সূরা আসর তেলাওয়াত | সূরা আসর বাংলা উচ্চারন | সূরা আসর বাংলা অর্থ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

সূরা আসর তেলাওয়াত | সূরা আসর বাংলা উচ্চারন | সূরা আসর বাংলা অর্থ


 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয়  ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা আসর তেলাওয়াত, সূরা আসর বাংলা অর্থ, সূরা আসর বাংলা, সূরা আল আসর, সুরা আসর, সূরা আসর, সূরা আসর বাংলা উচ্চারণ।

সুরা আল আসর / সূরা আসর


 بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1]  وَالعَصرِ

[1] অল্ ‘আছ্রি

[1] কসম যুগের (সময়ের),
 

[2]  إِنَّ الإِنسٰنَ لَفى خُسرٍ

[2]  ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্

[2] নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;


[3]  إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ


[3] ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।

[3] কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

সূরা আসর বাংলা অর্থ।  


১) কসম যুগের (সময়ের),
২) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
৩) কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

সূরা আসর বাংলা / সূরা আসর বাংলা উচ্চারণ 


১) অল্ ‘আছ্রি
২) ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্
৩) ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।

সূরা আসর তেলাওয়াত


সূরা আসর আরবি বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করার পর নিচের দেওয়া লিংকে ক্লিক করে অডিও তেলাওয়াত শুনে সূরাটির উচ্চারণ শুদ্ধ করুন।




Tag: সূরা আসর তেলাওয়াত, সূরা আসর বাংলা অর্থ, সূরা আসর বাংলা, সূরা আল আসর, সুরা আসর, সূরা আসর, সূরা আসর বাংলা উচ্চারণ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url