সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ | আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সূরা | ইন্না আতাইনা কাল কাওসার সূরা
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম:- ইন্না আনযালনা সূরা, সূরা ইন্না আনযালনা, ইন্না আতাইনা সূরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সূরা, ইন্না আতাইনা কাল কাওসার, ইন্না আতাইনা কাল কাওসার সূরা, সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ।তো দেরি না করে আসুন আমরা পড়া শুরু করি।
ইন্না আনযালনা সূরা | সূরা ইন্না আনযালনা | সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةِ القَدرِ
[1] ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
[1] আমি একে নাযিল করেছি শবে-কদরে।
[2] وَما أَدرىٰكَ ما لَيلَةُ القَدرِ
[2] অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদ্র্।
[2] শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
[3] لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ
[3] লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্র্ ।
[3] শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
[4] تَنَزَّلُ المَلٰئِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ
[4] তানায্যালুল্ মালা-য়িকাতু র্অরূহু ফীহা- বিইয্নি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র্।
[4] এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
[5] سَلٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ
[5] সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই’ল্ ফাজর্।
[5] এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
ইন্না আতাইনা সূরা | ইন্না আতাইনা কাল কাওসার | ইন্না আতাইনা কাল কাওসার সূরা
[1] إِنّا أَعطَينٰكَ الكَوثَرَ
[1] ইন্না য় আ’ত্বোয়াইনা-কাল্ কাওর্ছার।
[1] নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
[2] فَصَلِّ لِرَبِّكَ وَانحَر
[2] ফাছোয়াল্লি লিরব্বিকা ওয়ার্ন্হা।
[2] অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
[3] إِنَّ شانِئَكَ هُوَ الأَبتَرُ
[3] ইন্না শা য় নিয়াকা হুওয়াল্ আর্ব্তা।
[3] যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সূরা
اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাস্তায়ীনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু'মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর, ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক।
বাংলা অনুবাদ
হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
Tag: ইন্না আনযালনা সূরা, সূরা ইন্না আনযালনা, ইন্না আতাইনা সূরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সূরা, ইন্না আতাইনা কাল কাওসার, ইন্না আতাইনা কাল কাওসার সূরা, সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ।