
★ রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ ১৫৭৬ সালে।
★ তারিখ ই ফিরোজশাহী গ্রন্থের লেখক কে?
উঃ জিয়াউদ্দিন বারাণী।
★ বখতিয়ার খলজি কখন বাংলা জয় করেন?
উঃ ১২০৪ সালে
★ মধ্যযুগের বাংলার মুসলিম শাসন স্রস্টা বলা হয় কাকে?
উঃ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি।
★ ছোট সোনা মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আলাউদ্দিন হোসেন শাহ।
★ ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ?
#degree_exam_sugetion_2021
#degree_exam_sugetion_2021
#degree_exam_sugetion_2021
★ ইউরোপ থেকে ভারতে আসার জল পথ কে আবিষ্কার করেন বা কে প্রথম জল পথে আসেন?
উঃ ভাস্কো দাগামা
★ মালাধর বসু কার উপাধি?
উঃ গুণরাজ খানের।
★ শ্রী কৃষ্ণ বিজয় গ্রন্থ কার লেখা?
উঃ মালাধর বস।
★ শায়েস্তা খান কে ছিলেন?
আওরঙ্গজেব এর সময়ের বাংলার সুবাদার ছিলেন।
★ মুর্শিদকুলী খার রাজধানী কোথায়?
উঃ মকসুদাবাদ।
★ নবাব সিরাজউদ্দোলার মাতার নাম কি?
উঃ আমেনা বেগম।
★ পলাশীর যুদ্ধ কোথায় হয়?
উঃ ভগীরথী নদীর তীরে।
★ পলাশীর যুদ্ধে ইংরেজদের নেতৃতত কে দেন?
উঃ রবার্ট ক্লাইভ
★ অন্ধকূপ হত্যা কি? দেওয়ানি কি?
★ ইউরোপীয় বনিক দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আগমন করেন?
উঃ পর্তুগিজ।
★ মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উঃ মুঙ্গেরে।
★ বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ দশত ই মার্ক নামক স্থানে।
★ তাবাকাত ই নাসিরী গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবু ওমর মিনহাজ উদ্দিন সিরাজ।
★ বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?
উঃ ফখরুদ্দীন মোবারক শাহ।
★ ইবনে বতুতা কে ছিলেন?
উঃ আফ্রিকার দেশ মরস্কোর বিখ্যাত পর্যটক ছিলেন।
★ একডালা দুর্গ কোথায়?
উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায়।
★ বলগাকপুর শব্দের অর্থ কি?
উঃ বিদ্রোহীর নগরী।
★ ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উঃ ১৬১০ সালের এপ্রিল মাসে।
★ বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উঃ মুর্শিদকুলী খান।
★ পলাশির যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়?
উঃ ২৩ জুন।
★ ছিয়াত্তর এর মন্বন্তর বঙলার কত সাল?
উঃ ১১৭৬।
#degree_exam_sugetion_2021
#degree_exam_sugetion_2021
#degree_exam_sugetion_2021
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আলীবর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করেন? ৯৮%
২। আলাউদ্দিন হুসেন শাহ কে ছিলেন? তার অবদান লিখ। ১০০%
৩। মুর্শিদকুলী খানের মালজামিনী ব্যবস্থা সংক্ষেপে লিখ। ৯৯%
৪। রবার্ট ক্লাইভের পরিচয় দাও। ৯৯%
৫। মধ্যযুগের বাংলার ইতিহাসের উতসগুলোর বিবরণ দাও। ১০০%
৬। পলাশী যুদ্ধের কারণসমূহ উল্লেখ কর। ৯৯%
৭। ফখরুদ্দীন মোবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
৮। পরিচয় দাওঃ বখতিয়ার খলজী, শ্রীচৈতন্য, মহুয়ান। ৯৮%
৯। অন্ধকূপ হত্যা বলতে কি বুঝ? এ সম্পর্কে টীকা লিখ। ১০০%
২। সেন বংশের পতনের কারণগুলো লিখ। ১০০%
১০। "বার ভুইঁয়া" কারা? ১০০%
১১। দিওয়ানী কী? ১০০% ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর টীকা লিখ। ৯৯%
#degree_exam_sugetion_2021
#degree_exam_sugetion_2021
#degree_exam_sugetion_2021
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও। ১০০%
২। বাংলার সুবাদার হিসেবে শায়েস্তা খানের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৩। বাংলার সুবাদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা কর। ৯৮%
৪। বখতিয়ার খলজী কে ছিলেন? বখতিয়ার খলজির বঙ্গ বিজয় আলোচনা কর। ১০০%
৫। পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৬। ইবনে বতুতার বিবরণীর আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। ৯৯%
৭। মুর্শীদ কুলী খানের রাজস্ব ব্যবস্থা ও মালজামিনী পর্যালোচনা কর। ৯৯%
৮। গিয়াসউদ্দিন ইওজ খলজীর কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
৯। বাংলার স্বাধীন সুলতান হিসেবে ইলিয়াস শাহের কৃতিত্ব বা অবদান মূল্যায়ন কর। ১০০%
১০। বাংলায় মুঘল শাসন সুদৃঢ়করণে ইসলাম খানের অবদান নিরূপণ কর। ১০০%
১১। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৮%
১২ । রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা কর। ৯৮%