সূরা আল কারিয়া অর্থসহ বাংলা উচ্চারণ [Surah Al-Qari'ah]

Habiba Jannat
0

আল কারিয়া সূরা, সূরা আল কারিয়া, সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ, সূরা আল কারিয়া বাংলা অনুবাদ, সূরা আল কারিয়া বাংলা অর্থসহ, সূরা কারিয়া।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। সম্মানিত ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- আল কারিয়া সূরা, সূরা আল কারিয়া, সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ, সূরা আল কারিয়া বাংলা অনুবাদ, সূরা আল কারিয়া বাংলা অর্থসহ, সূরা কারিয়া।

আল কারিয়া সূরা


সূরা কারিয়া আল ক্বারিআহ পবিত্র কুরানের ১০১ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ১১ টি সূরাটি মক্কায় অবতীর্ণ হয় বলে এটি মাক্কী সূরায় অন্তর্ভুক্ত ʼʼ। সূরাটি মুসলিম উম্মাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন এ সূরায় মহান আল্লাহ কিয়ামত ও আখেরাতের কথা বলেছেন। ক্বারিআহ শব্দের অর্থ হলো "কারাঘাতকারী"। এ সূরার শুরুতে মানুষকে এক মহা  দুর্ঘটনার কথা  বলে সতর্কতা করা হয়েছে। আর এ মহা দুর্ঘটনা হলো "কিয়ামত"। এ সূরার শেষ আয়াতগুলোতে আল্লাহ মানুষদের ভালো ও খারাপ কাজের হিসাব নেওয়ার কথা বলেছেন। যাদের ভালো কাজের পাল্লা হবে ভারী তারা হবে  "জান্নাতবাসী" আর যাদের খারাপ কাজের পাল্লা হবে ভারী তাদের  হবে "জাহান্নমি"। 

সূরা আল কারিয়া | সূরা কারিয়া 


اَلْقَارِعَةُۙ مَا الْقَارِعَةُۚ وَ مَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُؕ یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ وَ تَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗۙ فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍؕ وَ اَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗۙ فَاُمُّهٗ هَاوِیَةٌؕ وَ مَاۤ اَدْرٰىكَ مَاهِیَهْؕ  نَارٌ حَامِیَةٌ۠

সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ | সূরা  আল কারিয়া বাংলা অনুবাদ | আল কারিয়া বাংলা অর্থসহ


 بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1]  القارِعَةُ

[1] আল্ক্ব-রি‘আতু

[1] করাঘাতকারী,


[2]  مَا القارِعَةُ

[2] মাল্ক্ব-রি‘আহ্।

[2] করাঘাতকারী কি?


[3]  وَما أَدرىٰكَ مَا القارِعَةُ

[3] অমা য় আদ্র-কা মাল্ক্ব-রি‘আহ্।

[3] করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
 

[4]  يَومَ يَكونُ النّاسُ كَالفَراشِ المَبثوثِ

[4] ইয়াওমা ইয়াকূনুন্না-সু কাল্ফার শিল্ মাব্ছূছি।

[4] যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত


[5]  وَتَكونُ الجِبالُ كَالعِهنِ المَنفوشِ

[5] অতাকূনুল্ জ্বিবা-লু কাল্ ই’হ্নিল্ মান্ফূশ্।

[5] এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
 

[6]  فَأَمّا مَن ثَقُلَت مَوٰزينُهُ

[6] ফাআম্মা-মান্ ছাকুলাত্ মাওয়া-যীনুহূ।

[6] অতএব যার পাল্লা ভারী হবে,


[7]  فَهُوَ فى عيشَةٍ راضِيَةٍ

[7] ফাহুওয়া ফী ঈ’শার্তি রা-দ্বিয়াহ্

[7] সে সুখীজীবন যাপন করবে।


[8]  وَأَمّا مَن خَفَّت مَوٰزينُهُ

[8] অআম্মা- মান্ খাফ্ফাত্ মাওয়া-যীনুহূ।

[8] আর যার পাল্লা হালকা হবে,
 

[9]  فَأُمُّهُ هاوِيَةٌ

[9] ফাউম্মুহূ হা-ওয়িয়াহ্।

[9] তার ঠিকানা হবে হাবিয়া।
 

[10]  وَما أَدرىٰكَ ما هِيَه

[10] অমা য় আদ্রা-কা মা-হিয়াহ্

[10] আপনি জানেন তা কি?
 

[11]  نارٌ حامِيَةٌ

[11] না-রুন্ হা-মিয়াহ্।

[11] প্রজ্জ্বলিত অগ্নি!




Tag: আল কারিয়া সূরা, সূরা আল কারিয়া, সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ, সূরা আল কারিয়া বাংলা অনুবাদ, সূরা আল কারিয়া বাংলা অর্থসহ, সূরা কারিয়া।

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)