সুরা ফাতেহা অর্থ সহ | ফাতেহা নামের অর্থ কি | সুরা ফাতেহা ভিডিও | With the meaning of Surah Fatiha
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা ফাতেহা, ফাতেহা সূরা, ফাতেহা নামের অর্থ কি, সুরা ফাতেহা ভিডিও, সুরা ফাতেহা অর্থ সহ।
সূরা ফাতেহা / সুরা ফাতেহা অর্থ সহ
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[1] الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
[1] আলহামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন
[1] যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
[2] الرَّحمٰنِ الرَّحيمِ
[2] আর রাহমানির রাহীমি
[2] যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
[3] مٰلِكِ يَومِ الدّينِ
[3] মালিকি ইয়াওমিদ্দীন
[3] যিনি বিচার দিনের মালিক।
[4] إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
[4] ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
[4] আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
[5] اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
[5] ইহ্দিনাস্ সিরাতাল মোস্তাকীম
[5] আমাদেরকে সরল পথ দেখাও,
[6] صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
[6] সিরাতাল্লাজীনা আন আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দোয়াল্লিন।
[6] সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সুরা ফাতেহা ভিডিও
ফাতেহা নামের অর্থ কি
ফাতেহা নামের অর্থ "আরম্ভ,শুরু"।
Tag: সূরা ফাতেহা, ফাতেহা সূরা, ফাতেহা নামের অর্থ কি, সুরা ফাতেহা ভিডিও, সুরা ফাতেহা অর্থ সহ।