মাধ্যমিক /৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ | ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ । Class six/6 to class 9/nine clas sedule 2021 - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

মাধ্যমিক /৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ | ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ । Class six/6 to class 9/nine clas sedule 2021


মাধ্যমিক /৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ | ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ । Class six/6 to class 9/nine clas sedule 2021


ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ -এই মাত্র প্রকাশিত 

 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ।মাধ্যমিক /৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ | ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস  ২০২১ প্রকাশ করা হয়েছে ।করোনা মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর ১২ই সেপ্টেম্বর থেকে সরকার সকঅল শিক্ষা প্রতিষ্টান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেই ।উপযুক্ত বিষয়ের প্রেক্ষিত সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে , কোভিড -১৯ অতিমারি কমে আসায় সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ১২/০৯/২০২১ খ্রি . থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে । তৎপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০/০৯/২০২১ খ্রি . থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নিম্নোক্ত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরােধ করা হলাে ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের খসড়া ক্লাস রুটিন তৈরি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) দেশের বিভিন্ন স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে এ রুটিন তৈরি করা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার (২০২১ সালের) এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস হবে, আর আগামী বছর বা ২০২২ সালের পরীক্ষার্থীদের দুদিন ও অন্য শ্রেণির ক্লাস সপ্তাহে ৪ দিন হবে।

প্রস্তাবিত নতুন ক্লাস রুটিনে দেখা গেছে, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি করে বিষয়ের চারটি ক্লাস নেয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রোববার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, ৭ম শ্রেণির মঙ্গলবার, ৮ম শ্রেণির বুধবার ও ৯ম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেয়া হবে। মাধ্যমিকের সব স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

এটিকে মৌলিক রুটিন ধরে স্কুলগুলো তাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী অভ্যন্তরীণ কর্মতালিকা তৈরি করবে। এ সংক্রান্ত নির্দেশনাসহ রুটিন দুএকদিনের মধ্যে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আলোচনা করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য মৌলিক রুটিন তৈরি করা হয়েছে। সেটি অনুসরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করতে হবে।

 ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ । Class six/6 to class 9/nine clas sedule 2021

প্রস্তাবিত পরিকল্পনায় আরো বলা হয়েছে, স্কুল-কলেজে প্রভাতী শিফট সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ও দিবা ১২টা ৪০ মিনিটে শুরু হয়ে ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। একটি শিফট শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের জন্য এক থেকে দেড় ঘণ্টা বিরতি দিতে হবে। 

তবে শিক্ষার্থীদের প্রতিটি আগের নিয়মে ৪৫ মিনিটের পরিবর্তে ৪০ মিনিট করে  ক্লাস নেয়া হবে। যে সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তর যুক্ত রয়েছে সেখানে এ সময়ের সঙ্গে সমন্বয় করে ক্লাস রুটিন তৈরি করতে হবে। সব ছাত্রছাত্রীকে ক্লাসে তিন ফুট দূরত্বে বসাতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এ বছর তিনটি করে বিষয়ে পরীক্ষা হবে। মূলত এসব বিষয়ের ক্লাস এখন হবে।

করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে একযোগে খুলছে

মাধ্যমিক /ষষ্ট,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ 

ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১

মাধ্যমিক /৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ | ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ । Class six/6 to class 9/nine clas sedule 2021
Tags: মাধ্যমিক /৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর/শ্রেণির ক্লাস রুটিন ২০২১ | ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির স্কুলে কার কোন দিন ক্লাস দেখে নিন ২০২১ । Class six/6 to class 9/nine clas sedule 2021



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url