ইকোলজিক্যাল পিরামিড কি/কী | ইকোলজিক্যাল পিরামিড বলতে কি বুঝ | পামেলা দশা বলতে কি/কী বুঝ | পামেলা দশা বলতে কি/কী

Safwan Alam
0

 
ইকোলজিক্যাল পিরামিড কি/কী | ইকোলজিক্যাল পিরামিড বলতে কি বুঝ | পামেলা দশা বলতে কি/কী বুঝ | পামেলা দশা বলতে কি/কী

ইকোলজিক্যাল পিরামিড কি/কী


বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্যশৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাই ইকোলজিক্যাল পিরামিড । 

পামেলা দশা বলতে কি/কী বুঝ


অত্যন্ত শুষ্ক পরিবেশে মাতৃকোষের প্রােটোপ্লাস্ট বারবার বিভাজনের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষগুলাে একটি পিচ্ছিল পদার্থের আবরণ দিয়ে আবৃত হয় । ফ্লাজেলাবিহীন অপত্য কোষসমূহ জিলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকায় এরূপ অবস্থাকে পামেলা দশা বলে । অনুকূল পরিবেশে জিলাটিনের প্রাচীর বিগলিত হয়ে প্রতিটি অপত্য কোষ একটি করে নতুন উদ্ভিদে পরিণত হয় । সাধারণত Chlamydomonas শৈবালে পামেলা দশা দেখা যায় ।

টাগ:ইকোলজিক্যাল পিরামিড কি/কী, ইকোলজিক্যাল পিরামিড বলতে কি বুঝ, পামেলা দশা বলতে কি/কী বুঝ,পামেলা দশা বলতে কি/কী 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)