তুমি ফিরবে বলে বইয়ের রিভিউ | তুমি ফিরবে বলে বইটি কেমন | তুমি ফিরবে বলে review | তুমি ফিরবে বলে pdf | তুমি ফিরবে বলে free pdf link

তুমি ফিরবে বলে বইয়ের রিভিউ | তুমি ফিরবে বলে বইটি কেমন | তুমি ফিরবে বলে review | তুমি ফিরবে বলে pdf | তুমি ফিরবে বলে free pdf link

তুমি ফিরবে বলে বইয়ের রিভিউ


এইতো ২০২০এর একেবারে শেষের দিকে পড়া একটি বই নিয়ে আজকে লেখার সুযোগ হইছে। আলহামদুলিল্লাহ😊

বইটি শেষ করছিলাম ডিসেম্বরের শেষ লগ্নে। আমায় যদি কেউ জিজ্ঞেস করে আমার পড়া  ২০২৪ এর কিছু উল্লেখযোগ্য বই নিয়ে বলতে তো আমি ঐ প্রধান্য দিবো।যখন বইটি পড়া শুরু করি 

তখন আমার জীবনের অনেক সত্যিই আমার চোখের সামনে ভেসে উঠে। আমি ভাবতাম, আসলেই তো আমি এইরকম কাজ করে যাচ্ছি কোন সংকোচহীন ভাবে 😕 

বলা যায় এক অন্যরকম ফিলিংস নিয়ে ২০২০কে বিদায় দিছি।একটা কথা বলে নেই আমরা সবাই জানি Don’t judge a book by the cover আমি কথাটি দিয়েই আজ শুরু করছি।কারণ আমি বইটি হাতে নিয়ে যে ধারণা করছিলাম তা যে একেবারে ভুল ছিল তা বইটি পড়তে গিয়ে হারে-হারে টের পাইছি। বলতে গেলে অসাধারণ একটি বই। বিশ্বাস করেন রাসেল ভাই আমি ধারণাই করতে পারিনাই যে এটা এত্তো ভালো যুগোপযোগী একটা ইসলামিক মাইন্ডিক বই হতে পারে। যাইহোক, 

হুমায়ূন আহমেদ তার এক বইতে বলেছিলেন, ‘মৃতদেহ নিয়ে যে গাড়ি যায়, সেই গাড়ির দিকে সবাই খুব আগ্রহ নিয়ে তাকায়। গাড়িতে একটা লাল নিশান উড়ে। লাল নিশান মানেই শব বহনকারী গাড়ি। তবে সবাই আগ্রহ নিয়ে তাকালেও মৃতদেহের মুখ কেউ দেখতে চায় না। মৃতদেহ নিয়ে যারা যাচ্ছে, তাদেরকে দেখতে চায়। মৃত মানুষ দেখে কি হবে? মৃত মানুষের কোনো গল্প থাকে না। মানুষ গল্প চায়।’


 সত্যিই আমরা ভীষণ গল্প পছন্দ করি। তাই জীবনের অনেকটা সময় কাটাই অনর্থক গল্পগুজবের পেছনে। আর এ বইটি লেখা হয়েছে তিমির আধার থেকে আলোকিত জীবনে ফিরে আসার কিছু সার্থক গল্প নিয়ে।  ১৪টি হৃদয়স্পর্শী  অলোকিত  গল্প নিয়ে 'তুমি ফিরবে বলে' বইটি অসাধারণ ভাবে সাজানো হয়েছে। হ্যাঁ 'তুমি ফিরবে বলে' এ-ই বইটির জন্যেই এত্তো ভুমিকা দিলাম।


‘তুমি ফিরবে বলে’ বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে পথহারা যুবকদের   প্রতি ভালোবাসা মেশানো নববি দাওয়াত। আছে অন্ধকার থেকে মুক্তির পথে ফিরিয়ে আনার এক উজ্জ্বল দৃষ্টান্ত । জীবনের ভুল থেকে সরে আশার এক উত্তম পন্থা। আছে  তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার আকুল আহ্বান। সদ্য গোঁফ গজানো কিশোর থেকে শুরু করে মাঝবয়েসী কোনো ভদ্রলোক এমনকি সারাজীবন সেক্যুলার জীবন যাপন করা প্রৌঢ়ের জন্যেও এই বই সমান গুরুত্ব রাখে।


"দুনিয়ার মোহে পড়ো যদি ভাই পরকালকে ভুলি

রহমতের কোমল পরশ দয়াময় নেবেন তুলি

অনেক কিছু পাইনি আমি—এ সুর বাজবে প্রতিটা ক্ষণবেদনার হাওয়া করিবে ধাওয়া প্রাণপিঞ্জরে আমরণকরুণাময় যদি বিস্মৃত হন তোমার সকল কাজেবোশেখী ঝড় উঠবে জেগে জীবনবীণার মাঝেতাই, হাত বাড়ায়ে কান্না জড়ায়ে তাকেঁ ডাকো রজনিশেষেজীবন তব উজলিত হোক বিধাতার আলোকপরশে"

           


আশাকরি পাঠকদের বইটি ভালো লাগবে। একটু হলেও উপকৃত হবেন 😊। আশাকরি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন 😊

Tag:তুমি ফিরবে বলে বইয়ের রিভিউ, তুমি ফিরবে বলে বইটি কেমন, তুমি ফিরবে বলে review, তুমি ফিরবে বলে pdf, তুমি ফিরবে বলে free pdf link