ক্রসিংওভারএর গুরুত্ব | ক্রসিংওভারএর গুরুত্ব সৃজনশীল | জীবের বৈচিত্রতা আনয়নে ক্রসিং ওভারের গুরুত্ব

Safwan Alam
0

ক্রসিংওভারএর গুরুত্ব | ক্রসিংওভারএর গুরুত্ব সৃজনশীল | জীবের বৈচিত্রতা আনয়নে ক্রসিং ওভারের গুরুত্ব

 ক্রসিংওভারএর গুরুত্ব 


১. ক্রসিংওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে , ফলে জিনগত পরিবর্তন সাধিত হয় ।

 ২. জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয় ।

 ৩. বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে আসে বৈচিত্র্য , সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা , আবার কখনও সৃষ্টি হয় । নতুন প্রজাতি ।

 ৪. ক্রসিংওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা হয় । এভাবেই ফসলী উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয় ।

 ৫. কৃত্রিম উপায়ে ক্রসিংওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব । কাজেই প্রজননবিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে । 

৬. গবেষণার ক্ষেত্রেও ক্রসিংওভারের গুরুত্ব রয়েছে । কারণ— ক্রোমােসােমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে বা ক্রোমােসােম ম্যাপিং - এ ক্রসিংওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয় । পরিশেষে বলা যায় যে , জীবের ক্ষেত্রে বৈচিত্র্যতা আনয়নে ক্রসিং ওভারের গুরুত্ব অপরিসীম ।

Tag: ক্রসিংওভারএর গুরুত্ব, ক্রসিংওভারএর গুরুত্ব সৃজনশীল, জীবের বৈচিত্রতা আনয়নে ক্রসিং ওভারের গুরুত্ব 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)