আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কুলিয়া, কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা, কুলিয়া সূরা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা বাংলা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন।তো দেরি না করে আসুন আমরা পড়া শুরু করি।
সূরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন | সূরা কুলিয়া | কুলিয়া সূরা | কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা বাংলা
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] قُل يٰأَيُّهَا الكٰفِرونَ
[1] কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা ।
[1] বলুন, হে কাফেরকূল,
[2] لا أَعبُدُ ما تَعبُدونَ
[2] লা য় আ’বুদু মা তা’বুদূনা।
[2] আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
[3] وَلا أَنتُم عٰبِدونَ ما أَعبُدُ
[3] অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।
[3] এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
[4] وَلا أَنا۠ عابِدٌ ما عَبَدتُم
[4] অলা য় আনা ‘আ-বিদুম্ মা-‘আবাততুম্।
[4] এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
[5] وَلا أَنتُم عٰبِدونَ ما أَعبُدُ
[5] অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।
[5] তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
[6] لَكُم دينُكُم وَلِىَ دينِ
[6] লাকুম্ দীনুকুম্ অলিয়াদীন্।
[6] তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
Tag: সূরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কুলিয়া, কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা, কুলিয়া সূরা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা বাংলা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন।