সূরা আসর তেলাওয়াত | সূরা আসর বাংলা উচ্চারন | সূরা আসর বাংলা অর্থ

Habiba Jannat
0


 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয়  ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- সূরা আসর তেলাওয়াত, সূরা আসর বাংলা অর্থ, সূরা আসর বাংলা, সূরা আল আসর, সুরা আসর, সূরা আসর, সূরা আসর বাংলা উচ্চারণ।

সুরা আল আসর / সূরা আসর


 بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1]  وَالعَصرِ

[1] অল্ ‘আছ্রি

[1] কসম যুগের (সময়ের),
 

[2]  إِنَّ الإِنسٰنَ لَفى خُسرٍ

[2]  ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্

[2] নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;


[3]  إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ


[3] ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।

[3] কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

সূরা আসর বাংলা অর্থ।  


১) কসম যুগের (সময়ের),
২) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
৩) কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

সূরা আসর বাংলা / সূরা আসর বাংলা উচ্চারণ 


১) অল্ ‘আছ্রি
২) ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্
৩) ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।

সূরা আসর তেলাওয়াত


সূরা আসর আরবি বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করার পর নিচের দেওয়া লিংকে ক্লিক করে অডিও তেলাওয়াত শুনে সূরাটির উচ্চারণ শুদ্ধ করুন।




Tag: সূরা আসর তেলাওয়াত, সূরা আসর বাংলা অর্থ, সূরা আসর বাংলা, সূরা আল আসর, সুরা আসর, সূরা আসর, সূরা আসর বাংলা উচ্চারণ।

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)