জীবজগতে সংশ্লেষণ দশা/ S দশার গুরুত্ব

Safwan Alam
0

 
জীবজগতে সংশ্লেষণ দশা/ S দশার গুরুত্ব

জীবজগতে সংশ্লেষণ দশা/ S দশার গুরুত্ব 


জীবজগতে সংশ্লেষণ দশা বা S দশার গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলাে – ইন্টারফেজ এর বিরাম -১ দশা পরবর্তী যে দশায় হিস্টোন প্রােটিন এর সংশ্লেষণ ঘটে DNA রেপ্লিকেশন হয় তাকে S দশা বা সংশ্লেষণ দশা বলে । এ দশায় DNA অণু সংশ্লেষিত হয় । DNA এক ধরনের নিউক্লিক এসিড । এটি জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান । মূলত DNA এর মাধ্যমেই জীবের বংশগত বৈশিষ্ট্যগুলাে এক জনু থেকে অপর জনুতে এবং এক কোষ থেকে অপর কোষে বাহিত হয় । এটি সজীব কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে । DNA এর অংশ বিশেষই জিন হিসেবে কাজ করে এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে । বহুকোষী জীবের দেহ গঠনের জন্য জাইগােট কোষকে বারবার বিভাজিত হতে হয় । একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হওয়ার আগেই মাতৃকোষের DNA ডাবল হেলিক্সটিকে দুটি ডাবল হেলিক্স - এ পরিণত হতে হয় । কোষ বিভাজন শুরু হওয়ার আগে ইন্টারফেজ পর্যায়ে একটি DNA ডাবল হেলিক্স থেকে দুটি ডাবল হেলিক্স তৈরি হয় । এটিই হলাে DNA অণুর প্রতিরূপ সৃষ্টি বা রেপ্লিকেশন । কোষ চক্রের সংশ্লেষণ পর্যায়ে DNA প্রতিলিপনের যে ঘটনাটি ঘটে তা জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । জীবের কোষ বিভাজন ও গ্যামেট সৃষ্টির জন্য DNA প্রতিলিপন অত্যাবশ্যক । জীবের দৈহিক বৃদ্ধি ও জনন এবং বংশগত বৈশিষ্ট্য DNA অনুলিপনের মাধ্যমে বংশপরম্পরায় স্থানান্তরিত হয় । তাই DNA প্রতিলিপিকরণ না ঘটলে জীবের কোষ বিভাজন হতাে না । যার ফলে জীবের অস্তিত্ব টিকে থাকাও সম্ভব হতাে না । 

Tag:জীবজগতে সংশ্লেষণ দশা/ S দশার গুরুত্ব 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)