সূরা লাহাবের আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল Shane Noul with Arabic English Bengali translation of Surah Lahab |

Mijan Ahmed
0

 

সূরা লাহাবের আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল Shane Noul with Arabic English Bengali translation of Surah Lahab

সূরা লাহাবের আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল Shane Noul with Arabic English Bengali translation of Surah Lahab |


আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো সূরা লাহাবের আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল এবং বিভিন্ন বর্ণনা বিস্তারিত দেওয়া হয়েছে। এখানে আপনারা যা যা জানতে পারবেন সূরা লাহাব তেলাওয়াত,সূরা লাহাব এর বর্ণনা,সূরা লাহাব এর শানে নুযুল,সূরা লাহাব, সূরা লাহাব এর তাফসীর,সূরা লাহাব কোথায় অবতীর্ণ হয় । নিচে সূরা লাহাবের আরবি ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ শানে নুযুল ফজিলত দেওয়া হয়েছে। 


                       সূরা লাহাব  

               بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

          বিসমিল্লাহির রাহমানির রাহিম

      শুরু করছি আল্লাহর নামে যিনি পরম

.               করুণাময়, অতি দয়ালু


[1] تَبَّت يَدا أَبى لَهَبٍ وَتَبَّ

[1] তাব্বাত্ ইয়াদা য় আবী লাহাবিঁও অতাব্।

[1] আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

[1] Perish the two hands of Abû Lahab (an uncle of the Prophet), and perish he!


[2] ما أَغنىٰ عَنهُ مالُهُ وَما كَسَبَ

[2] মা য় আগ্না-‘আন্হু মা-লুহূ অমা-কাসাব্

[2] কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

[2] His wealth and his children will not benefit him.


[3] سَيَصلىٰ نارًا ذاتَ لَهَبٍ

[3] সাইয়াছ্লা- না-রন্ যা-তা লাহাবিঁও।

[3] সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

[3] He will be burnt in a Fire of blazing flames!


[4] وَامرَأَتُهُ حَمّالَةَ الحَطَبِ

[4] অম্রয়াতুহ্; হাম্মা-লাতাল্ হাত্বোয়াব্।

[4] এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

[4] And his wife too, who carries wood (thorns of Sadan which she used to put on the way of the Prophet (SAW) , or use to slander him).


[5] فى جيدِها حَبلٌ مِن مَسَد

[5] ফী জ্বীদিহা-হাব্লুম্ মিম্ মাসাদ্।

[5] তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

[5] In her neck is a twisted rope of Masad (palm fibre).

------------------------০--------------------------


                    শানে নুযূল  

এই সূরাটিকে সূরা মাসাদও বলা হয়। এর অবতীর্ণের ঘটনা হাদীসে বর্ণিত হয়েছে যে, নিজের আত্মীয়-স্বজনকে (আযাবের) ভয় দেখাতে ও তবলীগ করতে যখন নবী (সাঃ) আদিষ্ট হল যে, তখন তিনি স্বাফা পাহাড়ের উপর চড়ে ‘ইয়া স্বাবাহাহ' বলে আওয়াজ দিলেন। এই রকম আওয়াজকে ভয়ের সংকেত বোঝা হয়। সুতরাং এই আওয়াজে লোকেরা জমা হয়ে গেল। মহানবী (সাঃ) বললেন, তোমরা বল! যদি আমি তোমাদেরকে বলি যে, এক অশবারোহী সৈন্যদল এই পাহাড়ের পশ্চাতে বিদ্যমান রয়েছে, সে তোমাদের উপর হামলা করতে উদ্যত, তাহলে তোমরা আমার কথা বিড্ডবাস করবে কি? তারা বলল, কেন বিশ্বাস করব না? আমরা তোমাকে কখনই মিথ্যাবাদীরূপে পাইনি। নবী (সাঃ) বললেন, ঠিক আছে, তাহলে তোমাদেরকে আজ আমি এক বড় আযাব থেকে সাবধান করতে একত্র করেছি। (যদি তোমরা শিরক ও কুফ্রে অটল থাক, তাহলে সেই আযাব তোমাদেরকে গ্রাস করবে।) এ কথা শুনে আবু লাহাব বলে উঠল, ! ♛♛ ধ্বংস হও তুমি! এ জন্যই তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ? এই কথার জওয়াবে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করলেন। (বুখারী, সূরা তাববাতের তফসীর পরিচ্ছদ) আবু লাহাবের আসল নাম ছিল ‘আব্দুল উয্যা' তার রূপ-সৌন্দর্য ও মুখমন্ডলের লাল আভার ঔজ্জ্বল্যের কারণে তাকে আবু লাহাব (শিখাময়) বলা হত। এ ছাড়া পরিণামের দিক দিয়ে সে আগুনের ইন্ধন তো বটেই। এ ব্যক্তি নবী (সাঃ)-এর আপন চাচা ছিল। কিন্তু শত্রুতায় সে ছিল তার প্রতি অতি কঠোর। আর তার স্ত্রী উম্মে জামীল বিনতে হার্বও তার প্রতি দুশমনীতে নিজ স্বামীর চেয়েও কম ছিল না।

বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ। 

ট্যাগঃ সূরা লাহাব,সূরা লাহাব তেলাওয়াত,সূরা লাহাব এর বর্ণনা,সূরা লাহাব এর শানে নুযুল,সূরা লাহাব, সূরা লাহাব এর তাফসীর,সূরা লাহাব কোথায় অবতীর্ণ হয়।

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)